নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী

মাসুদ ০০৭

হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী।

মাসুদ ০০৭ › বিস্তারিত পোস্টঃ

আমি দেখিনি

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

............ আমি দেখিনি..................



মানুষের জীবনের প্রিয় মুহূর্ত গুলো, কখন আসে, তা বুঝার আগেই বিদায় নেয়, কারন এই সময় মানুষকে আবেগ চারপাশ থেকে গিরে রাখে।



যেমন আমাদের স্বাধীনতার মাস ডিসেম্বর , এিশ লক্ষ মানুষের রক্তের বিনীময় পেয়েছি আমার স্বাধীনতা, মনে হয় এই শুরু হলো মাস অথচ আজ ১৪ ডিসেম্বর হু...................................................।



আমি স্বাধীনতার যুদ্দ দেখিনি, দেখিনি যুদ্দ বিধ্বস্ত বাংলাদেশও। আমি দেখিনি মায়ের কান্না, কোন মায়ের ছেলে হারানোর যন্ত্রণা বা পাগল হয়ে যাওয়া। দেখিনি হানাদার, রাজাকারের হাতে জবাই হওয়া কোন মানুষের দেহ।

হয়তবা আমি দেখিনি লাশের স্তূপ, আমি দেখিনি খালে-বিলে রাস্তায় হাঁটে, বাজারে, গ্রামে বা শহর থেকে একটু দূরে হাজারো মুক্তিযুদ্ধার লাশ, হয়তবা যাদেরকে কবর ও জানাযা কিছুই দেওয়া হয়নি তরিকা মতো।



আমি শুনিনি মেশিন গানের গুলির শব্দ,আমি পাইনি বোমা হামলার বারুদের গন্দ, আমি দেখিনি বোমার আগাতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া দেহ,

আমি শুনিনি কোন বোনের আত্ম চিৎকার ,শিশু বাচ্চার ধর্ষিত হচ্ছে এমন দৃশ্য ,দিচ্ছে চিৎকার বাচাও বাচাও ।



আমি শুনিনি ,আমি শুনিনি, আমাকে যদু ও করতে হয়নি।

কারন এক সাগর রক্তের দিয়ে দুই লক্ষ মা,বোন এর সম্ব্রুম এর বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশ ,

তাই আমাদেরকে কিছুই করতে হয়নি

কোন বীভৎস চেহারা দেখতে হয়নি

কোন অপ্রত্যাশিত চিৎকার শুনতে হয়নি,কোন বোনের।

নদীর ধারে পরে থাকা লাশ দেখতে হয়নি ।

যুদ্ধের ভয়াবহ রূপ আমাদের দেখতে হয়নি।



বাংলার বীর সৈনিকেরা আমাদের দেশটাকে আগেই স্বাধীন করে গেছেন ,তাদের আত্ম ত্যাগের মাধ্যেমে আমরা পেয়েছি আমাদের একটা স্বাধীনতা ও সমৃ্দ্ব দেশ।



আমরা তাদের জানাই লাখ সালাম ,এবং সু-গবীর শ্রদ্ধা, আমরা তোমাদের ভূলবনা

যতদিন এই পৃথিবীতে থাকবে আলো বাতান বহমান,

তোমাদের মান, সম্মান, শ্রদ্ধা থাকবে অম্লান।





(মাসুদ রাহমান)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

সুমন কর বলেছেন: ভাল লাগল।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৬

মাসুদ ০০৭ বলেছেন: চেষ্টা করছি স্যার ,দেশ , সমাজ ,আর অবহেলিত মানুষের জীবন চিএ তুলে দরতে।এই আশা নিয়া ব্লগ এ লিখা সুরু করেছি

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৮

মাসুদ ০০৭ বলেছেন: ধন্যবাদ স্যার

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

লক্ষীছাড়া বলেছেন: খুব ভালো

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১

মাসুদ ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.