নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন হাতে হাত রেখে অন্যায়ের বিরোধে প‌্রতিবাদ করি

অন্যায়ের বিরোধে প‌্রতিবাদি হতে চাই

দূরবী৩২১

অন্যায়ের বিরোধে প‌্রতিবাদি হতে চাই

দূরবী৩২১ › বিস্তারিত পোস্টঃ

বাকরুদ্ধ হওয়ার মতই একটা | আমার মা আজ ৪২ বছর পর আমার সাথে কথা বলেছে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯





আমার মা আজ ৪২ বছর পর আমার

সাথে কথা বলেছে



আমি ঠিক জানিনা কে আমার বাবা

আমার মা-বাবার বাসর রাত্রির পরের

দিন

রাজাকার হায়ানারা আমার

মুক্তিকামী বাবাকে হত্যা করে

বাবাকে গলা জবাই করে হত্যা করেই

ক্ষান্ত হয়নি

তারা আমার মায়ের উপর চলায়

পাশবিক নির্যাতন

তখন

ডাক্তারী পরীক্ষা করানো সম্ভব

ছিলনা

তাই আমার জন্মের পর

মা জানতনা ঠিক কে আমার

বাবা

শহীদ মুক্তিযোদ্ধা নাকি দোসর

রাজাকারেরা

এই দুখ বুকে চাপা নিয়ে আমার মা ৪২

বছর আমার

সাথে কথা বলেনি

আমার কাছে আমার মা ছিল বোবা

আজ আমি আমার মাকে বললাম

মা আমি আজ

শাহবাগে যাচ্ছি

জনতার মহাজাগরণে শরিক হতে

মা আজ আমার সাথে এই প্রথম

কথা বলে উঠল

খোখা আমিও যাব তোর সাথে

আজ আমি আমার

মাকে সাথে করে এখানে নিয়ে এসেছি

আমার মাকে কেউ

কখনো বীরাঙ্গনা উপাধি দেয়নি

আজ আমি আমার মাকে এই লাখ

জনতার

সামনে বলছি

মাগো তোমার ছেলের

বাবা যদি রাজাকার হয়ে থাকে

তাহলে তুমিই শুরু কর প্রথম এই

জনতার আদালতে

আমাকে ফাঁসি দিয়ে রাজাকারের

বংশকে নিরুৎপাত

করে দিয়ে

আর যদি আমার বাবা সেই শহীদ

মুক্তিযোদ্ধা

তাহলে আজ এই জনতাকে বলছি

আমাকেও আপনারা সাথে করে নিন

সারে সাত কোটি বাঙালি যেমন নয়

মাস যুদ্ধ করে

দেশ স্বাধীন করার

আগে ঘরে ফেরেনি

তেমনি আজকের পনের কোটি বাঙালি

প্রয়োজনে নয় বছর অপেক্ষা করব

তবুও ঘরে ফিরবনা যতক্ষণ না

ফাঁসি আদায় হয়

জয় বাংলা......



(সংগৃহীত)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: রাজাকারদের ফাসিঁ হবেই

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

নবজন্ম বলেছেন:



সকল যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই -
লেখাটি সামুর প্রথম পাতার উপরে লেখা হোক।

চাই চাই ফাঁসি চাই , সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।
চাই চাই ফাঁসি চাই , সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।
চাই চাই ফাঁসি চাই , সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

স্পাইসিস্পাই001 বলেছেন: সত্যিই হৃদয়বিদারক ব্যাপার.....

রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......

ছাগু মুক্ত ব্লগ চাই

সকলের চোখে বিজয়ের নেশা দেখতে পাচ্ছি

জয় বাংলা!!!!

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

পরিবেশ বন্ধু বলেছেন: রাজাকারদের ফাসি হবেই হবে
নবপ্রজন্ম নিস্পাপ নিরদুস
নহে রাজাকারদের সাথে আপোষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.