নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

there is no truth but Allah

i want to live simple and die simple

আল মোমিন

i want to live simple and die simple

আল মোমিন › বিস্তারিত পোস্টঃ

বাংলা ভাষা - ওপ্পান মনপুরা ইশটাইল

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৫

১। বাইরে যাওয়া / ঘাটে যাওয়া - টয়লেটে যাওয়া

২। ষোলানা - ষোল আনা

৩। দেই ছেই করা - ? মনে হয় অস্থির লাগা ।কারন, রোগি রা আইসা বলে - দেই ছেই লাগতাসে।

৪। ভইষ - মহিষ / মোষ

৫। চির - কৃমি

৬। স্মারক- পায়াখানা হওয়া

৭। তাউত করা - তাড়াহুড়া করা

৮। ধাই ছে - চলে গেছে

৯। ভরা নদি - 'বোরহানুদ্দীন ' , এটা ভোলার একটা উপজেলা । বলার সময় ভোলা এবং মনপুরার লোকেরা প্রায় ই এমন ভাবে বলে যে ,আমি শুনি ভরা নদি

১০। খনকার - গ্রামের কিছু স্পেশাল লোক যারা 'ডাক্তারি ' করে তাবীজ , যাদু , পানি পড়া ইত্যাদি নানা প্রকারে

১১। ডাক্তার - যে কেউ রোগী দেখে ওষুধ দেয় সে ই মনপুরার লোকদের কাছে ডাক্তার । এই হিসাবে (সত্য সত্য) হাসপাতালের সুইপার থেকে শুরু করে ওষুদের দোকানদার , ' খনকার ' , পর্যন্ত সবাই এদের কাছে ' ডাক্তার ' ! এজন্য প্রায় ই হাসপাতালের পাশ করা ডাক্তার বাদ দিয়ে এরা অন্য নন-পাশ লোকদের দ্বারা ওষুধ নেয় ।

১২। বড় ডাক্তার - ইউ এইচ এন্ড এফ পি ও ( উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

১৩। হুজুর ডাক্তার - আমি ।

১৪। ওপার - ভোলা

১৫। গাড়ী - মোটর সাইকেল ! প্রথম প্রথম মেলা ডজ খাইছি আমি। রোগীর লোক আইসা বলতো , স্যার সিরিয়াস রুগী । কলে বাসায় যাইতে হইবো (ব্যাক্তিগত ভাবে আমি কলে যাওয়া খুব ই অপছন্দ করি । তবে বাধ্য হইয়া কখনো যেতে হয়)। বাইরে গাড়ি রেডি আছে । প্রথম দিন এটা শুনে খুশী মনে বেরোলাম - বাহ ! মনপুরার মতো যায়্গায় গাড়ী করে রোগী দেখতে যাবো ! বাইরে এসে দেখি মোটর সাইকেল ! যেটাতে সহজে আমি উঠিনা ,ভয় পাই । তৎক্ষণাৎ বলে দিলাম - (চুদুর বুদুর চইলত নো) রিক্সা ডাকেন ( গাং পার হইলে মাঝি কোন শালা । সুস্থ্য হইয়া গেলে রোগীরা ডাক্তার দের অনেক সময় ই কলা দেখায় , কিন্তু প্রয়োজনের সময় আমাদের এই সব আব্দার ওরা সহজে মাইনা নেয় ।বিশেষ করে মনপুরার মত জায়্গায় যেখানে পাশ করা ডাক্তার দুইমাত্র আমি ( ইউ এইচ এফ পি ও স্যার সহ ) ।

১৬। শাদা পানি - মানে সাধারন পানি ।এতদিন অবশ্য জানতাম পানির কোন রং নাই !( চোখের জলের হয় না কোন রং )

১৭। ঠান্ডা - ' কোক ' , ফান্টা ইত্যাদি কোমল পানিয়

১৮। নিয়াশ - নিঃশ্বাস

১৯। কোঁয়ায় - মানে কস্ট করে স্বাস নেয়

২০। কাপড় দেয়া - মাসিক ঋতুস্রাব হওয়া

২১ । ডরপ - চোখের , কানের ইত্যাদি ড্রপ

২১। সুই - ইন্জেকশন

২২। মেয়াদী সুই - গর্ভনিরধের জন্য স্বল্প মেয়াদি ইন্জেকশন

২৩ ঢাকে ঢাকে ব্যথা- বুকের খাঁছার নিচের অংশে ব্যথা

২৪ । ছাটনা টানা - শ্বাস নেবার সময় (ছট শিশুদের) বুকের নিচের অংশ দেবে যাওয়া

২৫। ব্যবস্থা করানো- ডাক্তার দেখিয়ে প্রেস্ক্রিপশন নেয়া

২৬। গ্যাস দেয়া- শ্বাসকস্টের রোগিকে নেবুলাইজার দিয়ে নেবুলাইজ করা।



২৭। সম্মান করা - যখন রোগি বা রোগির লোক ডাক্তারকে বলে তখন এর দ্বারা বুঝায় টাকা পয়্সা দেয়া।

যদিও বেশির ভাগ সময় সম্মানটা অসম্মানে পর্যবসিত হয় ! ২৮। স্প্রিং বোট - স্পিড বোট

২৯। ল্যাদা- খুব ছোট বাচ্চা

৩০। চুই চুই - চুষে চুষে

৩১। চিরকায় - চিৎকার করে

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১:৪১

আকরাম বলেছেন: বিনুদুন দিলেন।

২| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০১

আল মোমিন বলেছেন: বিনুদন সংগে কিন্চিত ভাষা শিক্ষা

৩| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৩

রবিউল ফকির বলেছেন: আমি এই শব্দগুলোর বেশীরই জানি। কারন হলো আমি প্রায় সময়ই প্রতিশব্দগুলি খুজি। জানার জন্য তাই জানি। যেমন টয়লেট এর কতগুলি প্রতিশব্দ বলি- বাতরুম, পায়খানা, টাট্টি, টয়লেট ইত্যাদি হা--- হা--- হা---।
ভাল থাকবেন।

৪| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

েমঘপরী শীলা বলেছেন: ল্যাদা মানে খুব ছোট বাচ্চা! হায়হায়! :প
আপনার ভাষাজ্ঞান আরও সমৃদ্ধ হোক ডাক্তার সাহেব! :)
পুরাই দেই ছেই লাগছে অবস্থা দেখে!

৫| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হে হে......ভালা লেখছেন।

৬| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালা লেখছেন

৭| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৪

আল মোমিন বলেছেন: vai , writebangla.com disturb dicche tai english e likhte holo. Pora ebong comment er jonno sobai ke dhonyobad

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.