নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন হাতে হাত রেখে অন্যায়ের বিরোধে প‌্রতিবাদ করি

অন্যায়ের বিরোধে প‌্রতিবাদি হতে চাই

দূরবী৩২১

অন্যায়ের বিরোধে প‌্রতিবাদি হতে চাই

দূরবী৩২১ › বিস্তারিত পোস্টঃ

গুরুত্বপূর্ণ একটি ম্যাসেজ, শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের ব্যাপারে। শেয়ার করুন, ছড়িয়ে দিন, বিভ্রান্তি দূর করুন সবার।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

গুরুত্বপূর্ণ একটি ম্যাসেজ, শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের ব্যাপারে। শেয়ার করুন, ছড়িয়ে দিন, বিভ্রান্তি দূর করুন সবার।





আমাদের আন্দোলনের ফসল ইতিমধ্যেই আসতে শুরু করেছে। সরকার আইন পরিবর্তনে বাধ্য হয়েছে, এই সপ্তাহের মধ্যেই হয়তো সংশোধিত হতে পারে আইন। এরপর? ৩০ দিন যাবে আপীলে, আপীলের যাবার ৪৫-৬০ দিনের মধ্যে নিস্পত্তি করতে হবে তা। অর্থাৎ সব ঠিক থাকলে আগামী একশ দিনের মধ্যে কাদের মোল্লার গলায় ঝুলতে পারে ফাঁসির দড়ি।



কিন্তু আমরা কি এখনি থেমে যাবো? ঊঁহু, অন্তত এই আইন পাশ না হওয়া পর্যন্ত আমরা আছি। আগামীকাল জামায়াত দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে, দেশব্যাপী গড়ে ওঠা গণজাগরণ মঞ্চগুলোতে উপস্থিত হয়ে তাদের এই বিক্ষোভ প্রতিহত করুন। ৪২ বছর যে যুদ্ধটি চলছিলো, সে যুদ্ধ এত অল্প সময়ে শেষ হবে না। রাজপথ ছাড়ছিনা, ছাড়বো না। এই যুদ্ধ আমাদের তরুণদের সহ্যক্ষমতার লড়াই। হাল ছাড়া চলবে না। আমাদের নিয়মিত রুটিনে নিয়ে আসতে হবে এই যুদ্ধকে। ইতিমধ্যে অনেক মাকে দেখেছি সকালে বাচ্চাকে স্কুলে দিয়েই চলে আসেন শাহবাগের প্রজন্ম চত্বরে। অনেক স্কুল-কলেজ পড়ুয়া প্রতিদিন আসেন তাদের ক্লাস শেষ করে, চাকরীজীবিরা আসেন অফিস শেষ করে। সবাই ধারণা করেছিলো বড়জোর একদিন-দুদিন এই অবস্থান কর্মসূচী চলবে, কিন্তু আমরা তরুণরা তাদের ভুল প্রমাণিত করেছি। এই রুটিন আমাদের চালিয়ে যেতে হবে বেশ কিছুদিন, কারণ সামনে রায় ঘোষণার অপেক্ষায় আছে সাঈদির মামলাটিও।



আমরা এমন এক শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ছি, যারা সাংঘঠনিকভাবে যেমন শক্তিশালী, তেমন শক্তিশালী অর্থনৈতিক দিক দিয়েও। আগে থেকেই বলে আসছি এই আন্দোলনকে বাধাগ্রস্থ করতে তারা করবেনা এমন কোনো হেনতম কাজ নেই। ষড়যন্ত্র চলছে, চলবে। কিন্তু এসব প্রতিহত রে এগিয়ে যেতে হবে সামনের দিকে। এতদিন আমরা পেরেছি, সামনেও পারবো, কিন্তু এই ষড়যন্ত্র মোকাবেলায় দরকার আপনাদের। ব্লগার এণ্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, তাই অরাজনৈতিকভাবেই এই আন্দোলন চলবে। কিন্তু খেয়াল রাখবেন যে বিষয়টি নিয়ে আমরা আন্দোলন করছি সেটি কিন্তু রাজনৈতিক, তাই এর সমাধান করতে হবে রাজনৈতিকভাবেই। তাই অনেক ছাত্র ও রাজনৈতিক সংঘটন যারা আমাদের দাবীর সাথে একমত, তারা উপস্থিত হয়ে তাদের সংহতি জানান দিচ্ছেন।



আরেকটি ব্যাপারে খেয়াল রাখুন, 'ব্লগার এণ্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক' এর হলুদ রঙ্গের হেডব্যান্ড এবং আইডি ছাড়া অনেকেই মিডিয়াতে নিজেকে আন্দোলনের উদ্যোক্তা হিসেবে প্রকাশ করে আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করছেন। যেমন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিডিয়া হাউজ প্রথমআলোতেও একজন স্বাক্ষাতকার দিয়ে বলেছেন আমরা নাকি আন্দোলন বন্ধ করে দেবো ছুটির দিনগুলো ব্যতীত এবং শাহবাগ থেকে সরিয়ে নেবো। এসব বিভ্রান্তি প্রকাশকারীদেরও চিনে রাখুন, সুযোগমত তাদের জবাব দেওয়া হবে। হলুদ হেডব্যান্ড ব্যতীত আরিফ জেবতিক, অমি পিয়ালও বিভিন্ন টকশোতে অংশ নিয়ে থাকেন, কিন্তু তারা আমাদের পক্ষেই কাজ করছেন এবং এই আন্দোলনের প্রকৃত ম্যাসেজ পৌঁছে দিতে চেষ্টা করছেন সবার মাঝে। তাই তাদের কথায় আস্থা রাখুন। আরেকটি ব্যাপার, আমরা কিন্তু জামায়াতে ইসলামীর নিষিদ্ধের ব্যাপারে আন্দোলন করছি, সকল ইসলামিক বা ধর্মভিত্তিক রাজনৈতিক দল নয়। কারণ জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে আমাদের স্বাধীনতার বিরোধীতা করেছিলো, অন্যরা নয়। তাই এই দাবীকে ভিন্নভাবে দেখার অবকাশ নেই।



সকল যুদ্ধাপরাধীর অবিলম্বে ফাঁসী কার্যকর করতে হবে। আমাদের সংগ্রাম চলছে, চলবে।



জয় বাংলা।



কৃতজ্ঞতাঃ মুক্তিযুদ্ধের গল্প শোন

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: সময়ের সংগ্রাম চলবেই চলবে
ওরা হায়েনা
দলমত মানিনা
ফাসি চাই নয়ত আগুন জল্বে

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: সংগ্রাম চলবেই চলবে

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

mrikadey বলেছেন: যুদ্ধাপরাধীর অতীত ঃ দেলওয়ার হোসেন সাঈদী ওরফে ‘দেউল্লা’


Click This Link

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

শরীফ উদ্দিন সবুজ বলেছেন: ৬৯ এর গন অভ্ভুত্থানের দিকে তাকান। এটি কি? আদমজী থেকে এক লাখ শ্রমিক পায়ে হেটে ঢাকায় এসেছিলো। আর ঢাকায় ছিলো সাড়াদেশ থেকে আসা মানুষ। নবকুমার ইন্সটিটিউটের কিশোর ছেলেটি। জনতার সমুদ্রের গর্জনে আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারক পালিয়ে গিয়েছিলো। শাহবাগেও আমরা তেমনিভাবে জড়ো হয়েছি। বিপদ দেখলে নারায়ণগঞ্জ থেকে দশ লাখ গার্মেন্ট শ্রমিক পায়ে হেটে ঢাকায় যাবে। শ্রমিক সংগঠনগুলির প্রস্তুতি চলছে। ভয় নেই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

দূরবী৩২১ বলেছেন: সংগ্রাম চলবে

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

রবিন.হুড বলেছেন: চলছে লড়াই চলবে, তরুন জনতা লড়বে।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

ওবায়েদ উল্লাহ আইমান বলেছেন: প্রতিবাদ এর আগুন এখন শুধু শাহবাগ এই নয়, ব্লগারদের ওয়েব সাইট এ ও ... দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছে এ দাবি ...

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

ত্যাড়া ব্যাকা বলেছেন: সারা দেশে জামায়েতের সমর্থক ৫% এরও কম। কর্মী সংখ্যা আরও কম। এদের বিরুদ্ধে এরকম গণ আন্দোলন করে (যখন সরকারও তাদের বিরুদ্ধে খড়গ হস্ত) কি এমন বীরত্ব প্রকাশ করা হচ্ছে বুঝতে পারছিনা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

দূরবী৩২১ বলেছেন: আপনে আবাল বুঝছি

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

স্পাইসিস্পাই001 বলেছেন: সকল যুদ্ধাপরাধীর অবিলম্বে ফাঁসী কার্যকর করতে হবে। আমাদের সংগ্রাম চলছে, চলবে।

জয় বাংলা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

দূরবী৩২১ বলেছেন: আপনে আবাল বুঝছি

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

চলতে ফিরতে দেখা বলেছেন: সারা দেশে জামায়েতের সমর্থক ৫% এরও কম। কর্মী সংখ্যা আরও কম। এদের বিরুদ্ধে এরকম গণ আন্দোলন করে (যখন সরকারও তাদের বিরুদ্ধে খড়গ হস্ত) কি এমন বীরত্ব প্রকাশ করা হচ্ছে বুঝতে পারছিনা।
-সুযোগ পেয়েছে আর কি? যদি পুলিশ বাধা দিত, তাহলে বুঝাযেত, আসল বীরত্ব।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

দূরবী৩২১ বলেছেন: আপনে আবাল বুঝছি

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

লালন রিটার্ন বলেছেন: চলতে ফিরতে দেখ - আপনি আপনার মনের কথা বলে ফেলুন।
তাহলে বুঝাযেত, আসল বীরত্ব।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

স্বপনবাজ বলেছেন: হাল ছাড়া চলবে না। আমাদের নিয়মিত রুটিনে নিয়ে আসতে হবে এই যুদ্ধকে।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

এম ই জাভেদ বলেছেন: সাইদির বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে সমান তালে। হাল ছাড়া চলবে না কিছুতেই।
জনতার সংগ্রাম চলবেই চলবে।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬

বাংলার হাসান বলেছেন: জ্বালোরে জ্বালো আগুন জ্বালো
জ্বলছে আগুন বুকের ভেতর

একটাই দাবী রাজাকারদের ফাঁসি
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই

দড়ি লাগলে দড়ি নে
রাজাকারদের ফাঁসি দে

সারা বাংলায় খবর দে
রাজাকারদের ফাঁসি দে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.