![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি সাধারণ মানুষ যেমন, আমিও তেমন একজন অতিসাধারণ মানুষ। অবসর সময় কাটে একাএকা, কখনো কলম হাতে বসে থাকি নিশ্চুপ। বৃষ্টি প্রচন্ড পছন্দ আমার, বৃষ্টি নামলেই হাত দিয়ে বৃষ্ট ধরি। পূর্ণিমার রাতে মন খুব খারাপ থাকলে রূপালী জোছনা গায়ে মেখে ব্যস্ত নগরীর পথে প্রান্তে হেঁটে বেড়াই !
শেষের কবিতা লিখেছেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, আর তার পরের কবিতাটা লিখেছেন আনিসুল হক। শেষের কবিতার পরের কবিতাটাও যে এতো চমৎকার হতে পারে, তা কে জানতো ? ‘শেষের কবিতার পরের কবিতা’ দেখার পর খুব ভালো লাগলো। নাটকটি নির্মাণের ক্ষেত্রে অনেক আধুনিক পদ্ধতির ব্যবহার করা হয়েছে, যা ইতোপূর্বের কোনো নাটকে চোখে পড়েনি আমার। যদিও এ ব্যাপারে বিশেষজ্ঞ নই আমি। দৃশ্যধারণ থেকে শুরু করে লোকেশন অনুযায়ী ক্যামেরার এ্যাঙ্গেল নির্ধারণ প্রভৃতিতে বেশ আধুনিকতার ছোঁয়া দেখলাম। আমি যদিও এসব বিষয় তেমন একটা বুঝি না বা জানি না, কিন্তু তারপরও নাটকটি নির্মাণের ক্ষেত্রে এসব বিষয়বস্তু আমার নজর এড়ায়নি। নাটকের গল্পটা খুব চমৎকার। শেষের কবিতার সাথে একটু আধুনিক নতুন কবিতা যুক্ত করা হয়েছে বলা চলে যায়। নাটকটির একটি চমৎকার দৃশ্য লেখার সাথে দিয়ে দিলাম। একটা মেয়ে কবিতা পড়ছে, রবীন্দ্রনাথের শেষের কবিতা। বনের মাঝখানে একা একটি গাছের আড়ালে কবিতা পড়তে পড়তে মেয়েটি একজনার প্রেমে পড়ে যায়। তারপর ? তারপর শুরু হয় শেষের কবিতার বাকি অংশ। শেষের কবিতার পরের কবিতা। অবসর সময়ে নাটকটি দেখে নিতে পারেন।
২| ২৩ শে মে, ২০১০ দুপুর ২:৫৩
রাকিবুল হাসান রাজ বলেছেন: ভাই নাটক টার ডাউনলোড লিঙ্ক দিতে পারবেন????
৩| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২২
লুকার বলেছেন: নাটক:
Click This Link
গান এখানে পাবেন: http://mukto-mona.com/banga_blog/?p=3668
নাটকটা ঐ গান অবলম্বনে লেখা, আনিসুল হক সেটা চেপে গেলেও গানটা ব্যবহার করেছেন। নাটকটা গানের মত ভাল হয়নি।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০২
হিমালয়৭৭৭ বলেছেন: চরিত্রগুলো কি একই নামে আছে...? নাকি সম্পূর্ণ নতুন ???