নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মাসুদ রানা সাব্বির। নারায়ণগঞ্জ জেলায় বাড়ি। বর্তমানে আরব আমিরাতে আছি। মানুষের কথা মনোযোগ দিয়ে শুনি। অন্যের দুঃখে দুখী হই। ভালো লাগে প্রেমের কবিতা লিখতে। ফেইসবুকে বন্ধুদের সাথে আড্ডা দিতেও ভালোই লাগে।

মাসুদ রানা সাব্বির

আমার ফেইসবুক আইডিঃ https://www.facebook.com/profile.php?id=100058755710821

মাসুদ রানা সাব্বির › বিস্তারিত পোস্টঃ

অলি আউলিয়াতে ভরপুর এখন বাংলাদেশ

১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৪

অলি আউলিয়াতে ভরপুর এখন বাংলাদেশ। সারা আরব দেশ মিলেও এতো অলি আউলিয়া খুঁজে পাবেন না আপনি। রাস্তা দিয়ে চললে দেখবেন প্রতি দু-এক কিলোমিটার পরপরই একেকটা অলি আউলিয়ার মাজার। তাদের রয়েছে কেরামতি আর কেরামতি। এদের সংখ্যা এখন দিনদিন বাড়তেই চলেছে। এছাড়া অলি আউলিয়ার ঘরে ছেলে সন্তান জন্ম নিলে সেও সরাসরি অলি আউলিয়ার কাতারে চলে যাচ্ছে। বাংলাদেশকে তাই অলি আউলিয়ার স্বর্গ বলা যেতে পারে। আর সৌউদি তথা আরব বিশ্বতো এখন ওহাবী শাসকদের হাতে। প্রিয় নবীর দেশ ইসলাম নিয়ে কিচ্ছু বোঝে না। এখন যা বোঝার A to Z সব কিছু বাংলাদেশের বর্তমান জামানার স্বঘোষিত অলি আউলিয়ারা বুঝতেছে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৬

প্রাইমারি স্কুল বলেছেন: ????

২| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৭

বাংলার জামিনদার বলেছেন: এবং সব ওলি বসে মেইন রাস্তার পাসে। কোনো চিপা বা রেললাইনের ধারে নাই।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৮

মাসুদ রানা সাব্বির বলেছেন: জ্বি ভাই

৩| ১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

কানিজ রিনা বলেছেন: সব টাকার ধান্দা ইসলামের নাম দিয়ে কত
ভাবে যে টাকার ধান্ধায় ব্যাস্ত। শীতকাল আসলে আর এক ধান্দা মাহফিলে মাহফিলে
শহর মফর্শলে গলাবাজিতে প্রতিরাত। হুজুরেরা
কত টাকার কন্টাক্টে যে আসে সে কথা বলা
পাপ হবে।
আমাদের গ্রামে এক মাহফিল হলো জানতে
পারলাম এক হুজুর পঞ্চাশ হাজার টাকার
কন্টাক্টে এসেছে। আমাকেও শরিক হতে হবে।
হলাম শরীক কি আর করা। শুধু ভাবলাম
টাকার বিনিময়ে ইসলাম প্রচার কতটা কোরআন হাদীসে যুক্তি সঙ্গত।

বাংলাদেশে প্রতিটা মসজিদের কামেলী ইমাম
থাকতে কেন আলাদা করে মাহফিল লাগবে।
মসজিদেই আলেমরা প্রতি শুক্রবার কোরআন
হাদীসের আলোচনায় মানুষকে বিকোশীত করতে পারেন।
এককাজ করেন যেখানে এইসব অলির খানকা
আছে গয়েন্দা পাঠান কি আসলে মানুষ
সেখানে কেন যায়। যদি কোনও ভাল কামেলী
পীর হুজুর হয় তার কাছে মানুষ শিক্ষা নিতে
যায় বা হাদীস কোরআন অনুসরন করে মানুষ
কে আকৃষ্ট করে। তাহলে মনে করবেন সেখানে
আসলে মানুষ কোরআন হাদীসের আলোচনা
শুনতে যায়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৯

মাসুদ রানা সাব্বির বলেছেন: জ্বি আপু ঠিক বলেছেন

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৩

চাঙ্কু বলেছেন: হুম!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

মাসুদ রানা সাব্বির বলেছেন: hmm

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.