নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন এঞ্জেলের খোজে ঘুরে বেড়াই।

ইয়া আল্লাহু - ইয়া রাহমানু - ইয়া রাহিম।

এঞ্জেল বয়

আমি একজন এঞ্জেলের মত জীবন যাপন করতে চাই।

এঞ্জেল বয় › বিস্তারিত পোস্টঃ

ঝড়-জলোচ্ছাস বা ভূমিকম্প!

২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৬

ঝড়-জলোচ্ছাস বা ভূমিকম্প- আল্লাহর সৃষ্ট যেকোন প্রাকৃতিক দুর্যোগ দেখলেই আমরা অনেকে সেটাকে ঢালাও ভাবে আল্লাহর আযাব-গজব বলে চিন্হিত করি। এটি একটি ভুল প্রবণতা। কারণ উপকূলীয় এলাকায় ঝড়-তুফান ও প্লাবন কিংবা ভূপৃষ্ঠের কম্পন সুন্নাতুল্লাহ বা আল্লাহর সৃষ্টির নিয়মতন্ত্র। অবশ্য তাঁর কোন কাজই উদ্দেশ্য বিহীন নয়। কখনো তিনি বান্দাদের পরিক্ষার জন্য, কখনো সতর্কীকরণ, কখনো বা শাস্তি কখনো তাঁর কুদরতের নিদর্শনের অংশ হিসেবে এসব করে থাকেন। আবার একই ঘটনা দ্বারা তিনি কখনো কিছু লোকের আযাব কিছু লোককে পরিক্ষা আবার কিছু লোককে শিক্ষা গ্রহণের সুযোগ দিয়ে থাকেন

ওহীর মাধ্যমে আল্লাহর নবীগণই কেবল নির্ধারণ করতে পারেন যে, কোন্ দুর্যোগ নিছক আল্লাহর পরিক্ষা, কোনটি আযাব-গজব, বা কোনটি কেবলই সতর্ক করার জন্য? সুতরাং যেকোন প্রাকৃতিক দুর্যোগ দেখেই আমাদের পক্ষে সেটাকে ঢালাও ভাবে আল্লাহর গজব বলে মন্তব্য করা সমীচিন নয়। কখনো কখনো এমন মন্তব্য বিপদগ্রস্থ মানুষের সাথে নির্মম উপহাসের শামিল হয়ে দাঁড়ায়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত ছিল, তিনি যেকোন বিপদ দেখে আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন। সুতরাং যেকোন প্রাকৃতিক দুর্যোগ দেখে মনগড়া মন্তব্য না করে আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে তাঁর কাছে আশ্রয় প্রার্থনা করাই মু'মিনের কাজ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৪

চাঁদগাজী বলেছেন:


পরীক্ষা অনলাইনে নেয়া হোক, সময়ের সাথে পরীক্ষার পদ্ধতি বদলানোর দরকার।

২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৯

এঞ্জেল বয় বলেছেন: কিসের মধ্যে কি বলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.