নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মাসুদ রানা সাব্বির। নারায়ণগঞ্জ জেলায় বাড়ি। বর্তমানে আরব আমিরাতে আছি। মানুষের কথা মনোযোগ দিয়ে শুনি। অন্যের দুঃখে দুখী হই। ভালো লাগে প্রেমের কবিতা লিখতে। ফেইসবুকে বন্ধুদের সাথে আড্ডা দিতেও ভালোই লাগে।

মাসুদ রানা সাব্বির

আমার ফেইসবুক আইডিঃ https://www.facebook.com/profile.php?id=100058755710821

মাসুদ রানা সাব্বির › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ আমার ভাবনা জুড়ে স্রেফ তুমি

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

আমি ভাববো তোমার কথা
তুমি ভাবো আর নাইবা ভাবো
কেও নিষেধ করুক আর নাই করুক, 
আমি কবিতায় তোমার সাথে কথা দিব্যি চালিয়ে যাবো।

আমার ভাবনা জুড়ে থাকবে হ্রদয় ভাঙ্গার কথা, 
বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে লুকিয়ে বুকফাটা কান্নার কথা,
প্রতিদিন তোমাকে অন্তত একটিবার দেখবার ব্যাকুলতার কথা!
হঠাৎ করেই এলোমেলো ঝড়গতির বাতাসে উড়ে যাওয়া স্মৃতিকথা।

আমার ভাবনার সবটা জুড়ে স্রেফ তুমি
তোমাকে ভেবে কেঁদে কেঁদে কবিতায় জানাবো 
দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কথা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

চাঙ্কু বলেছেন: আপনার ভাবনা জুড়ে স্রেফ তুমি কেনু? অন্যদের কথাও চিন্তা করেন!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩১

মাসুদ রানা সাব্বির বলেছেন: অন্যরা কবিতার ”তুমি” এর মতো নয় যে তাই।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

সনেট কবি বলেছেন: সুন্দর

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৪

মাসুদ রানা সাব্বির বলেছেন: ধন্যবাদ স্যার।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭

নজসু বলেছেন: সুন্দর হৃদয়গ্রাহী কবিতা।

স্রেফ শব্দটায় আমার আপত্তি আছে কবি।

এটা কি পরিপূর্ণ বাংলা শব্দ? ( আমার জানা নেই। )

এই শব্দটার পরিবর্তে "শুধু" ব্যবহার করা যেত।

শুভকামনা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৪

মাসুদ রানা সাব্বির বলেছেন: ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্যে। দুএকটা কথা এরকম এসে যায়। যেমন আমরা কথা বলতে গিয়ে বলে ফেলি।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: চাঙ্কু ভাইয়ের সাথে আমি একমত। আর কি কেও নেই নাকি হুম? ;)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩২

মাসুদ রানা সাব্বির বলেছেন: অন্য কেউ যে কবিতার ”তুমি” নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.