![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী।
চল ফিরে গ্রামে
কেন পরে আছো এখানে ,
এই অচেনা ইট বালির রাস্তার বাকে, অজানা এই শহরে।
যেখানে যানজট , আর গাড়ির কালো ধুয়া জীবন গ্রাস করেছে ।
চল ফিরে গ্রামে ,যেখানে শালিক ডাকে সকাল সন্ধ্যা ,
পানক্ষরী উড়ে যায় পানির গা গেসে ,
সচ্ছ পানির নিচে , যেখানে পুটী মাছের জাঁক দলবেঁধে গুরে।
চল ফিরে গ্রামে।
কুয়াশা মাখা ভোরে , একটু খানি হেঁসে
খেজুরের রসে প্রান জুরিয়ে আশে
কাপা কাপা হাতে , সবাই মিলে মিশে
ভাপা পিঠা খেতাম চুয়ালের দারে বসে ,
সিরিয়াল দিতে হবে আগে , মা এক একটা পিঠা , একের পর এক দিচ্ছে
আমরাও আছি লাইনে বসে।
চল ফিরে গ্রামে।
©somewhere in net ltd.