![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী।
.............আমরা ও আমাদের দেশ (২).............
মানব সেখানে হেরে গেছে বিবেকের কাছে,
কি হবে আর গণতন্ত্র, সমাজতন্ত্রের মিছিল মিটিং করে?
অনাহারে কাদছে শিশু, দিনমজুর আছে ঘরে বসে
নীতি আজ অনীতি হয়ে ধরা দিয়েছে আমাদের কাছে,
অবরোধ আর হরতালের জালে আটকে আছি সবে।
বুদ্ধিজীবীর বুদ্ধি আছে, মূল্য নেই এদেশে
নেতা না হলে আপনার কথা কেউ শুনেনা মন দিয়ে,
বাপের নামে, স্বামীর জোরে দেশটা জিম্মি গত ২৫ বছর ধরে।
হায়নার মতো থাবা দিচ্ছে
বিনা কারনে মানুষ মারছে,
বুকের রক্ত চুষে চুষে খাচ্ছে
নিষার মানুষ গুলো শুধু চেয়ে চেয়ে দেখছে,
মাকড়শার জালে আটকে গেছি আমাদের কি বা করার আছে।
আমরা এখনও শোষিত হচ্ছি
২০০ বছর আগে থেকে যেভাবে শোষিত হয়েছি
ইংরেজ আর পাকিস্তানের কাছে,
স্বাধীনতা দেখব কিনা এই জীবনে তাতেও সন্ধেহ আছে। .................মাসুদ রাহমান.................
©somewhere in net ltd.