![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী।
....................... ভয়................।
ওহ কি দূ্র গন্ধ গায়ে দূ্রে থাক কুলি
আর একটু হলেইত, করে দিতাম বমি
দূ্রে যা,দূ্রে যা ঘেষিনা পাশা-পাশি
গাদার গায়ের গন্ধ আসছে বেটা,মুডটাই নষ্ট করে দিলি।
শারা দিনের খাটুনি শেসে, পাইনি এখনও মুজুরি
দমক ক্ষেয়ে, শুকিয়েছে কলিজার পানি
দেবেতো টাকা নাকি,আরেকটা দিয়ে করবে বিধায়
আমিত নিরুপায়, মেনে নিতে হবে সবি
এই কামটা না থাকলে,উপস থাকতে হবে ঘুস্টি সুদ্দি
কিন্তু, লু্গ্ঙিতে গুজা নেই ,কোন টাকা করি
ঘরে ত ডাল, চাল সব, ফুরিয়েছে গত কালিই
আমি না হয় থাকলাম না খেয়ে
ছেলে মেয়ে অপেক্ষয়া আছে আমার পথ চেয়ে।
এখনোও স্যার হিসাব করছেন,খাতা কলম নিয়ে
মাজে মাজে ওকি জুকি দিচ্ছেন, কত জন আছে লাইনে
স্যারের চোখে চোখ পরলেই গলা শুকিয়ে আসে
কি জানি বলে, শেসে, আবার না অনাহারে থাকতে হয়
পরিবারের সবায় মিলে মিশে ,
কখন বা এক মুঠো ভাত ,কখন বা আনাহারে
স্যারএর কি বা আসে যায় এক দিন আগেপরে
মুজুরির টাকা দিলে, শুকনো হাসি দিয়ে বলে
আজকে একটু সমস্যা আছে।
এই ভাবে ছলছে জীবন দারিদ্রের কশাঘাতে
কখন বা আহারে, কখন বা অনাহারে
আমি একজন দিন মুজুর
গভীর কান্নার শুর, আমার ঘরে বেজে উঠে।
সন্তানের আত্ম চিৎকার মনে হয়
জীবনটা দিয়ে দেই .........
কিন্ত কি করার থাকে, কাজ করার পর
মুজুরি ছাড়া ঘরে ফিরতে হয় আমাকে।
(মাসুদ রাহমান)
©somewhere in net ltd.