নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

je kuno kiso

ja likar4 agei likesi

তাহের নাসিম

আমি একটি বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগ এর ছাত্র।

তাহের নাসিম › বিস্তারিত পোস্টঃ

আশচ্র‌্য

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬

শেষ পর‌্যনত এই অবস্তা। ঘাতক দালাল কমিটির মানুষ কি পাগল না অন্ন কিছু বুজলাম না শুক্রবার আর শনিবারেও হরতাল এ দেশের মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে। হেফাজতে ইসলাম বলেছিল তারা শান্তি ভাবে লং মার্চ দিবে আর রাষ্ট্রপতিকে একটা স্মারকলিপি দিয়ে চলে আসবে কিন্তু মাঝখানে এরা এ কি কাম করল । বুজলাম না

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬

সরদার হারুন বলেছেন: পাগল আমরা সবাই তবে ঘাতক দালাল কমিটির লোক প্রকাশ পেয়েছে আজকাল।হেফাজাতে ইসলাম
কেমন করে হয় ? যেখানে অল্লাহ বলেন যে কোরআন নাজেল করেছে তিনি এবং হেফাজাতের মালিকও তিনি সে খানে মানুষ কেমন করে হেফাজাত করবে !
ছোট বেলায় শুনেছি টাকায় ফওতা কিনতে পাওয়া যায় এখন দেখছি জামাতি টাকায় হুজুরও কিনতে পাওয়া যায় (সবাইকে নয়)
পুলিশ জাতিয় সম্পদ । তারা মানুষের জানমাল রোক্ষা করার দায়িত্বে আছে ।জানমাল রক্ষা করতে
অর্থাৎ দায়িত্ব পালন করতে রাবার বুলেট ছুড়লে পাখি মারা হয় আর মানুষের জানমালের চেয়ে শয়তানের তাণ্ডব আধিক মূল্যবান ।
যারা বাংলাদেশে বিশ্বাস করেনা তারা হলো দেশ প্রেমিক আর মুক্তি যোদ্বারা হলো রাজাকার !
দেশে অনেক বেরিস্টার একটা নন মেট্রিক মহিলার পেছনে দয়া পওয়ার আশায় ঘোরে সেখানের মানুষ পাগলই বটে ।
আবার বঙ্গ বীরকে যারা রাজাকার বলে তারা কোন পগলের আড্ডা থেকে এসেছে তা হয়তো আল্লাহ ছাড় কেহ বলতে পারবে না ।
যে ছাইদি নারী নেত্রীত্ব হারাম বলে ক্যাসেট বিক্রি করে হাজার হজার টাকা কামিয়েছে এখন নারীর
ছত্র ছায়ায় এসে আরামে তসবি টিপে !
ধর্ম নিরপক্ষ রাস্ট্রে রাস্ট্র ধর্ম ইসলাম কেমন করে হয় !
যারা দাবী করে যে তাদের নেতা একজন সেক্টর কমাণ্ডার এবং বীর উত্তম তারা কেমন করে স্বঘোষিত রাজাকারের গাড়িতে জাতিয় পতাকা উড়াতে দেয় !
আসলে পাগল সাধারণ জনগণ। কেননা তাদের ছেলরা প্রাণ দেয় আর গদিতে বসে কারও মেয়ে অথবা কারও বিধবা স্ত্রী ।
গরীবেরই পোলা গুলা মরছে গুল্লি খাইয়া
মন্ত্ররি পোলা বিদেশ গেছে টাহা পয়সা লইয়া
ওরা যহন মরেনা তোরা তহন মরো ক্যা ?
হারুন ভাই কয় ভাইব্বা দ্যোহ যাইয়া তোমার ঘরে ।
আবেদার মায় কান্দে দেহ বাঁবাগানের ধারে ।।

২| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৫:৫৪

তাহের নাসিম বলেছেন: সঠিক। কিন্তু কতজন মানে এই কথাগুলা । সবাই ত আছে কিন্তু আমাদের মাথাও নাই কথা বলার মত মুখ ও নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.