| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরবী৩২১
অন্যায়ের বিরোধে প্রতিবাদি হতে চাই
![]()
সুপ্রভাত বাংলাদেশ। ইতিহাস সৃষ্টির এই দিনে রাজপথে প্রয়োজন আপনাকেই। আপনি রাজাকারদের ফাঁসী চান? চলে আসুন আজ শাহবাগের মহসমাবেশে। সকাল থেকেই শুরু হয়েছে আমাদের সমাবেশ, বিকেল তিনটায় লক্ষাধিক লোকের উপস্থিতিতে যা পরিণত হবে মহাসমাবেশে। ইতিমধ্যে শাহবাগের প্রজন্ম চত্বরে উপস্থিত আছেন পাঁচ হাজারের অধিক মানুষ, যারা অনেকে আছেন পুরো রাত থেকে। এক মুক্তিযোদ্ধা বলছিলেন, ৪২ বছর আগে একবার আমি এমন এক রাতে নেমেছিলাম মুক্তিযুদ্ধে, আজ এত বছর পর, আবার আরেকটি রাত জাগলাম। একই সাথে রাত জেগেছিলেন অনেক শহীদ পরিবারও।
সকল শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে ইতিহাস গড়ার এই দিনে, সম্পূর্ণ অরাজনৈতিক এই সমাবেশে শাহবাগের প্রজন্ম চত্বরে যোগ দিন। মনে রাখবেন, আমরা যাদের বিরুদ্ধে লড়ছি, একাত্তরে এরাই হত্যা করেছিলো ত্রিশ লাখ বাঙ্গালীকে, ধর্ষণ করেছিলো দুই লক্ষ মা বোনকে। তাই যারা এই ধরণের জঘন্য কাজ করতে পারে, তারা এই আন্দোলনকে বিতর্কিত করতে যে হেনতম পদক্ষেপ নিতেও দ্বিধা করবেনা তা জানা কথা। তাই এদের ব্যাপারে সতর্ক থাকুন, যারা অপপ্রচার ছড়াচ্ছে তাদের চিনে রাখুন।
শাহবাগের প্রজন্ম চত্বরে যারা আসবেন তারা নিম্নোক্ত কিছু বিষয় খেয়াল রাখবেনঃ
১. ভলান্টিয়ারদের মাথায় হলুদ ব্যান্ড থাকবে। আর একই সাথে থাকবে আইডিকার্ড। তাই কোনো ধরণের, আই রিপিট কোনো ধরণের সমস্যায় তাদের জানাতে দ্বিধা করবেন না। আর ভলান্টিয়ারদের সহায়তা করুন, এতে পুরো অনুষ্ঠানের সৌন্দর্য বাড়বে বৈ, কমবে না। আর কোনো ভলেন্টিয়ার ব্যাপারে সন্দেহ হলে মাথার হলুদ ব্যান্ডের পাশাপাশি আইডিকার্ডও দেখে নিশ্চিত হোন।
২. মিডিয়াকর্মীরা সেন্ট্রাল কমান্ড থেকে আলাদা মিডিয়া পাশ সংগ্রহ করুন।
৩. সমাবেশস্থলের কাছাকাছি জায়গা পেতে অবশ্যই আগে আগে আসুন। ইতিমধ্যেই জায়গা ভরতে শুরু করেছে।
৪. রোদের তীব্রতা থেকে বাঁচতে প্রয়োজনীয় পানীয় সাথে রাখুন।
৫. নিরাপত্তার স্বার্থে পুলিশ সমাবেশস্থলের অনেক আগে থেকে ব্যারিকেড দিয়ে রাখবে। তাই সমাবেশে যোগ দিতে একটু হাঁটার প্রস্তুতি নিয়ে আসুন।
৬. সর্বোপরি মনে রাখুন, এই সমাবেশ, আপনার আমার সকলের। তাই পারলে সশীরের উপস্থিত হন, সমাবেশস্থলে আমাদের সহায়তা করুন। নিজে আসুন, এই বার্তা ছড়িয়ে দিন, নিয়ে আসুন পরিবারের সবাইকে। আর একই সাথে আমাদের এই বার্তা ছড়িয়ে দিন সবার মাঝে।
©somewhere in net ltd.