![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটি বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগ এর ছাত্র।
ছোটবেলা আমরা বাসার রুম বা কোঠায় বসে খেলাধুলা করতাম, সেখানে সবকিছুই আমাদের মনের মত হত কারন খেলনাও আমার বাসাও আমার সেহেতু সেখানে ত আমার রাজত্ব চলবেই এটাই স্বাভাবিক। ভাগ্যের কি নির্মম পরিহাস অই খেলা যে আমাদের সাথেও শুরু হবে এ আর কে জানত। যখন ভরতি পরীক্ষা দিতে গেলাম হোক সেতা মেডিকেল বা ভার্সিটি কোঠার জ্বালায় তখন থেকেই মাথায় হেং মারা অবস্তা। এমন কোন ভার্সিটি পাইলাম না যেখানে মেয়েদের কোঠা বা মুক্তিজুদ্ধা কোঠা বা উপজাতি কোঠা নাই।আর অলিখিত কোঠার কথা না হয় অলিখিতই থাক হুদাই ঐ পেচাল পাইড়া লাভ নাই কারণ ওদের চোখের সাথে সাথে কানটাও চলে গেছে। এরা দেখেও না শুনেও না। কোঠার ঠেলাই আমরা যারা কোঠার মধ্যে পরি না তারা একেবারে পাহাড়ের কিনারায় আইসা দাড়াইছি । আর একটু বাকি আছে ওইটা হইলে আমরা একেবারে পাহড় থেকে পড়ে যাব। এখন কথা হল ওই একটু থেকে একেবারে না থাকাই ভাল। এখন আবার ভাসর্িটি থেকে বের হওয়ার আগে দেখি বিসিএস ও শুরু হয়ে গেছে। তাইলে আর অনয কিছু বাদ রাখছে কেন স্কলারশিপের ওইটাতেও বাইরে আবেদন করে কোঠা নিয়ে আসেন। মেডিকেলে কোন রোগী আগে ঢুকতে পারবে সে জন্য কোঠা দিন ওইগোলান কি দোষ করছে ওদের ও কোঠার মধে্য নয়ে আসেন।
২| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৩
তাহের নাসিম বলেছেন: আমিও ভাই আন্দোলনে আছি
নিপাত যাক সকল কোঠা
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৪
অপরাজিতা হিমু বলেছেন:
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে
তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে
মোদের আবারো যুদ্ধে যেতে হবে............
এই যুদ্ধ অধিকার আদায়ের
কোটা প্রথার অভিশাপ থেকে মুক্তির যুদ্ধ
কোটা প্রথা নিপাত যাক................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................