নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জংগলে দাবানল

আমি একজন ছাত্র। দেশ ও জাতির কল্যাণে নিজেকে ব্যস্ত রাখতে চাই

জংগলে দাবানল › বিস্তারিত পোস্টঃ

ওসমানী স্মরণে

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২

আমাদের দেশেতে জন্মিলো কত নেতা কত সৈনিক
উঠার আগেই হারিয়ে যায় কত নেতা দৈনিক।
দেশের প্রতি ভালোবাসা, জীবন দিয়ে প্রমাণ করেছে কতজনা
কত নারী দেশের জন্য হয়েছিল বীরঙ্গণা।

দেশের তরে, যুদ্ধ করে
জীবন দিয়ে অকাতরে
তারাই শহীদ, শ্রদ্ধা তাদের
পিছুটানে ধরেনি যাদের।

শহীদ ছাড়াও যারা আছে
যুদ্ধ করেও বেঁছে আছে
তারাই গাজী দেশের তরে
শ্রদ্ধ তাদের জীবন ভরে।

যুদ্ধে যিনি নেতা ছিলেন
গাজী হয়ে ফিরে এলেন
নাম তার আতাউল গনি
তিনি বীর সেনানী।

জীবনবাজী ছিল যাহার
হায়েনামুক্ত দেশ গড়ার
চক্রান্তের জালে পড়ে
সম্মান হতে বাদ পরে।

কোথা ছিল অরোরার দল
ঝড় উঠেছিল যখন প্রবল
কামান গুলো গর্জে উঠে
কখনো বিলে কখনো ঘাটে।

তবুও তিনি হয়নি নাখোশ
দেশের জন্য জীবন বেহুশ
তাহার জন্য হাজার সালাম
তাহার জন্য হয়নি গোলাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৭

অবুঝ১ বলেছেন: সুন্দর লিখনি

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯

জংগলে দাবানল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.