নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারপাশের সব অসাধারণ প্রতিভাবানদের ভিড়ে খুব সাদামাটা একজন। ভালোবাসি স্বপ্নের পিছু ছুটতে। হয়তো ধরতে পারবোনা! তবুও হাতরে বেড়াই। ধরা ছোঁয়া যায় না এমন কিছুর প্রতি মানুষের আগ্রহ সেই আদিমকাল থেকেই। আমিও একটু ওইরকমি! উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াই আমার প্রধান কাজ।

মেহেদী হাসান মাসুম

নিজের কাছে নিজেই আমি প্রশ্নবোধক রেখা..!!

মেহেদী হাসান মাসুম › বিস্তারিত পোস্টঃ

বাংলা গান নিয়ে কিছু কথা!

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৫

বাংলা গান? ধুরু মিয়া! বংলা গান কেউ শোনে? আমি শুনি হিন্দি গান। অরিজিত, হানি/ পানি, কত সুন্দর গান। আর যারা বাংলা গান শুনে, তারা তো পুরাই ক্ষেত!
এই টাইপের পাবলিকরা কাছো আসো। একটু কথা বলবো আরকি!

একটু বেশিই আধুনিক তুমি, তাইনা? তুমি বাংলাদেশি মিউজিসিয়ান বলতে চেনো শুধু ওই আরিফিন রুমি, ইমরান, পড়শি, কাজী শুভ, এইসব পাবলিকদের। এরা বাংলা মিউজিককে কি দিয়েছে? এদের আজাইরা গান গুলো সাকিব খান মুভি টাইপের!

হিন্দি গান সমপর্কে কি বলবো? যে হিন্দির "হ" ও বোঝেনা, সেও কানে একটা হেডফোন গুছে দিয়া চিল্লায়! কি বলে? সেই জানে, আমরা কিছু জানি না। এখন কথা হলো, যেই ভাষাটাই বোঝোনা সেই গানের মর্ম কি বুঝবে? কিভাবে তুমি সেই গানের সাথে বাংলা গানের তুলনা করতে পারো? শুধু ফুল সাউন্ডে হেডফোনটা কানে দিয়ে মাথা নারালে গান ভালো হয়ে যায় না।

বাংলা সব গানই যে ভালো আমিতো তা বলছি না।
তুমি "warfaze" চিনো? artcall ? নাম শুনেছো কখনো? তোমরা জানো আমাদের একজন গিটারম্যান আছে? অনিকের প্রান্তর গানটার মানে বোঝো? বেজ বাবার নাম শুনছো? রাফার মত মিউজিসিয়ান একটা দেখাওতো হিন্দি মিউজিকে। শিরোনামহীন এর lyrics এর মর্মার্থ বোঝো? তোমার ফোক গান ভালো লাগে? জলের গান ট্রাই করে দেখ। লালন ব্যান্ডকে চিনে নিও। শুন্য, চিরকুট, এদের গান শুনেছো কখনো? সোলস্ রেনেসাঁ, ফিডব্যাক, মাইলস্, কোন আমলের ব্যান্ড,কোন আইডিয়া আছে?

আমাদের একজন জেমস আছে। আমাদের একজন আইয়ুব বাচ্চু আছে। যার "সেই তুমি" গানটা একটাবার মনোযোগ দিয়ে শুনেই দেখ। আবার শুনতে ইচ্ছে করবো। তপু, তাহসান, অর্নব, তৌসিফ আছে, ইমোশনাল করে দেয়ার জন্য তারাই যতেষ্ট। আমাদের একজন পপ গুরু ছিলো, চিনো তাকে? চিনবা কিকরে? তোমরা তো ভাই হিন্দি আসক্ত!

বাংলা গানেও কিছু ভাইরাস আছে, তাদের এড়িয়ে গিয়ে লিজেন্ডদের কে চেনার চেষ্টা কর।
প্লিজ ভাই বোনেরা, বলবেন না যে "বাংলা গান কোন গান হইলো"! এসব শুনলে মনটা খারাপ হয়ে যায়, সাথে মেজাজটা্ও!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.