![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামায়াত ই ইসলাম। পৃথিবীর বিভিন্ন দেশে দলটি এই নামেই রাজনীতি করে। ধর্ম যাদের ঢাল। ইসলামী কোরআন বা সুন্নাহর কোথাও ধর্মকে ঢাল হিসেবে ব্যবহারের অনুমতি না থাকলেও জামায়াত তা অত্যন্ত নিষ্ঠার সাথে করছে। জামায়াত কি সত্যিই ইসলামী সংগঠন? মা্ওলানা ম্ওদুদী, যিনি এই দলটির প্রবর্তক তার লেখা বই গুলো পড়লে হাজারবার আস্তাগফেরুল্লাহ শব্দটি উচ্চারন করতে হবে। জন্মের শুরু থেকেই পশ্চিমা শাসক গোষ্ঠীর প্রতি চরম আনুগত্যতা এবং ধর্মীও মোড়কে মধ্যপ্রাচ্যের কাছ থেকে অর্থনৈতিক সহযোগীতা প্রাপ্তিই তাদের আইডল। আজ পর্যন্ত কোন জাতির উন্নয়নের কোন মানদন্ডে কোন ভূমিকা তারা রাখেনি। জাতিয়তাবোধের উল্টো স্রোতে নিজেদের অত্ননিয়োগ রাখাই তাদের আইডোলজি।
অন্যদেশ গুলোতে যাই করুক বাংলাদেশের জামায়াত আরও বেশি হিংসাত্বক এবং শকুন। একাত্বরের গনহত্যা, ধর্ষন কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের ছাত্র-সংগঠন এর রগকাটা ছিল নিত্য-নৈমিত্তিক ঘটনা। এখণ পাকিস্তানের পতাকা হাতে মিছিল, শহিদ মিনার ভাংচুর, জাতীয় পতাকা পোড়ানো কিংবা জাগরন চত্বর কে ধ্বংশ করে তারা ধর্মের কোন বার্তা জাতিকে বা মুসলিম উম্মাহ'র নিকট পৌছাতে চায়। যেখানে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে স্পষ্ঠ ইরশাদ করেছেন " ফিৎনা ফ্যাসাদ হত্যার চেয়েও জঘন্য"।
বাংলাদেশের রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যে চারটি বিষয়ে ঐক্যমত্য প্রয়োজন, জামায়াত এর মেনুফেস্ট তার প্রতিটির সাথে সাংঘর্ষিক। তবু তারা এই দেশে রাজনীতি করবে! তাদের গাড়ীতে উড়বে জাতীয় পতাকা! আমরা এই দেশের আঙুল চোষা বাঙালী তাদের মেনে নেব! ধর্ম আর রাজনীতির ব্যর্থতা বলে ঘরে বসে তাদের এই হিংস্রতা মেনে নেব। আজ আবার রবীন্দ্রনাথ কে সংশোধীত করে শেষ করলাম:
১৬কোটি সন্তানের মুগ্ধ জননী,
রেখেছো বাঙালী করে মানুষ করোনি"
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
মাসুমডুয়েট বলেছেন: মুখোশ উন্মোচনের জন্য প্রয়োজন সচেতনতা এবং তথ্য ভিত্তিক সমাজ ব্যবস্থা। এর কোনটিই তো নেই এই দেশে। তাই প্রয়োজন প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া না জানিয়ে সত্যি জাচাই করা। এই মেসেজটি তো দেশবাসীকে পৌছানো যায়।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
মোহাম্ম : মোস্তাফিজুর রহমান বলেছেন: .....islam is the complete code life......
তাহলে বলেন রাষ্ট পরিচালনা করা কি islam এর বাহিরে?
পরিচালক নৈতিক না হলে দেশ চালাবে কিবাবে?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
মাসুমডুয়েট বলেছেন: ভাই, ধর্মতো ব্যক্তিগত বিষয়। রাষ্ট্রের কি কোন ধর্ম থাকতে পারে? ইসলাম শব্দের অর্থ শান্তি। এবং গীবতকে কবীরা গুনাহ ঘোষনা করা হয়েছে। সেখানে এই হানাহানি কি বহন করে? জামায়াত কি ইসলামী সংগঠন? ইসলাম তাদের লেবাস। ইসলামী সংগঠন কিভাবে নারী নেতৃত্বে পরিচালিত হয়? কোন হাদিস বা বয়ানের আলোকে? আসুন এদের ঝাড়ুর মাথায় গু মাখিয়ে পিটিয়ে এই দেশ ছাড়া করি।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
দেখি তো পারি কিনা..... বলেছেন: ফিৎনা ফ্যাসাদ হত্যার চেয়েও জঘন্য"। ....ভালোই তো বুঝেন..?? তাহলে এই কথা টা কি শুধু জামাতের জন্যই প্রযোয্য হবে, নাকি সবার জন্য..??
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
মাসুমডুয়েট বলেছেন: অবশ্যই সবার জন্য। যদি আমরা মানি। তবে পার্থক্য হচ্ছে জামাত বলে যে তারা ধর্মীয় অনুশাসনে নিজেদের পরিচালিত করে। অর্থাৎ তারা নিজেদের ধার্মিক পরিচয় দেন। অন্যরা কিন্তু দেননা। কেউ যদি ইহকালে অপরাধ করে থাকে তার শাস্তি আল্লাহ কিন্তু হাশরের ময়দানে দেবেন। কিন্তু জামাত ইসলামের নামে যা করছে তাতে কি ধর্মের মর্যাদা বাড়ছে? কি মেসেজ দিচ্ছে জামায়াত এই কুত্তামী আর নর পিচাশের আচরনে?
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
বোকামন বলেছেন: সম্মানিত লেখক,
ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করে দিতে হবে ।
আল্লাহ আমাদের সবাইকে এই কাজে সাহায্য দান করূন
আস সালামু আলাইকুম