![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ফেইসবুক আইডিঃ https://www.facebook.com/profile.php?id=100058755710821
আমি অভ্র ফোনেটিকে Adobe photoshop CS and Adobe Illustrator CS এ বাংলা টাইপ করতে পারছিনা। আমি উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম ব্যবহার করি কোর আই ৩। এখন আমার কি করণীয়। উল্লেখ্য যে আগে অভ্রতে Output As ANSI দিয়ে বাংলা টাইপ করতে পেরেছিলাম, কিন্তু যখনই আমি বিজয় ৫২ সফটওয়্যারটি সেট আপ দিলাম তখন থেকে আর অভ্র দিয়ে বাংলা টাইপ করা যাচ্ছে না শুধু Adobe photoshop CS and Adobe Illustrator CS এ। বিজয় ৫২ uninstall করেও এখন আর কাজ হচ্ছে না। সুতরাং এখন কিভাবে কি করবো যদি একটু বলতেন।
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
মাসুদ রানা সাব্বির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। দেখি হয় কিনা।
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯
মাসুদ রানা সাব্বির বলেছেন: কাজ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
সফটওয়্যার বলেছেন: প্রথমে ফটোশপ ওপেন করুন, এবার কী-বোর্ডে Shift+F12 চাপুন, যে ডায়লগ বক্স আসবে, সেখান থেকে Use ANSI anyway তে ক্লিক করুন। এটা করার ফলে আপনার অভ্র ফিয়ে বিজয়ের মত আউটপুট বের হবে। এখন কী-বোর্ডে F12 চেপে অভ্রকে বাংলা মোডে অন করুন, ফটোশপের টাইপিং টুলের ফন্ট বার থেকে একটা বাংলা ফন্ট(বিজয় উপযোগী) পছন্দ করুন। আশা করি এবার নিশ্চিন্তে বাংলা টাইপ করতে পারবেন।
উল্লেখ্য, ANSI মোড অন করা অবস্থায় আপনার অভ্র দিয়ে অনলাইনে(সামু, ফেবু ইত্যাদি) লিখতে পারবেন না। এ জন্য কাজ শেষে পূনঃরায় Shift+F12 চাপুন(একবার, কোন কনফার্মেশন আসবে না), আগের মতই অভ্র ব্যবহার করতে পারবেন।
বি.দ্র.- এই পদ্ধতিটি কেবল অভ্র ৫+ ভার্সনেই(লেটেস্ট) কাজ করবে, তার আগেরগুলোতে কাজ করবে না।