নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথাকথিত নীতিবান

মতিন রহমান

আমি একজন তথাকথিত নীতিবান, মুখে হাজার হাজার নীতির বুলি ছারলে ও কাজে তেমন কোন মিল থাকে না, তাই আমার এক বন্ধু এই নাম দিয়েছেন নন্দলাল, যাইহোক এটা বন্ধুর অভিমত .......

মতিন রহমান › বিস্তারিত পোস্টঃ

বোতলের গলা পয়েন্ট (bottleneck)

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩১

বোতলের গলা পয়েন্ট (bottleneck): উইকি অনুযায়ী "একটি বোতলের গলা একটি সম্পূর্ণ সিস্টেমের কর্মক্ষমতা বা ক্ষমতাকে সীমিত / সীমাবদ্ধ করে রাখে । অনেক জিনিষ একটি সীমিত সম্পদ পথ দিয়ে যেতে চেষ্টা করার সময় বোতলের গলা ঘটবে বা "জ্যাম" সৃষ্টি করার চেষ্টা করবে ।

আসল কথায় আসি, বাংলাদেশ খুব ছোট আকটা দেশ হলে ও সবচেয়ে সম্ভবনাময়ী দেশগুলোর মধ্য শীর্ষে । আমরা কমবেশী সম্ভবনাময়ী খাতগুলো জানা, তার পরে ও কিছু খাত উল্লেখ না করে থাততে পারলাম যেমন: গার্মেন্টসে বাংলাদেশ রাজা (একটি পত্রিকার প্রতিবেদন অনুসারে),রেমিটেন্স, আ্উটসোর্সিং ,পর্যটন ইত্যাদি । আমাদের বিশাল জনগনকে জনসম্পদে পরিনত করলে বাংলাদেশ কারো ও সাহায্যের অভাবে পদ্মা সেতুর কাজ ঝলতো না বরং বাংলাদেশের সাহায্যের জন্য কিছু দেশ তাকিয়ে থাকবে । সকালে বা আফিসের সময় হাজার হাজার/ লাখ লাখ / কোটি কোটি মানুষ পিপিলিকার মতো কজে ব্যাস্ত ।



এতকিছু সত্বে ও আমাদের দুরাবস্তা কেন ? বোতলের গলা পয়েন্ট (bottleneck) কোথায় ? আমাদের সৎ সাহসী, দেশ প্রেমিক নেতার অভাব ।

আমরা সকলেই জানি, আমাদের একজন মাহাথীর মোহাম্মদ খুব প্রয়োজন । বিধাতা তুমি এতো কিছু দিয়েছো একজন মাহাথীর মোহাম্মদ আমাদের খুব প্রয়োজন । আমরা চোর,সন্ত্রাসী, জঙ্গী নেত্রীত্বে আতিষ্ট আমাদের মুক্তি দাও আমরা ও একটু মাথা উচু করে দাড়াতে চাই ......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.