নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদেরই একজন। ভালবাসি বই পড়তে, বই সংগ্রহ করতে, স্ট্যাম্প জমাতে, ভালো মুভি দেখতে, মাঝে মাঝে লেখালেখি করতে, ভালবাসি কবিতা আর ভালবাসি একা একা পৃথিবীতে ঘুরে বেড়াতে। হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। এছাড়

সুইসাইড বিশেষজ্ঞ মাসুম

ভালোবাসার কোনো রঙ নেই, নীরবতার প্রাণ, হৃদয়হীনার মন নেই, নেয় না প্রেমের ঘ্রাণ।

সুইসাইড বিশেষজ্ঞ মাসুম › বিস্তারিত পোস্টঃ

একজন কুলাঙ্গার

০২ রা মে, ২০১৮ রাত ১১:৪৬

দুপুরে দাদুবাড়ি গিয়েছি সাথে ছোটভাই নিয়ে। ও থেকে গেল সেখানে। আব্বুরও কি একটা কাজ পড়ে যায়, যার কারণে একটা সিএনজি'তে তুলে দেয় বাসায় আসার জন্য। আজ সারাদিন থেকেই বৃষ্টি হচ্ছে, রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। সিএনজি তে একজন মহিলা আছেন। একটুখানি যাওয়ার পর একটা লোক উঠলো …আমার পাশেই বসেছেন। পা সম্ভবত একটা ভাঙা, এজন্যে কিছু মনে করিনি। একদম গা ঘেঁষে বসেছে তাও কিছু বলছিনা। একটু পর ভদ্রমহিলা'টা নেমে যান এবং ঝুম বৃষ্টি নামে। পর্দা লাগানোর বাহানায় পিছনের দিকে হাত রাখে, আমি কেবল সরে বসি আর একবার তাকাই। তখনও কিছু বলিনি! এরপর আরেকজন আন্টি উঠেন এবং যার কারণে আবারও গা ঘেঁষে বসে থাকে লোকটা। আমি বলি, 'আংকেল, হাতটা সামনে আনেন, আমার অসুবিধা হচ্ছে।' লোকটা সম্ভবত এর অপেক্ষায়'ই ছিলো এবং শুরু করে-
__আমি কি তোমারে কিছু কইসি? সবাইরে নিজের মতো ভাবো কেন? তোমার গায়ে হাত দিসি? বোরকা পড়সো তো কি হইসে …স্কুল কলেজের মেয়েরা কেমন জানি না নাকি?

_আমি তো এসব বলিনি আপনাকে! কেবল হাত সরাতে বলছি!

__পা ভাঙা দেইখা ভাল্লাগেনা, না? তোমার মতোন মাইয়া জ্ঞান দিতে আসে? বেদ্দপ, সিএনজি থেইকা নামাই দিবো একদম রাস্তার মাঝখানে! ফাজিল মাইয়্যা!

এরপর হাত ধরে বললেন, 'যার লগে ঘুরতে যাও হেয় এম্নে ধরে বোধয়? নয় এতকিছু বোঝ কেম্নে!'

আরও অনেক কিছু, যা বলা বা লিখা সম্ভব না আমার পক্ষে! তাও কিচ্ছু বলিনাই। খালি আন্টিরে ফিসফিস করে বলছি, 'আমি আপনার সাথে নেমে যাবো, প্লিজ!' অর্ধেক রাস্তায় নামলাম …তারপর আন্টি'ই একটা লোকের কাছে বললো ঘটনাটা। উনি ভালো করেই লোকটাকে জিজ্ঞেস করলেন, 'তুমি কিছু করসো?'

কুলাঙ্গারটা অস্বীকার করলো একদম! তারপর আমি আবার বললাম। তখন একটা ছেলে এসে বলতেছে, 'তুমি স্বর্ণকিশোরীর আপুটা না? তোমার সাথেও এমন হয়? ঔ ধর শালারে!' তারপর যা একটা মাইর দিসে কুলাঙ্গারটারে! নিজে কয়েকটা দিতে পারলে ভাল্লাগতো। আমি তার মেয়ের বয়সী, আমার বাবাও তার বয়সী …কি অদ্ভুত! এর পরেরবার মেয়েদের গায়ে হাত দেবার আগে অন্তত একশোবার ভাববে!
#হোক_প্রতিবাদ!
০২. ০৫. ২০১৮

বিদ্র: পৃথিবীতে এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে …যেখানে মেয়েরা কেবল মেয়ে নয়, মানুষের মতো বাঁচতে পারে …মানুষের মতো বাঁচতে পারে!
ঘটনাটি আজকে আমার ছোট্ট বোনের সাথে ঘটেছে হয়তো কাল, আমার প্রেমিকার সাথেও ঘটবে তাই সবার সাথে শেয়ার করলাম এর আগেই একটু সচেতন হওয়ার জন্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৮ রাত ১১:৫২

কাওসার চৌধুরী বলেছেন: শুভেচ্ছা নেবেন। ব্লগে স্বাগতম। শুভ হোক আপনার পথা চলা। আশা করি দ্রুত সেফ হবেন।

২| ০৩ রা মে, ২০১৮ রাত ১:৪৩

সুইসাইড বিশেষজ্ঞ মাসুম বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনাদের পাশে থেকে এগিয়ে যেতে চাই। দোয়া করিয়েন ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.