নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী

মাসুদ ০০৭

হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী।

মাসুদ ০০৭ › বিস্তারিত পোস্টঃ

গল্প

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৫

অন্য রকম ভালোবাসা



আমরা এখন পর্যন্ত অনেক চক্ররের নাম শুনেছি , খাদ্য চক্র, অর্থনীতির চক্র , ইত্যাদি আরও অনেক চক্র আছে , আসলে আমরা আমাদের পৃথিবী পুরো জগতটা একটা চক্রের উপর দারিয়ে আছে, আমার মনে হচ্ছে তা হলও ভালোবাসার চক্র, যা আছে বলেই এই পৃথিবী , আর পৃথিবীর ভারশম্ম টিকে আছে , যদিও এই ধরনের অনুভূতি শুদু মানুষের ক্ষেএে , বাবা , মা , ভাই, বোন, দাদা , দাদি, নানা , নানি , ইত্যাদি নিকট আত্তিয় যারা, আমাদের কাছের তাদের জন্যে ,‌আমাদের থাকে গবীর আবেগ , ভালবাসা , কারন তারা আমাদের অনেক ভালবাশেন , হয়ত আমাদের চেয়ে আমাদের কে বেশি ভালবাসেন , আমাদের লালন-পালন , দেখা-শুনা , তাই আমরা তাদের কে ভালোবাসি , আজ দেখলাম মহান আল্লহর অন্যে এক খেলা , মানুষ একাকি বাস করতে পারে না ,তাতো আমরা আদি কাল থেকে শুনে আসছি , অনেক সমাজ বিজ্ঞানীরা বলেছেন , যদি কথাটা একটু পরিষ্কার করে বলি তাহলে ধারাবে মানুষ ভালবাসা ছারা বাঁচতে পারে না , এই মডার্ন যুগ এ ,



কিন্তু যাদের এই ধরনের কোন আত্তিয় সজন নেই , তারা কাকে ভালবাসবে? , কে তাদেরকে ভালবাসবে? যদিও আমাদের কাছে কোন উওর নেই এর .....................। আমরা তাদের থেকে দুরে থাকি , ময়লা , বলে, আর একটু ভদ্র ভাষায় কি দুর্গন্দ?

এমনকি আমাদের ছেলে মেয়েদের ও মিসতে দেই না ওঁদের সাথে ,মানুষ ত ভালবাসা ছারা বাঁচতে পারে না , আর পশু-পাখি একটু সুযোগ পেলেই মানুষের আধুরে হতে চায় ,

এক দল অবহেলিত শিশু , খেলা করছে মাঠের মাজখানে কেউ কেউ আবার টোকাই, কেউ আবার চানাচুর বিক্রেতা , কেউ বিক্রি করছে বাদাম , বাঁচার চেষ্টা করছে যার যার মত , এক বেলা খেয়ে আবার এক বেলা নাখেয়ে, রাস্তায় ঘুমায় ,কিন্তু এই বলে কিন্তু ভালোবাসার কমতি নেই তাদের মধ্যেও , ভালোবাসা বিলিয়ে দিচ্ছে তারাও অকাতরে , আপনাদের প্রশ্ন হলও যাদের কে ভালোবাসার মত মানুষ নেই , যাদের সাথে কেউ মিশতে চায়না , তারা আবার কাকে ভালবাসবে........................?

হঠাৎ করে আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করল একটা কান্নার শব্দ , ভালো করে লক্ষ করে বুঝতে পারলাম একটা কুকুরের বাচ্চা কান্না করছে , তার পর আমরা , আগের মত , আড্ডা চালাচ্ছিলাম । হঠাৎ দেখলাম দুওরাইয়া কিছু বাচ্চা গেল কুকুরের বাচ্চাটার কাছে , এক জন বাচ্চা একটা ইট এর খন্ড নিলো , বড় কুকুর টাকে মারার জন্যে , যে কুকুরটা রেগে ছোট কুকুরটা কামড়াচ্ছিল, তখনি কেউ আশে এবং বাদা দেয় , বাচ্চ কুকুরটা কেঁদেই চলেছে , থামাতে পারছে না কেউ মা কুকুরটাও না , মা কুকুরটা কে মারছে একটা বাচ্চা মেয়ে , মনে হয় বলতে চাইছে বা বলছে কোথায় ছিলি তুই , মা হয়েছিস কেন বাচ্চাকে রক্ষা না করতে পারলে , মেয়েটার কাদ কাঁদ একটা ভাব হয়ে আছে , কান দরে টান দিল , চর দিল , তার পর মেয়েটা কান্না থামানোর চেষ্টা করছে মেয়েটা , অনেকক্ষণ চেস্টার পর বাচ্চাটার কান্না থামাতে পারলো , বড় কুকুরটার দতের আগাতে রক্ত বাহির হচ্ছে , বাচ্চা কুকুরের গা থেকে , কি করবে বাচ্চা মেয়েটা ঠিক বুঝতে পারছে না , কিছু মানুষ দেখছিল ঘটনা টা , যার কাছে নিজের খাওয়ার টাকা নেই সে আর কি বা করতে পারে , চারপাশের বাচ্চা গুলার চোখের পানি চলে আসবে, পরে একজন মাঝ বয়সের মানুষ মেয়েটা কে ১০ টাকা দিলে , লোকটি কিছু বলার আগেই দিল দূর , একেবারে বাতাসের বেগে গেল , আবার যেন আলোর বেগে ফিরে এল, মনে হয় তার মনটা এখন সান্তি পাচ্ছে , এখন দূরর এর বেগটা নিয়ন্ত্রণ পায় নি , বড় বড় করে নিঃশ্বাস ফেলছে , সেই বাচ্চা মেয়েটি, কমল আদরে , গভীর ভালোবাসে ঔষধ লাগাচ্ছে কুকুরের বাচ্চাটাকে কোলে নিয়ে , একে বারে জরিয়ে নিয়েছে নিজের সাথে , বুঝা যাওয়ার কোন উপায় নেই দূর থেকে যে এটা কুকুরের বাচ্চা , এই মেয়ে বাচ্চা আর কুকুরের বাচ্চা দু-জনের চোখ ঝল এ ছলো ছল,

কি গভীর বন্ধুত্ব বাবা যায় না , এই খানকার কুকুর আর , আমাদের সমাজের নিম্ন শ্রেনির বাচ্চা হিসাবে যারা পরিচিত, ভালোবাসা বিলিয়ে দেওয়ার মধ্যে যে কি মজা তা হয়তো তারা , খুজে পেয়েছে এই কুকুর গুলোকে ভালোবেসে , আমরা সাদারনত আমাদের সামনে দিয়ে একটা কুকুর গেলে ভয় পাই , আর বাচ্চা মেয়েটা কুকুরটাকে মারছিল ,বকা দিচ্ছি, বিদাতা এই পৃথিবীর তঁরে দিয়াচ্ছে কতনা রহস্য আর রহস্যময় ভালোবাসা , আর এই রহস্যময় ভালোবাসার তঁরে টিকে আছে পৃথিবী ।



(এক দল বাচ্চ মেয়ে আর এক দল কুকুরের মধ্যে এমন গভীর ভালোবাসা )

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

সুমন কর বলেছেন: ভারশম্ম শুদু আত্তিয় গবীর ভালবাশেন দুরে মিসতে দুর্গন্দ
আধুরে মাজখানে দুওরাইয়া বাদা চর দতের আগাতে সান্তি শ্রেনির সাদারনত বিদাতা দিয়াচ্ছে ........
বানানগুলো ভুল।

আরো থাকতে পারে। একটু খেয়াল করে টাইপ করতে হবে।

বিষয়বস্তু ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.