নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মাসউদুর রহমান, আব্বা আম্মা ডাকেন রাজন নামে। একটা বিশ্ববিদ্যালয়ে পারফর্মিং আর্টস-এর শিক্ষক। ফিল্মমেকিং, অভিনয়, পাবলিক স্পিকিং, প্যান্টোমাইম- এইসব বিষয় পড়াই। এর আগে স্কুলে মাস্টারি করতাম। শিক্ষকতা আমার খুব ভালোবাসার কাজ।

মাসউদুর রহমান রাজন

একজন মানুষ, শিক্ষক ও সবার আমি ছাত্র তবে সব শিক্ষকের পড়া আমি শিখি না।

মাসউদুর রহমান রাজন › বিস্তারিত পোস্টঃ

আবোল তাবোল

২০ শে মে, ২০২১ রাত ১:২২



এখানে অনেকগুলো নগরের মাঝে একটা দুইটা গাছ। মানুষগুলো নগরের মতো, গেইটওয়ালা দালান। গেইট না খুললে ঢুকাই যায় না। অনেকক্ষণ কলিংবেল টিপার পর বিরক্ত হয়ে আমরা আবার গাছগুলা খুঁজি। কোন দালানের চিপায় কে জানে। ব্যাপারটা এমন না যে, অনেক রোদ আর আমরা কিঞ্চিৎ ছায়া খুঁজতেছি। আমরা খুঁজতেছি শৈশব অথবা আট আনা দামের বড়ই আচারের প্যাকেটের আনন্দ। এক বিচি তুমি আর এক বিচি আমি। মুখে পুরে দিলেই দুইজন মেঘের দেশে। গাছগুলা কই? পুরা নগরজুড়ে একটা দুইটা গাছ আছে যার সাথে তুমি শৈশবের সই পাতাইতে পারতা। ইট পাথরের দালানগুলার ধাপ্পায় গাছগুলা আর তোমারে বিশ্বাস করে না। গাছগুলা লুকায়া থাকে মুখের উপর কালা চাদর দিয়া। দূর থেকে দেখে পাথর মনে হয়। কাছে গেলে এরা দালানের ভাব নেয়। পাশে বসতেই দিবে না। গাছ, তোমারে আমি চিনি। কয় দিন আর ভাব নিবা। একদিন আমারেও তোমার লাগবে।

বড়ই আচারের প্যাকেট শেষ। তুমি কইলা মানিব্যাগে দুইটা ৫০০ টাকার নোট আছে। আরেক প্যাকেট আনো। আরে ৫০০ টাকা দিয়ে কি আর সেই আচারের প্যাকেট পাইবা? আটআনার পয়সা লাগবে। ৫০০ টাকায় আচার পাওয়া যাবে না। আট আনার পয়সা গায়েব, আচারও গায়েব, এদিকে লাটিম খেলার সঙ্গী সাথীরাও গায়েব। হঠাৎ দেখি তুমিও নাই। আরে, আমিও তো নাই। তুমি হয়ে গেছো পিতা আর আমি অফিসার। শুধু গাছটা গাছ আছে। লাটিমটাকে আমরা ঠুঁকে দিয়েছি দেয়ালে আর লাটিমের রশি থেকে ঝুলিয়ে দিয়েছি একটা পাপেট। কী আশ্চর্য! ঐ দেয়ালে ঝুলে আছো তুমি আর এই দেয়ালে আমি!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২১ রাত ১:৪২

চাঁদগাজী বলেছেন:



আপনি হঠাৎ করে সাহিত্যের অজানা শাখায় ক্লাশিক্যাল লেখক হয়ে গেছেন, আলাদিনের চেরাগ মেরাগ কিছু পাইছেন নাকি?

২০ শে মে, ২০২১ রাত ১:৫৮

মাসউদুর রহমান রাজন বলেছেন: কী যে বলেন চাঁদ ভাই। ছোট মানুষ, আলাউদ্দীনের কপাল কি আমার আছে?

২| ২০ শে মে, ২০২১ রাত ২:০২

চাঁদগাজী বলেছেন:




না পেলে অসুবিধা নেই, আমি পেলে একটা আপনার জন্য পাঠায়ে দেবো। আপনি যেসব শিক্ষের পাঠ পছন্দ করেন, তারা আপনাকে জানে তো?

২০ শে মে, ২০২১ সকাল ১১:২০

মাসউদুর রহমান রাজন বলেছেন: না ভাই, বেশির ভাগই জানে না। চেরাগ পাঠায়েন না। চেরাগ দিয়া কী করবো আমি?

৩| ২০ শে মে, ২০২১ রাত ৩:২৯

রাজীব নুর বলেছেন: সুকুমার রায়ের আবোল তাবোল পড়েছিলাম ছোটবেলায়।

২০ শে মে, ২০২১ সকাল ১১:২১

মাসউদুর রহমান রাজন বলেছেন: হ্যাঁ, সেইখানা তো ক্লাসিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.