নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মাসউদুর রহমান, আব্বা আম্মা ডাকেন রাজন নামে। একটা বিশ্ববিদ্যালয়ে পারফর্মিং আর্টস-এর শিক্ষক। ফিল্মমেকিং, অভিনয়, পাবলিক স্পিকিং, প্যান্টোমাইম- এইসব বিষয় পড়াই। এর আগে স্কুলে মাস্টারি করতাম। শিক্ষকতা আমার খুব ভালোবাসার কাজ।

মাসউদুর রহমান রাজন

একজন মানুষ, শিক্ষক ও সবার আমি ছাত্র তবে সব শিক্ষকের পড়া আমি শিখি না।

মাসউদুর রহমান রাজন › বিস্তারিত পোস্টঃ

অচল চতুর্পদীগুচ্ছ (প্রথম কিস্তি)

২৯ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৫



জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনুবাদে ওমর খৈয়ামের রুবাইয়াতের অনুবাদ পড়ে কিছু রুবাইয়াত লেখার চেষ্টা করছিলাম মাঝে মধ্যে। ইচ্ছা হইলো ব্লগে পাঠকদের জন্য উন্মুক্ত করা যাক। বলাই বাহুল্য, এইগুলা ওমর খৈয়ামের ধারে কাছেও নাই, তেমনটা লেখার সময় আমি নিজেও আশা করি নাই, পড়ার সময় আপনারাও আশা কইরেন না।

১. বিপ্রতীপ
যাপিত সময় এখন অচলের হাত ধরে
গুটিকয় কণ্ঠে বাজে ভাঙ্গনের কোরাস
নিদারুন আঘাত ভেঙে পড়ে পাপীর পাঁজরে
বিপুল হাসি এখন সত্যের অধরে।

২. ঠগি
টুইন টাওয়ার ভাঙার স্বপ্নে কাতর কোন লাদেন
টেংরা টিলার আগুনতলায় শ্লোগান তোলে কেউ
সংস্কৃতির চাদরে কেউ সাগরে ঢেউ তোলেন
কবি বুঝেন সবই ঠগ, মিটি মিটি হাসেন। (রচনাকাল: ১৯/০৮/২০০৫)

৩. অসময়
কষ্টরা দিন গোনে পোহাবার
অস্থায়ী সুখগুলো ক্ষয়ে যায়
স্থানু পড়ে আছে সব স্বপ্ন সাধ
আবেগের পালে কোন দোলা নেই।

৪. দুর্ভোগ
বাতাসের কণ্ঠে এ কী গান বারুদের
রক্তের কোন ঋণ থাকে না, ঝরলেও
বিবেকের সব মুখে চুরুট আঁটা
দেহখান কথা বলে, মরলেও।

৫. স্ব-নির্বোধ
ছ’ফিটের দেহটিতে নেই কোন বোধ
যান্ত্রিক, হুঁশ নেই খামচিতে
তবু কেন কেঁদে ওঠো বার বার
ছোট ছোট আঙুলের চিমটিতে। (রচনাকাল ২১/০৮/২০০৬)

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২১ রাত ৮:০০

বারবোসা বলেছেন: বিপ্রতীপ হয়ে উঠুক জাতির সিড়ি
ঠগি বোঝার কবি জন্মাক আরো;
অসময় কেটে যাক তাড়াতাড়ি
দুর্ভোগ যাতে না আসে ছোট বড়।
স্বনির্বোধ ঘুচে যাক দ্রুত
বুঝতে যেন পারি সকল অকল্যাণের মটো।

২৯ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৫

মাসউদুর রহমান রাজন বলেছেন: প্রিয় বারবোসা, এত সুন্দর কইরা কইলেন! অশেষ ধন্যবাদ।

২| ২৯ শে জুলাই, ২০২১ রাত ৮:০২

হাবিব বলেছেন: খুব সুন্দর হয়েছে

২৯ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৫

মাসউদুর রহমান রাজন বলেছেন: ধন্যবাদ স্যার।

৩| ২৯ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৯

নূশাদা বলেছেন: ভালো লাগলো। একটা গল্প শুনতে চাই।

৩০ শে জুলাই, ২০২১ রাত ১২:০৯

মাসউদুর রহমান রাজন বলেছেন: প্রিয় নূশাদা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। গল্প আছে কয়েকটা খাটের নিচে, মানে বাসা পাল্টাইছি তো, বই খাতা বেশিরভাগ বস্তায় ভইরা খাটের নিচে। ঐখানে লেখার খাতা রইয়া গেছে। তয় আর একটা গল্প আছে টেবিলের উপরে ঐটা টাইপ করতে অলসতা লাগে। শীঘ্রই টাইপ কইরা আপ দিমু।

৪| ৩০ শে জুলাই, ২০২১ রাত ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: শেষটি সব থেকে বেশি ভালো লেগেছে । আপনার পরিশ্রমে ভালো লাগা ।

৩০ শে জুলাই, ২০২১ রাত ১২:১০

মাসউদুর রহমান রাজন বলেছেন: সেলিম ভাই উপর্যুপরি ভালোবাসা নিবেন।

৫| ৩১ শে জুলাই, ২০২১ রাত ৩:১৬

ইন্দ্রনীলা বলেছেন: এত কঠিন কথা বুঝিনা ।

৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:৪২

মাসউদুর রহমান রাজন বলেছেন: কী কন আফা, অনেক সহজ কইরা লেখছি তো।

৬| ৩১ শে জুলাই, ২০২১ দুপুর ২:২০

আমি রানা বলেছেন: রাজন ভাই। যদিও মাথার উপর দিয়ে গেল। তবুও ভালো লেগেছে।

৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:৪৩

মাসউদুর রহমান রাজন বলেছেন: রানা ভাই, আপনে রিকোয়েস্ট করলেন বইলাই তো কবিতার পোস্ট দিলাম।

৭| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:৪৫

ইন্দ্রনীলা বলেছেন: শুধু চতুর্পদীর সাথে চতুষ্পদীর মিলটা মজা লেগেছে।

৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:৫০

মাসউদুর রহমান রাজন বলেছেন: বাহ্, দারুন কইছেন। আসলে চতুষ্পদীই হওয়ার কথা, সাহিত্যিকরা নিজেদের কাজের সম্মান বাড়ানোর জন্য এইটার নাম এমন রাখছে। চতুর্পদীরও চার পদ (বাক্য), চতুষ্পদীরও চার পদ (পা)।

৮| ০১ লা আগস্ট, ২০২১ রাত ১২:০৪

ইন্দ্রনীলা বলেছেন: হ্যাঁ সাহিত্যিক যে এই টার্ম বের করেছে আমি নিশ্চিৎভাবে জানি সেও এই মিলের কথা ভেবেই রেখেছিলো।

এখন অষ্টপদী কাব্যে তো অক্টোপাসের ছবি আসবে।

০১ লা আগস্ট, ২০২১ রাত ১২:০৭

মাসউদুর রহমান রাজন বলেছেন: আয় হায়, তাইলে চতুর্দশপদীর কী হবে? টেনশনে ফালায়া দিলেন তো আফা।

৯| ০১ লা আগস্ট, ২০২১ রাত ১২:১৯

ইন্দ্রনীলা বলেছেন: চৌদ্দগুষ্ঠির সাথে মিলান যাইতে পারে।

০১ লা আগস্ট, ২০২১ রাত ১২:২৭

মাসউদুর রহমান রাজন বলেছেন: একটু কঠিন হবে। চতুষ্পদীর সাথে থাকলেই ভালো হবে। অথবা একটা কুকুর একটা অক্টোপাস আর একটা মানুষের একসাথে ছবি উঠায়াও দেয়া যায়।

১০| ০১ লা আগস্ট, ২০২১ রাত ১২:৩৬

ইন্দ্রনীলা বলেছেন: ভালো আইডিয়া। আপনি সৃজনশীল।

০১ লা আগস্ট, ২০২১ রাত ১২:৪৫

মাসউদুর রহমান রাজন বলেছেন: আফা, থাক, চতুর্দশপদী মাইকেলের কাছেই থাক।

১১| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১:৪৬

চাঁদগাজী বলেছেন:



হামানদিস্তা ব্যবসা কেমন চলছে?

০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৫

মাসউদুর রহমান রাজন বলেছেন: সেইটা তো আপনি ভালো জানার কথা, সঙ্গে আমাদের সহব্লগাররা। আমার হামারদিস্তা ব্যবসার মুনাফা এখন ব্লগাররা কিছুটা হইলেও ভোগ করতাছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.