নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন হাতে হাত রেখে অন্যায়ের বিরোধে প‌্রতিবাদ করি

অন্যায়ের বিরোধে প‌্রতিবাদি হতে চাই

দূরবী৩২১

অন্যায়ের বিরোধে প‌্রতিবাদি হতে চাই

দূরবী৩২১ › বিস্তারিত পোস্টঃ

`আল্লাহ তুমি জালিমদের সঙ্গে থেকো না’- শোলাকিয়া’র ইমাম আল্লামা ফরিদউদ্দিন মাসউদ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়া’র ইমাম আল্লামা ফরিদউদ্দিন মাসউদের নেতৃত্বে শতাধিক মওলানার একটি দল শাহবাগের আন্দোলন চত্বরে এসে সংহতি জানান।





সোমবার বেলা পৌনে দু’টায় গণজাগরণ চত্বরে আসেন মওলানা মাসউদ।



এ সময় উপস্থিত আন্দোলনকারীদের নিয়ে এক মোনাজাতে পরম করুনাময় আল্লাহুর কাছে তিনি প্রার্থনা করেন, “হে আল্লাহ তুমি জালিমদের সঙ্গে থেকো না। যারা দেশের সঙ্গে বেঈমানী করেছে, দেশের মানুষকে হত্যা করেছে, মা-বোনদের ইজ্জত নিয়েছে, তাদের সঙ্গে তুমি থেকো না খোদা।”



মোনাজাতে তিনি বলেন, “যারা দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে বেইমানী করেছে। আল্লাহ তুমি তাদের শায়েস্তা করো।”



এর আগে সংহতি প্রকাশ করে তিনি বলেন, “হিটলারের নাৎসিবাদের মতোই ভয়ংকর জামায়াত।”



দেশের ইমাম সমাজের প্রতিনিধি হিসেবে তিনি শাহবাগের আন্দোলনে সংহতি প্রকাশ করতে এসেছেন বলে জানান।



শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম বলেন, “গত ৭দিন ধরে এখানে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে দেশবাসীর দোয়া রয়েছে।”

রাজাকারের বাচ্চারা তুরা এখন কি বলবি?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.