নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।

বেঙ্গল মাসুদ

সোনার বাংলার স্বপ্ন দেখি। "সবুজে শ্যামলে আঁকা থোকা থোকা জুঁই... নাও-নদী-ঢেউ-জল দেব না কিছুই... উজাড় দু'হাত জুড়ে শোধ নেব ঋণ... দেব না সীমানা ছেড়ে ইঞ্চি জমিন.."

বেঙ্গল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

প্রজেক্ট মার্কার-পেন বা টি-শার্ট ইন স্টেডিয়াম : বিএসএফ এর সীমান্তসন্ত্রাসে প্রতিবাদইচ্ছুক তরুনদের জন্য একটা মেসেজ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৪



ব্যাপারটা একশতভাগ আপনার নিজস্ব স্বাধীনতা এবং নিজ-উদ্যোগ - ইউ আর আ onE maN armY টুমোরো... (এটাই ম্যাসেজ)



চট্টগ্রামঢাকাতে নেটিজেনদের নিয়ে রাস্তায় নামার পরিকল্পনা করার সময় আবশ্যিকভাবে কয়েকজনকে ব্যানারের ব্যবস্থা করতে হয়েছে - প্লাকার্ডের যোগাড় করতে হয়েছে এবং সবকিছু ম্যানেজ করতে হয়েছে । ফলে স্বাভাবিকভাবে কয়েকজন "ব্যক্তি" কে সামনে এসে দাড়াতে হয়েছে যারা প্রশাসন-সাংবাদিক-মিডিয়া ও টাকাপয়সা যোগাড় করেছেন।



কিছু অহঙ্কারী আর সেলিব্রেটী নেতা-ব্লগারদের ব্যাপারটা সহ্য হয়নি। তাদের ধারনা হয়েছিলো, ব্যাপারটায় নেতৃত্বের কোন বাপার আছে! তাদের ধারনা হয়েছিলো ব্যাপারটায় ক্রেডিটের কোন ব্যাপার আছে! তাদের ধারনা হয়েছিলো বাপারটায় রাজনীতির কোন ব্যাপার আছে.... (অথবা ভারত নিয়ন্ত্রিত কোন জায়াণ্ট পত্রিকার দেয়া পয়সা উসুল করতে ব্যাপারটা তারা এভাবে উপস্থাপন করেছিলো)



যাহোক, আগামীকাল শনিবার, বাংলাদেশ-ভারত বিশ্বকাপ উদ্বোধন ম্যাচ হবে । এই ম্যাচ দেখতে যারা স্টেডিয়ামে যাবেন তারা অবশ্যই বাঙালী... বাংলাদেশী.. বাংলাদেশকে ভালোবাসেন! কাটাতারের বেড়ায় ফেলানীর ঝুলন্ত লাশের ছবি যাদের মন থেকে মুছে গেছে, তাদের জন্য বিএসএফ গতকাল আরেকটা লাশ উপহার দিয়েছে ।



আগামীকালকে স্টেডিয়ামে আপনারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালভাবে এই প্রতিবাদ কর্মসূচীর কর্মী! কেউ আপনাকে তার যোগার করা ব্যানারের নীচে দাড়াতে ডাকবে না । কেউ আপনাকে একটা "বিএসএফ এর বর্বরতার বিচার চাই" - STOP BSF killing in Bangladesh Border প্লাকার্ড ধরিয়ে দেবেনা । কেউ আপনাকে বলে দিবেনা কখন কোথায় কি করতে হবে!



যারা বিএসএফ এর অব্যাহত সীমান্ত সন্ত্রাসের প্রতিবাদের ইচ্ছা অন্তরে অনুভব করেন, তারা যা কিছু করবেন, নিজ উদ্যোগে করবেন । এই ব্লগে শুধু মাত্র কিছু গাইডলাইন তুলে ধরা হয়েছে । বাকিটা নিজেকে করতে হবে । আপনি যদি ক্রেডিট অথবা পলিটিক্স আতঙ্কে ভুগেন, তার কোন ভয় নেই । কারন পুরোটাই আপনার নিজের চেতনা - নিজ উদ্যোগ - আপনার মার্কার আপনি নিজে জোগাড় করবেন, স্টেডিয়ামের ক্যামেরাগুলো নিজ উদ্যোগে খুজে বের করবেন.. পলিটিক্সমুক্ত দেশপ্রেম আর প্রথমআলোর পয়সাজীবি দালালীমুক্ত দেশাত্ববোধ আগামীকাল স্টেডিয়াম প্রাঙ্গনকে উদ্ভাসিত করবে, এই স্বপ্ন বুকে ধারন করে পোষ্ট টা দিলাম ।



অদ্ভূত কারনে পোষ্টটা প্রথম পাতা থেকে সরে যাচ্ছে!!!!

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৫

বেঙ্গল মাসুদ বলেছেন: ????

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৮

বেঙ্গল মাসুদ বলেছেন: তিনবার পোষ্ট করার পর এটা টিকলো!

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৭

সুবোধ ভদ্র-জেলা ফরিদপুর বলেছেন: অদ্ভূত কারনে পোষ্টটা প্রথম পাতা থেকে সরে যাচ্ছে!!!!

খিক্স B-) ফীভাইয়ার ছয় অপারেটরের কেউ মনে হয় অনলাইনে আছে ;)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৮

বেঙ্গল মাসুদ বলেছেন: বাগ ও হতে পারে ।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৯

সুবোধ ভদ্র-জেলা ফরিদপুর বলেছেন: বাই দা ওয়ে... আমার টিকেট নাই । টিভির পর্দায় চোখ রেখে খুজে বেড়াবো বাংলাদেশপ্রেমিকদের ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৫

বেঙ্গল মাসুদ বলেছেন: আচ্ছা । বন্ধুবান্ধব পরিচিত যারা আছে তাদেরকে মেসেজটা ফরোয়ার্ড করেন । সময় খুব কম ।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪০

উদাসী স্বপ্ন বলেছেন: এই প্রজেক্ট টা নিয়ে ভাবা যায়! ভালো কাজ......তবে ব্যানারটা একটু বড় আর মার্কার পেনটা ডাবল শটে লিখলে ব্যাপারটা আরো ফুটে উঠবে আর সাথে একটা ব্যানারের কাগজ না নিয়ে অনেক গুলো কাগজ আর মার্কার পেন হলে আশেপাশের সবাইকে দিয়ে দেয়া যায়! তবে এগুলো নিয়ে সংবাদপত্রে ফ্লাশ হলে দেখা যাবে আমাদের ভারতপ্রিয় সরকার কাগজ আর মার্কার পেন নিষিদ্ধ করতে পারে!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৪

বেঙ্গল মাসুদ বলেছেন: আশেপাশের সবাইকে সাপ্লাই করার মত উদ্যোগী কেউ যদি থাকে, সাধুবাদ তাকে । আমি শুধু পোষ্টলেখক । ফেসবুকের সেইভ আওয়ার সভরেইনটি (http://www.facebook.com/SaveOurSovereignty) পেজের-ও কোন উদ্যোগ নেই । সম্পূর্ন ব্যাপারটা ইন্ডিভিজুয়াল পারসনের কাছে । যে পারবে সে করবে - যে ইচ্ছা করবে সে কাজটা করবে - আমরা শুধু জানিয়ে দিলাম যে আমরা কিন্তু করছিনা, কিন্তু আপনারা করবেন ।

মার্কার নিষিদ্ধ করা টাইপ কথা না বললে ভালো হয় । এটা ২১ তারিখ পুলিশ কাউকে দাড়াতে দেবেনা টাইপের মিথ্যা জুজু । একটা কলম পকেটে রাখা নিয়ে টেনশনের কিছু নাই ।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

শুষ্ক বলেছেন: একটা মার্কারপেন নিয়ে স্টেডিয়ামে যাওয়া কোন ব্যাপার ই না । ৪-৬ এর প্লাকার্ডগুলোকেও দরকার হলে কনভার্ট করে ফেলা সম্ভব । সাদা কাগজের ওপর কসটেপ দিয়ে আরেকটা লেয়ার তৈরী করে তাতে ৪-৬ লেখা থাকতে পারে । স্টেডিয়ামে ঢুকে উপরের লেয়ারটা আলাদা করে ভেতরের কাগজ বের করা যায় । ইচ্ছা থাকলে কোন ব্যাপারই না । যাদের দেশপ্রেমের দৌড় কেবল কীবোর্ড চালানোতে, তারাই একশ রকম অজুহাত খুজে বেড়ায় ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৮

বেঙ্গল মাসুদ বলেছেন: এটাই কথা । বিএসএফ এর বর্বরতার প্রতিবাদ করতে হবে , এই চেতনা থাকলে সব সম্ভব ! এমনকি চূড়ান্ত রকম হুমকী স্বত্তেও ২১ তারিখে প্রোগ্রাম সফল করে সেটা প্রমান করা হয়েছে একবার ।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৮

মাসুদ রশিদ বলেছেন: অদ্ভূত কারনে পোষ্টটা প্রথম পাতা থেকে সরে যাচ্ছে!!!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২০

বেঙ্গল মাসুদ বলেছেন: তিনবার দিতে হয়েছে পোষ্টটা । এডিট পেইজে গিয়ে দেখি প্রথম পাতার টিক মার্কটা উঠিয়ে দিয়েছে । বাগ বা মডু ।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫২

কালো_সাদা বলেছেন: টি-শার্ট ভাল আইডিয়া হতে পারে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৭

বেঙ্গল মাসুদ বলেছেন: সময় কম এবং অর্গানাইজড কেউ কিছু করছে না বলে মার্কারপেন আইডিয়া বেটার । ফিফাদের আপত্তির কারনে আগের উদ্যোক্তারা নিরুৎসাহিত । টিশার্টের ব্যাবস্থা ফিফারা করলে ব্যাপারটা সম্ভব । কিন্তু তারা ভারত থেকে অনুমতি পাবে কিনা, সন্দেহ ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৯

বেঙ্গল মাসুদ বলেছেন: পুরো ব্যাপারটা ব্যক্তির নিজের । কেউ যদি মনে করে তার পক্ষে টিশার্ট ম্যানেজ করা সম্ভব সে সেটাই করবে । যেহেতু কোন কমিটি বা কোন অর্গানাইজেশন এই প্রজেক্টের আয়োজনে নেই, তাই কারো ভরসায় থাকার সুযোগ নেই । এবার আসলে প্রমান হয়ে যাবে, দেশপ্রেমের পলিটিক্সমুক্ত চেতনা কতটা বাস্তব । আশা করি সবাই প্রমান করবে যে রাজনীতির ছায়ার বাইরে দাড়িয়ে কোন সংগঠনের ব্যানার ছাড়াও ইন্ডিভিজুয়াল্লী তারা দেশাত্ববোধের প্রমান দিতে সক্ষম ।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৪

অশ্বথবৃক্ষ বলেছেন: মহান উদাসী, অনেক গুলো কাগজ আর মার্কার পেনের স্পন্সর কি আপনে হইবেন ? নাকি প্রথমালু বন্দুসভা হ্বে ? সেইগুলান নিয়া স্টেডিয়ামে ঢুকবার সময় কি আপনে সিকিউরিটি দিবেন ? নাকি ফিভাদা সভাদাক _____জাদারা দিবো ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২২

বেঙ্গল মাসুদ বলেছেন: কুলডাউন । উই হ্যান্ডওভারড অল রেসপন্সিবিলিটি টু দা মাস পিপল ।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৫

উদাসী স্বপ্ন বলেছেন: আপনি যদি ক্রেডিট অথবা পলিটিক্স আতঙ্কে ভুগেন, তার কোন ভয় নেই ।



অপরের কথা জানি না, আমি নিজে জামাতী শিবির দের ঘৃনা করি, যেকোনো কারনেই হোক যদি ওরা আমার সাথে যেকোনো ইস্যু তেই দাড়াক হয় আমি দাড়াবো না হলে ওদের লাশ আমার পাশে পড়ে থাকবে। যদি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধও লাগে তাহলে হাতে যদি রাইফেলটা তুলে নি তাহলে একটা গুলি যাবে ভারতের দিকে আরেকটা যাবে জাশিদের দিকে। যেমনটা করেছি ২০০২ এ কিছু জাশী পিটিয়ে চমেকের ডাস্টবিনে ফেলে আসতে! ভালোই লাগে কুকুরদের পেটাতে!

যাই হোউক, আন্দোলন সফল হোক, নিজের বন্ধু বান্ধবদের যারা দেশে আছে তাদেরকে মেইলে জানিয়েছি এটা করতে!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২২

বেঙ্গল মাসুদ বলেছেন: অনেক ধন্যবাদ ।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৮

অশ্বথবৃক্ষ বলেছেন: এইবার সব দায়দায়ত্ব জনগন চান্দুদের কান্ধে । কোন তায়েফ আহমেদ বা হেলাল রহমান নাই । এইবার দেখা যাইবো দেশমোল্লাদের দৌড় কদ্দুর পর্যন্ত যায় ।

অন্তত ৪-৫ জন ও যদি প্রমান করতে পারে, পারসোনাল উদ্যোগে সে একটা প্রতিবাদী প্লাকার্ড তুলে ধরতে সক্ষম মিডিয়ার সামনে, অনেক খুশি হবো, ভালো লাগবে ।

সুবোধ ভদ্র-জেলা ফরিদপুর বলেছেন: বাই দা ওয়ে... আমার টিকেট নাই । (সেইম কেইস) :(

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৩

বেঙ্গল মাসুদ বলেছেন: হুম । সেটাই । জনগনের সমস্য জনগন সমাধান করবে । দেখি কতদুর হয় ।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৫

উদাসী স্বপ্ন বলেছেন: অশ্বথবৃক্ষ বলেছেন: মহান উদাসী, অনেক গুলো কাগজ আর মার্কার পেনের স্পন্সর কি আপনে হইবেন ? নাকি প্রথমালু বন্দুসভা হ্বে ? সেইগুলান নিয়া স্টেডিয়ামে ঢুকবার সময় কি আপনে সিকিউরিটি দিবেন ? নাকি ফিভাদা সভাদাক _____জাদারা দিবো ?


থাবড়া চেনো ছাগু? দেশপ্রেমের লিগা টাকা পয়সা বড় নাকি তুমার কাছে?
আন্দোলন করবি তো টাকার লিগা ডরাস কেন? আন্দোলন কি টাকা পয়সার লিগা থাইমা থাকে?

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২১

উদাসী স্বপ্ন বলেছেন: (http://www.facebook.com/SaveOurSovereignty)



আমার ফেসবুক আইডি নাই, তবু সবাইরে এইটা মেইল করতাছি!

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩০

অশ্বথবৃক্ষ বলেছেন: উদাসী, প্রথমআলোর ফিভাদাদের টাকা ছাড়া আর সবার টাকাতেই ছাগ-গন্ধ বা জাশি মার্কা মারা আছে । যদি ২০ জানুয়ারী থেকে ব্লগ ফলো করে থাকো, আজানা থাকার কথা না ।

অর্গানাইজডভাবে কাজ করলে নুন্যতম একটা ব্যানার বানালে ১০০ টাকা হলেও খরচ হবে । ওই টাকার উৎস কোথায়, সেইটা নিয়ে ফিভাদা সভাদাকদের আগ্রহ বেশি । তাদের সেইসব কৌতুহল মেটাতে গিয়ে কাজের সময় নষ্ট ।

মাসুদ ভাই তার পোষ্টে বলছে মার্কার প্রজেক্টের সব কিছুর ম্যানেজার যার যার টা সে... তুমি কইছো অনেক মার্কার নিয়ে বিলাতে হবে... এইজন্য আমি কইলাম অনেক মার্কার যোগার করার দায়িত্ব কে নিবে ?

আমার পয়েন্ট এইটা । না বুইঝা ফাল পাইরো না ।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

উদাসী স্বপ্ন বলেছেন: তুমার ১০০ টাকার কথা শুইনা মনে হইলো সরকারের টেন্ডাবাজীর লিগা চোরা টেন্ডার লাগাইছো মনে হয়? ব্যাটা মাথা খাটা!

তিনটা মার্কার পেন যেগুলা পার্মানেন্ট হইতে হইবো এমন দরকার নাই কতগুলা শীত পার হেড মনে হয় ৬ থিকা ৭ টাকা। ৬০ টাকা দিয়া দশটা। দুইটা মার্কার ৭০ টাকা। এইটা দিয়া দেখা যাইবো আশেপাশের প্রায় ১০ জনরে টার্গেট। আরেকটা ভীড়ের কন সেনট্রেশন খেয়াল করলে যদি প্রোবাবল ভিজিবিলিট লক্ষ্য করো তাইলে তোমার ম্যাকসিমাম ফোকাসের রেডিয়াস নির্ধারন কইরা সেই অনুযায়ী ডিস্ট্রিবিউট করলে অন্তন গ্যালারীর একটা বড় অংশে এইটা ভিজিবল করন যাইবে। যেইটার জন্য হয়তো তোমার ১০০০ টাকা যাইবো সেইটা তোমার ১৩০ টাকার মধ্যে শেষ। আর ম্যাক্সিমাম রেডিয়াস ডিস্ট্রিবিউশন হিসাব কইরা যদি তুমি আগাও তাইলে পার হেড খরচ পড়বো ১০ থিকা ২০ টাকা!

হিসাব কি ঘিলুতে গেছে?

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৯

জসিম। বলেছেন: ফিভাদা-সভাদার নামকরণের স্বার্থকতা গতকাল পেলাম- Click This Link

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০০

কালো_সাদা বলেছেন: যারা যারা যাছেন তারা নিজেদের টি শার্ট এ প্রতিবাদ লিখে নিয়ে যান অথবা পতাকাতেও লিখতে পারেন

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০৫

জসিম। বলেছেন: আমার এক ছোট ভাই যাচ্ছে। সে ভাল লিখতে পারে। সে সাদা ২ টি গেঞ্জি ভিতরে পরে যাবে। যেগুলাই সে পড়ে মার্কার দিয়ে লিখবে।

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১০

জোকার৬৬৬ বলেছেন: উদা ভাই, এস ও এস শিবিরের আন্ডারগ্রাউন্ড সংস্থা।

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১৭

জসিম। বলেছেন: জোকার কে বলছে আপনাকে এস ও এস এর কথা মত চলতে। বাংলাদেশ কি শিবির-জামাতের। সব জায়গায় জামাত-শিবির ভ্য দেখান কেন?

ইন্ডিভিজুয়ালী কার কি করনীয় সেটা ভাবেন।

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২২

প্রিন্স অফ পারসিয়া বলেছেন: ফেলানীকে নিয়া যে চক্র এখনও রাজনৈতিক হলি লাগাতে চায় তাদের জন্য শুধু ঘৃণা আর থু থু দিতে চাই আর তাদের কাছে একটাই প্রশ্ন আজ ফেলানির জায়গায় তাদের বোনের এই পরিনতি হলেও কি তারা একই কাজ করতো???

পারলে এইটা পইরা আসেন...
তামিম, ব্যাটের আঘাতে আঘাতে ওদের হত্যা করো..... ১৩০ কোটি ভারতীয়র রক্তাক্ত আত্মাকে ঝুলিয়ে দাও সিমান্তের কাঁটা তারে..

২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২৭

স্পেলবাইন্ডার বলেছেন: একমত। যারা যারা স্টেডিয়ামে খেলা দেখতে যাবেন সবাই চেষ্টা করুন প্রতিবাদ করার।

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৩

কালো-ভোমরা বলেছেন: আপনি কিন্তু ইতিমধ্যে এটার অর্গানাইজার হয়ে গেছেন। সেটা ভাল বিষয়। এগিয়ে যান।

আগের বারের উদ্যক্তারা শিবির ছিল বেরিয়ে পড়ায় আপনি বেশ না খোশ হয়েছেন। সেই ক্ষোভ এই পোস্টে উপচে উপচে পড়ছে বলে মনে হয়। আপনি যদি ঐ উদ্যক্তাদের কেউ না হয়ে থাকেন তাহলে কিন্তু ওটি নিয়ে মাথা ঘামানোর কথা নয়, শুধু এটি নিয়েই মাথা ঘামানোর কথা।

১৯৭১ এর পরে বাংলাদেশে ডান বাম বিভিন্ন ব্লকের শাসন আসলেও সার্বভৌমত্ব কখনও সংশয়ের মুখে পরে নাই। তবু "সেইভ আওয়ার সভরেইনটি" নিয়ে যারা এগোই এ রকম ব্লক সাধারণত জামায়াত ঘেঁষা হয়।

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:২০

উদাসী স্বপ্ন বলেছেন: শালার এইখানেও জামাত, ঘিন্না ধইরা গেলো, এইসব শিট টাইপের জিনিস যদি টয়লেট ছাইরা সব জায়গায় লাগা শুরু করে তখন তো মনে হয় ব্যাবস্হা আগে এগো উপর লইতে হয়!

শিট শিবির! বার্নিং দেম এলাইভ ইস দেয়ার বেস্ট রিওয়ার্ড!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.