![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যায়ের বিরোধে প্রতিবাদি হতে চাই
কাল বসন্তের প্রথম দিন। পহেলা ফাল্গুনে বাঙালি সাজে হলুদ বা বাসন্তী সাজে। তবে এবারের বসন্ত একটু অন্য রকম। এবারের বসন্তের শাহবাগ শুধু শাহবাগ নয়, সেটি হয়ে উঠেছে গণজাগরণের মঞ্চ। হয়ে উঠেছে প্রজন্ম চত্বর। কাল সারা দিন প্রজন্ম চত্বরেও থাকবে বসন্ত। থাকবে বসন্তের গান, বসন্তের রং। তবে সেই গানের মধ্যে থাকবে প্রতিবাদ।
কাল প্রজন্ম চত্বরে সারা দিন ফাল্গুনের প্রতিবাদী গান চলবে।
শাহবাগের আন্দোলন থেকে ফাল্গুনের প্রথম দিনে কালো পোশাক পরে আসার জন্য আহ্বান জানানো হয়েছে—এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল কয়েক দিন ধরে। আজ দুপুর ১২টার দিকে শাহবাগের মঞ্চে ঘোষণা দেওয়া হয়, কালো পোশাকের ব্যাপারে তাঁদের কোনো সিদ্ধান্ত নেই।
শাহবাগে তারুণ্যের প্রতিবাদ আজ অষ্টম দিনে গড়াল। টানা সাত দিন রাজপথে কাটালেও এতটুকু ক্লান্তির ছাপ নেই আন্দোলনকারীদের কণ্ঠে। স্লোগান, কবিতা, গান আর দেশপ্রেমে উদ্বুদ্ধ জনতার কণ্ঠে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি চলছেই। কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে ৫ ফেব্রুয়ারি বিকেলে শাহবাগ মোড়ে এই বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এরপর বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এ আন্দোলনে যোগ দেন। ৮ ফেব্রুয়ারি লাখো জনতার মহাসমুদ্রের কেন্দ্রবিন্দু শাহবাগের ‘প্রজন্ম চত্বরের’ নবজাগরণ মঞ্চ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।@প্রথম আলো
সহযোদ্বা হিসাবে আমার পাশে থাকার অনুরোধ রইলো Click This Link
©somewhere in net ltd.