![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আপনার মতোই সাধারণ.....
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত উপমহাদেশের প্রাচীনতম উদ্যানের একটি কাপ্তাই জাতীয় উদ্যান। চট্টগ্রাম শহর থেকে প্রায় ৫৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এ বনের অবস্থান। রাঙামাটি শহর থেকে এর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। ১৯৭৪ সালের বাংলাদেশ বন্যপ্রাণী আইনের আওতায় ১৯৯৯ সালে জাতীয় এ উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। তবে এর বহু আগে ১৮৭৩, ১৮৭৮ এবং ১৮৭৯ সালে এখানে বনায়নের ফলেই গড়ে উঠেছিল একটি ক্রান্তিয় এ বনাঞ্চলের। পূর্বে কাপ্তাই জাতীয় উদ্যান সীতাপাহাড় সংরক্ষিত বনের অংশ ছিল।
কাপ্তাই জাতীয় উদ্যানের আয়তন ৫৪৬৪ হেক্টর বা ১৩৫০০ একর প্রায়। হ্রদ, পাহাড়, নদী, খাল, ঝরনা ছাড়াও এ উদ্যানের মূল আকর্ষণ নানা রকম বন্যপ্রাণী।
সারি সারি পাহাড়ের ঢালে এ উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়। নানা রকম গাছপালা সমৃদ্ধ এ উদ্যানের উল্লেখযোগ্য গাছপালা হলো সেগুন, চাপালিশ, জারুল, চম্পা, সোনালু, চালতা, চিকরাশি, শাল, শিলকড়ই, ধারমারা, গামারি, অর্জুন, আমলকি, আমড়া, বহেরা, বাজনা, বড়ই, পিটরাজ, পিটালী, বাঁশপাতা, বৈলাম, নাগেশর, চিকরাশী, হিজল, উদল, উরিয়া, লোহাকাঠ ইত্যাদি। এসব গাছপালার ছায়ার নিচ দিয়ে বিস্তৃত পায়ে হাঁটাপথগুলো দিয়ে চললে হারিয়ে যেতে মন চাইবে অজানায়।
বিস্তরিত
©somewhere in net ltd.