![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী।
বিদায় বেলা
সেই প্রথম দিন থেকে শুরু
ভার্সিটিতে এসেছি মাএ, একে বারে শদ্ব্যে শিশু
রঙ্গিন ঢাকার , রংধুনুর ফাদে পরছিলাম যখন
মেত কশা-কশির ফাকে ফাকে , দিক নির্দেশনা দিয়েছেন তখন
কখন বা হালকা হেসে
কখন বা তিব্র স্বরে
বুঝানোটা ছিল প্রধান বিষয় ,
বাস্তবতার আসল মানে
কখন বা তিব্র স্বরে ।
মেতে ছিলাম কাচা , বুঝতাম আধা আধা
আপনি সযত্নে দিয়েছেন শিক্ষা
হয়েছে মেতে পাকা ।
এক এক মূহুর্ত, এক এক মিনিট বিদায় নিতে নিতে
আজ বেজে ওঠেছে বিধায়ের ঘণ্টা , শেষ বেলাতে ।
এই একটা, দু,টো দিন , একটা দু,টো সেমিস্টার
একটা দু,টো মেত করেত করতে ,
কেটে গেল পুরো দু,বছর , মনের অজান্তে ।
আজ বড় বিস্মিত আমি , আমরা
কেমন করে বেজে ওঠেছে বিদায় ঘণ্টা
একটু একটু করে মনে পরছে
নারা দিচ্ছে সৃতির পাতা
সৃতি কাতর করে তুলছে সৃতির খাতা
শাসন-বারন ,আর মৃদু হাসির দৃশ্য কথা
একের পর এক ভেসে আসছে মনে ,
হৃদয় শীতল করে , চোখের কোন বিজিয়ে দিচ্ছে বারে বারে ।
বিদায়টা দেখার সাহস নেই বুকে
চোখ বন্ধ করে আছি বসে ।
ভাবতে পারছিনা দেখা হবে না
কথা হবে না আপনার সাথে ।
জীবনের এক আবিচ্ছেদ্যে
সত্তায় পরিণত হয়েছেন ,মনের অজান্তে
মনো মন্দিরে জায়গা করে নিয়েছেন ,
নিয়েছেন চির আপন করে ।
শিক্ষক পথ পদরশক
আপনার নাম লেখা থাকবে মনে সারা জীবন ধরে।
(মিস ইয়ু স্যার)
২| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৪
মাসুদ ০০৭ বলেছেন: স্যার সত্যি কথা বলতে , আমি ভালো করে পড়তাম এই কারনে , যে সেমিস্টারের শুরুতে আপনার কাছে জি পি য়ে বলতে হবে , আমর ভালো করাটা শুধু আপনার জন্যে, আর কারো না হুক আমার জীবনটা বদলে দিয়েছেন , ধন্যেবাদ দিব না স্যার , সব সময় ভালো থাকেন এই দোয়া করি, মনের মধ্যে চাপা ছিল কথাটা আজ বলে দিলাম
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
সুমন কর বলেছেন: তোমাদের শেষ ক্লাস নেবার পর খারাপ লাগছিল। তোমাদের আন্তরিকতায় আমিও আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আশা করি, তোমরা লেখাপড়া শিখে প্রকৃত মানুষ হয়ে উঠবে।
আমি আছি, তোমাদের পাশে। যে কোন প্রয়োজনে তোমাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।
এটাই নিয়ম, একদিন তোমরা বড় হবে। দেশ ও সমাজের জন্য কাজ করবে। আমরা যতটুকু পারি তোমাদের তৈরি করার চেষ্টা করি।
ভালো থেকো।