![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি নতুন পরিচয়ে,
আমি অভিনব আমাকে খোঁজার চেষ্টা করেছি।
কখনও প্রেমিক, কখনও দাম্ভিক,
কখনও খুবই সস্তা সত্বার আমাকে,
আমি নিজের মত করে খুঁজেছি।
প্রতিটি পরিচয় ছিল সম্ভাবনাময়,
ছিল অনাগত ভবিষ্যতের লাল নীল আঁকিঝুকি।
মনমন্দিরের উচ্ছাসে আমি উদ্বেলিত হয়েছি,
তপ্ত লাল সুর্যকে অবগাহন করেছি নির্দিধায়!
পেয়ে হারানোর বিস্মৃত অনলে,
শেল বিদ্ধ হয়নি আমার ধুমকেতু!
আমি উৎকন্ঠিত হইনি।
স্বপ্নবিলাসের মোহে,
আমি কালপুরুষ হতে পারিনি।
বদলের জয়গানে বদলায়নি আমার জীবনধারা।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫০
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো ।
শুভেচ্ছা নিবেন