![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন জানতে চাইতে,
ভালবাসি কিনা।
আমি মিথ্যা- ছলনার ধূলোঝড়ে
মনের কথামালা ভাসায়ি দিতাম।
তুমি যতবার প্রশ্ন একেছো, ততবার।
বলতে পারিনি, ভালোবাসি।
তুমি প্রায়ই হারিয়ে যেতে।
অনুরাগে, অভিমানে মুখ লুকাতে
দোতালার বদ্ধ প্রকষ্ঠে।
আমি নির্লিপ্ত ছিলাম।
বলা হয়নি, নিদারুন কষ্টে আছি।
আমি খুব বোকার মত,
মিথ্যে দিয়ে বিশ্বাস,
অবহেলা দিয়ে ভালবাসা পেতে চেয়েছি!
কেননা কখনই তোমাকে হারাতে চাইনি।
অথচ প্রনয়ের আকালে নির্মম ভাবে হেরেছি।
তুমি আমায় ভালোবাসতে কিনা,
কথাহীন সময়গুলোতে কষ্ট পেতে কিনা,
কখনও জানাতে চাইনি!
তুমি বলোনি কখনও।
হয়তো বলেছো, আমি বুঝিনি।
আমি কবি হলে,
উপমা দিয়ে বোঝাতাম।
যদি শিল্পি হতাম,
গানের স্বরলিপি জানাতো।
আমার তুলির রংগুলোও ছন্নছাড়া।
তবুও আমার সকল কবিতা, সুর, ছবিতে
আজও তুমি,; শুধু তোমারই বিচরন।
২| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৪১
মাসুমডুয়েট বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +