নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

je kuno kiso

ja likar4 agei likesi

তাহের নাসিম

আমি একটি বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগ এর ছাত্র।

তাহের নাসিম › বিস্তারিত পোস্টঃ

প্রেম আর শারীরিক সম্পর্ক

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩১

প্রেম মানে কি? এতে সবার ই উত্তর প্রেম ভালবাসার
উপর এত বই থাকতে কেন আমাদের জিজ্ঞেস করছ ♩ কারন
আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে এই
সংজ্ঞা টা কেমন ♩

এই ক্ষেত্রে আমার.পরিচিত বেশিরভাগ.মানুষের
মধ্যে প্রায় 95% ভাষ্য
যে প্রেম মানে প্রথম কতদিন কথা বলা তারপরে কুথাও
দেখা করা ♩ অনেক বেশি ফোনে কথা বলা এমন
কি দিন থেকে রাত শেষ
হয়ে যাওয়া কথা বলতে বলতে ♩
তারপরে আস্তে আস্তে একজন আরেকজন
সম্পর্কে জানা ♩আস্তে আস্তে গভীরে যাওয়া ♩ এক
পর্যায়ে সেটা শারীরিক সম্পর্কে গড়ায় ♩
এবং সেটাই আসল লক্ষ্য ♩ শারীরিক সম্পর্ক
একটা প্রেমের শেষ এবং মূল লক্ষ্য ♩

এবার আমার চিন্তাধারায় আসা যাক আমার মতে প্রেম
মানে শারীরিক সম্পর্ক না ♩ শারীরিক সম্পর্ক
মানে হচ্ছে সাময়িক উত্তেজনা যা অত্যন্ত প্রয়োজনীয়
এটা অস্বীকার করা যায় না ♩ কিন্তুু তাই
বলে এটা প্রেমের মূল লক্ষ্য না ♩ প্রেম এমন
একটা জিনিস যা এত সহজে আসে না আর এত সহজে যায়
ও না ♩যদি এর মানে শারীরিক সম্পর্ক. হত
তাহলে আমরা দুনিয়াতে একমাত্র বউকেই ভালবাসে ♩
কিন্তুু তা কি সত্য? আপনার বাবা মা কেও
আপনি ভালিবাসেন মানে তাদেরকে প্রেমের মানুষ
হিসাবে ভাবেন তাছাড়া আপনার ভাই বোন
ছেলে মেয়ে আর বন্ধু আছেন যাদের
আপনি ভালবাসেন কিন্তুু তাদের
কারো সাথে আপনার শারীরিক. সম্পর্ক নেই
তাহলে কি তাদের আপনি ভালবাসেন না ♩
ভালবাসা বা প্রেম মন থেকে আসে শরীর থেকে না ♩
তাই এখন ও সময় আছে নিজের
চিন্তাভাবনা কে পরিবর্তন করুন♩

আমার পরিচিত
মানুষদের
নিয়ে মাঝেমধ্যে চিন্তা হয় এরা মনে হয় কুনু দিন
বদলাবে না কিন্তুু একদিন এর ফলাফল তারা ঠিকই টের
পাবে♩ তাদের মনের মধ্যে যে কীট আছে তা হয়ত
একদিন দুর হবে তবে অনেক দেরিতে ♩ তখন বুঝেও লাভ
হবে না ♩ দয়া করে প্রেম বা ভালবাসার মধ্যে প্রধান
উপলক্ষ্য হিসাবে শারীরিক সম্পর্কটাকে নিয়ে আসবেন
না ♩

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৫

বাউল আলমগী সরকার বলেছেন: ঠিক তা নয় দুটো
দুই ধরনের সম্পর্ক
প্রেম একটা শব্দ মাত্রা
প্রেমের সাথে শারীরিক বুঝাবে না
শারীরিক সম্পর্ক হয় শুধু
দু’জনার স্ব স্পশে আর
প্রেম একলা মন হতে পারে
একা একা ্ও প্রেম করা যায়

২| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩০

তাহের নাসিম বলেছেন: ভাই একা একা প্রেম করা যায় না ওইটা শুধু মনের স্বান্তুনা কিন্তু ওইটাকে প্রেম বলে না আপনি যেটা বলছেন সেটা প্রেম না এটাকে আসক্তি বলা যায়

৩| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩২

তাহের নাসিম বলেছেন: ভাই একা একা প্রেম করা যায় না ওইটা শুধু মনের স্বান্তুনা কিন্তু ওইটাকে প্রেম বলে না আপনি যেটা বলছেন সেটা প্রেম না এটাকে আসক্তি বলা যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.