নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

je kuno kiso

ja likar4 agei likesi

তাহের নাসিম

আমি একটি বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগ এর ছাত্র।

তাহের নাসিম › বিস্তারিত পোস্টঃ

হায়রে শিক্ষা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮

আমাদের শিক্ষা ব্যবস্তার উন্নতি হয়ত কোনদিন ই হবে না । আমি সেদিন এক্তা বই খুলে দেখলাম আগের সেই ভুল এখন অ আছে । আমি বুজলাম না স্যাররা কি চোখ বন্ধ করে বই পড়েন না বইয়ের মলাত দেখেই সব কিছু পড়ান । এতদিন ধরে এই সমস্যা গুলার কুনু সমাধান হয় না । আমরা নিজেরাও ছোট বেলা থেকে এই ভুল গুলা পড়ে আসছি । আমরা বাংলাদেশ এর আয়তন পড়ি সব সময় কিন্তু আমরা ইংরেজী তে এই জিনিস পরতে গেলে পরি area যার বাংলা হচ্ছে ক্ষেত্রফল। আমাদের স্যাররা ও ত অসাধারণ দক্ষতার সাথে তা পড়াইয়া আসতেছেন । দয়া করে আপনারা এই ভুলটা একটু আদতে নেন । কারণ আপনাদের নিজের ছেলে মেয়েও কোথাও না কোথাও এই জিনিসটাই পড়তেছে । এই জিনিসটা বাংলাদেশ এর আয়তন হবে না হবে বাংলাদেশের ক্ষেত্রফল ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১

ঢাকাবাসী বলেছেন: আপনার লেখা বাংলা পড়লে আর তাতে ভুলের বহর দেখলে আপনার শিক্ষাগত যোগ্যতা বোঝা যায়! কোথায় পেলেন এসব তত্ব?

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৪

তাহের নাসিম বলেছেন: যার বিজ্ঞানের সম্পর্কে সামান্যতম জ্ঞ্যান আছে সেও এটা বুঝবে আর আপনি আমার বাংলা ভুল ধরছেন আমার এত ধৈর্য নেই বাংলা ঠিক করে লেখার কারণ আমি ত আর লেখক ও নই আর পত্রিকার সম্পাদক ও নই । জীবনে মনে হয় বাংলাদেশের আয়তন বা ক্ষেত্রফল কোনটাই পরেন নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.