![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মানুষের কথা মত কাজ করায় আমার বাবাকে নির্মম ভাবে হত্যা করা হয়। আমার বড় ভাই, আপু এমনকি আম্মা্ও তার প্রতি সহযোগীতা এবং সহমর্মিতা বাড়িয়ে দিলেন। কিছুদিন পর আম্মাকে তিনি এমন একটি বিষয়ে ভাইয়াকে পাঠানোর জন্য বললেন যেখানে ভাইয়ার মৃত্যু অনিবার্য। আম্মা খুব খুশি মনে বড় ভাইয়াকে পাঠালেন এবং দ্বীগুন উৎসাহে ভাইয়া গেল। ভাইয়ার লেখা রক্তমাখা একটা চিঠি নিয়ে ভাইয়ার বন্ধু তিনমাস পর আমাদের বাসায় আসল। আমি আম্মাকে খুব স্বাভাবিক দেখেছি। পরদিন আম্মু ভাইয়ার বন্ধুটির সাথে আমাকে দিয়ে দিলেন। এরকম ক্ষতিগ্রস্ত পরিবার সংখ্যা বাড়তে থাকে এবং বাড়তে থাকে উক্ত মানুষের উপর জনগনের বিশ্বাস এবং আস্থা!!!!!
উপরের লেখাটি কাল্পনিক কিন্তু উদ্ভট নয়। যাদু ছাড়া কিভাবে সম্ভব? সেই যাদুর তন্ত্র কি? এই তন্ত্র যদি দু:বোধ্য না হয় তাহলে এই যাদু=টোনার শিক্ষা এবং ব্যবহার এই মুহূর্তে খুবই প্রয়োজন।
১৯২০ সালের ১৭ই মার্চ এই দেশে একজন যাদুকরের জন্ম হয়। তাঁর যাদুতে বাঙালী জাতি স্বাধীকারের চেতনাকে জীবনের চেয়েও অমূল্য বলে ধারন করে এবং স্বাধীকার অর্জন করে। যাদুর তন্ত্র খুব শক্তিশালী হওয়ায় সেই আছড় এই প্রজন্মের উপরও ভর করেছে। এই প্রজন্ম স্বনির্ভরতার সংগ্রামের চেতনাকে জীবনের চেয়েও মূল্যবান হিসেবে ধারন করেছে। যাদুকরের তন্ত্রের চর্চাও করছে এই প্রজন্ম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একটি চেতনার যুদ্ধের শ্রেষ্ঠ যোদ্ধা। সেই চেতনার নাম ছিল স্বাধীনতা। স্বাধীনতার চেতনার যুদ্ধে বিজয়ী সেনাপতি পরবর্তী যুদ্ধ পরিকল্পনার গল্প শুনিয়েছিলেন। তার নাম তিনি দিয়েছিলেন স্বনির্ভরতা। গল্পের কথামালায় তুলির রঙীন অচড় থামানো হল শিল্পগুরুকে তার শিক্ষার্থীদের সহ হত্যার মাধ্যমে। নর্দমার কালো কাদায় নষ্ট করা হল সকল চিত্রকর্ম এবং ক্যানভাস।
পূর্বের চেতনা সমূহ জাতিসত্ত্বায় রক্তের চেয়ে, জীবনের চেয়েও অমূল্য বিবেচনা করে ধারন এবং অর্জন করেছে যেই জাতি তাদের কাছে স্বনির্ভরতার চেতনা ছিল যোগ্যতার পুরস্কার। আমাদের বঞ্চিত করা হয়েছে। ধমনীর রক্ত বলছে ন্যায্য এবং যৌক্তিকতার চেতনায় আমরা বিপ্লবী। আমরা স্বনির্ভরতা অর্জন করবই।
কেউ কি আছেন, যে, এই যাদুকরের তন্ত্র ব্যবহার করতে সক্ষম?
২| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৮
সাদা পাখি বলেছেন: বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ...
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
মাসুমডুয়েট বলেছেন: আবনত শির,
তুমি সত্যিকারের বাঙালী বীর।
তুমি বলেছিলে এই জাতির মুক্তির কথা
তোমার দেখানো পথে পেয়েছি স্বাধীনতা।
তোমার প্রতি ঋন পর্বত-সমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৯
পাগলাগরু বলেছেন: ভাই BD vs SL খেলার লিংক থাকলে দেনতো