![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী।
রক্তাক্ত মার্চ
রক্তে ভেজা বাংলা আমার
দিন-রাত রক্ত ঝরছে, রক্তের ধারা বয়
রক্ত পিপাশুরা হানা দিয়েছে
বীরেরা পায়নি ভয়।
আপনজনের আত্ন চিৎকারে ,
হৃদয় হয়েছে ক্ষয়।
বিদ্রোহী রক্তের জমাট বেধেছে
যুদ্ধ করবো জয়।
জীবিত রক্ত মরে গিয়ে আজ
যুদ্ধের গান গায়
মায়ের রক্ত মরে গিয়ে
শুকিয়ে লেগে আছে ,আমার গায়
রক্তের ধারা বয় ।
নিথর হয়ে পরে আছে মায়
অবুঝের মত ঘুমিয়ে পরেছে , জড়ায়ে আমায়
মায়ের রক্ত ছড়িয়ে আছে ,আমার সারা গায়
রক্তের ধারা বয়।
চোখ তোলতেই দেখি
একি
চার পাশে অগণিত মানুষের ছিন্ন-ভিন্ন হাত-পা
অসম্পূর্ণ কত দেহ, কত চিৎকার , কত কান্না , কত যন্ত্রণা দেখিয়া
বিধাতার আরশ ওঠিছে কাপিয়া
রক্তের ধারা যায় বহিয়া ।
বাচার জন্যে ছুটছে মানুষ
পথ নাহি খুজে পায়
বুকের রক্তে ভিজেছে মাটি
কেদেছে সারা বিশ্ব
হেসেছে পাকিস্তানী।
স্বপ্নটা আজ মৃত্যুময়
দুঃস্বপ্নের অপঘাত
কল্পনাতে ও ভূলবনা জানি
২৫শে মার্চ এর রাত ।
মায়ের লাশটা দাফন হয়নি
রেখে এসেছি ঘরে ।
রাস্তার মোরে, লেকের ধারে
মানুষের মৃত দেহ , প্রতি কদমে কদমে পরে
রক্তের ধারা বহে।
যাব না ফিরে ঘরে
যতক্ষণ না স্বাধীন করবো
আমার দেশটাকে।
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:০৫
মাসুদ ০০৭ বলেছেন: উৎসাহের জন্যে , আপনার সুন্দর মতা মত এর জন্যে ধন্যেবাদ,
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
স্বপ্নটা আজ মৃত্যুময়
দুঃস্বপ্নের অপঘাত
কল্পনাতে ও ভূলবনা জানি
২৫শে মার্চ এর রাত ।
দেশপ্রেম জাগ্রত হোক সবার মাঝে ।
কবিতায় ভালোলাগা !
ভালন থাকুন ।