![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করে। নিজামী, মুজাহিদ, গোলাম আজম বা এদের আন্ডাদের এর মা, বোন, মেয়ে একাত্তরে কোথায় ছিল? কিভাবে ছিল? জামাত-শিবিরের কোন কর্মী কি নেই যার পরিবারে কেউ নির্যাতিত হয়নি? তারা কি জানে, নির্যাতিত অধিকাংশ নারীই (৭বৎনর-৭০বৎসর) গনধর্ষনের শিকার হয়। কোন কোন নারী একরাতে শতাধিক বার পর্যন্ত ধর্ষিত হয়েছে? খাবার হিসেবে দেয়া হত পাকিস্তানী জানোয়ারদের মল-মুত্র। এভাবে মাসের পর মাস! অন্ত:সত্বা হলে নারীদের গুলি করে, জবাই করে, আগুনে পুড়িয়ে এমনকি হাত পা বেধে জিবন্ত কবর পর্যন্ত দেয়া হয়েছিল? আর এই বর্বর কাজগুলো দেশপ্রেমের এবং ধর্মের লেবাসে করত জামাত? এই অবর্ননাতীত নির্যাতনের মূল্য জাতি কি কোনদিন দিতে পারবে ??
"জাতির পতাকা আজ খামচে ধরেছে, সেই পুরোনো শকুন"
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮
মাসুমডুয়েট বলেছেন: মজা পাইছেন, প্রশ্ন কইরা??
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১০
কলাবাগান১ বলেছেন: "জাতির পতাকা আজ খামচে ধরেছে, সেই পুরোনো শকুন"
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
নাওেয়দ বলেছেন: মাসুম ভাই, নাহ, ডুয়েট বাজাইলে মজা পাইতাম। আপনি তো নামের উল্টা, সলো গাইলেন।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
মাসুমডুয়েট বলেছেন: দেশ উল্টা, ইতিহাস উল্টা, মানুষও উল্টা। আমি সলো না বাজাইলে তো সবাই কইব পাগল!! :!>
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৭
নাওেয়দ বলেছেন: ভালো প্রশ্ন করেছেন তো! ৭১-এ অন্ত:সত্বা অবস্থায় বর্তমান শেখ হাসিনা নাকি পাকিস্তানে ভালোই ছিলেন?