নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উত্তুরে হাওয়া

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।

ম্যাভেরিক

প্রাচীন সভ্যতা, পুরাণ, সংখ্যাতত্ত্ব, শব্দের ইতিহাস ভালো লাগা একজন মানুষ

ম্যাভেরিক › বিস্তারিত পোস্টঃ

সাহিত্যের নব রস (Nine Rasa's)

১১ ই মার্চ, ২০০৯ দুপুর ১:১৮



[অপ্সরা মেনকা]



আমাদের প্রাচীন সাহিত্য রসে ভরপুর, একেবারে টইটুম্বুর। পণ্ডিতবর্গ নয়টি মূল রসের (নব রস, nava rasa) কথা বলেন। নীচ থেকে আপনার পছন্দমত রস বেছে নিন। ইচ্ছে করলে নতুন রস সৃষ্টিও করতে পারেন।

১। হাস্য রস (Hasya Rasa, comic)

২। শৃঙ্গার রস (Shringara Rasa, love)

৩। করূণ রস (Karuna Rasa, melancholia)

৪। রুদ্র রস (Raudra Rasa, fury)

৫। বীর রস (Vira Rasa, heroism)

৬। ভয়ানক রস (Bhayanak Rasa, terror)

৭। বীভৎস রস (Bhibatsa Rasa, disgust)

৮। অদ্ভুত রস (Adbhuta Rasa, amazement)

৯। শান্ত রস (Shanta Rasa, tranquility)



প্রাচীন শাস্ত্রে বর্ণিত আছে, মানুষের মধ্যে নয়টি মৌলিক রস (emotion) বিদ্যমান, যার বিভিন্ন সমন্বয়ে গড়ে উঠে আরো জটিল রস। আঁতকে উঠবেন না; তিনটি মৌলিক রঙ থেকে যদি আরো রঙ তৈরি করা যায়, তাহলে নয়টি রস থেকে আরো অনেক বেশি রসালো ব্যাপার নিশ্চয়ই সম্ভব। আর এ রসালো ব্যাপারটির জন্য নীচের সমীকরণটি কাজে লাগাতে পারেন:

রস (x) = f(হাস্য, শৃঙ্গার, করূণ, রুদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত, শান্ত)

=> রস (x) = a1*হাস্য^p1 + a2*শৃঙ্গার^p2 + a3*করূণ^p3 + a4*রুদ্র^p4 + a5*বীর^p5 + a6*ভয়ানক^p6 + a7*বীভৎস^p7 + a8*অদ্ভুত^p8 + a9*শান্ত^p9,

যেখানে রস (x) = কাঙ্ক্ষিত রস,

a1, a2, ..., a9=রস চলকগুলির সহগ, এবং

p1, p2, ..., p9= রস চলকগুলির সূচক।



এই ৯টি রস সঙ্গীতের সৌন্দর্যবীক্ষণ (aesthetics) এর মূল ভিত্তি। আর এটা কোন রাগের বিষয় নয় যে, এই রস পরিবহন করার জন্য একটি শাব্দিক (acoustic) বাহন দরকার, যার নাম রাগ (rag)। এই রাগগুলি মাঝে মাঝে মানুষের মত রূপ ধারণ করে, তখন এদের নাম হয় গান্ধর্ব্য (demigod) ও অপ্সরা (celestial nymph)। উর্বশী, মেনকা, রম্ভা ও তিলোত্তমা অপ্সরাদের মধ্যে আবার একটু নেত্রী গোছের।



রাগারাগিতে খুব বিখ্যাত ছিলেন তানসেন (Tan Sen)। বলা হয়, তিনি দীপক রাগে (Rag Dipak) আগুণ জ্বালাতে ও মেঘমল্লার রাগে (Rag Megh Malhar) বৃষ্টি নামাতে পারতেন; শব্দের ক্ষমতা বলে কথা। তানসেন মুঘল সম্রাট আকবরের সভার নবরত্নের অন্যতম ছিলেন; সঙ্গীতে ৯ এর বেশ ছড়াছড়ি মনে হচ্ছে।



৯ এর ছড়াছড়ি গ্রিক পুরাণেও আছে। সেখানকার ছন্দ কলার দেবী (Muse, অপ্সরা আর কি) নয় বোনের কথা মনে করুন:

১। Calliope: মহাকাব্য

২। Clio: ইতিহাস

৩। Erato: ভালোবাসা

৪। Euterpe: সঙ্গীত

৫। Melpomene: বিরহগাঁথা

৬। Polyhymnia: পবিত্রগাঁথা

৭। Terpsichore: নৃত্য

৮।Thalia: হাস্যরস

৯। Urania: জোতির্বিদ্যা

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-২

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৩৫

কালপুরুষ বলেছেন: জটিল বিষয়। সাহিত্যের নব রসের চাইতে রসমালাই অনেক বেশী স্বাদের।

১১ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৪৭

ম্যাভেরিক বলেছেন: হ্যঁ, হতেও পারে। সৈয়দ মুজতবা আলী তো রসগোল্লার কথা এরূপই বলে গেছেন।

২| ১১ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৪৭

জইন বলেছেন: পড়ে খুব ভাল লাগলো.... নিজেও রসালো হয়ে গেলাম।

ধন্যবাদ

১১ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৪৮

ম্যাভেরিক বলেছেন: হা, হা। মন সব সময় আনন্দময় হোক।

৩| ১১ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৫২

জইন বলেছেন: সরি ভাই ভুলে - এ ক্লিক করছি...... আসলে..............++++++++
সরি আবারও

১১ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৫৩

ম্যাভেরিক বলেছেন: কোনো সমস্যা নেই। এটি নিয়ে অত ভাবিনি। শুভ কামনা রইল।

৪| ১১ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৫৯

সব্যসাচী প্রসূন বলেছেন: বড়ই রসময় রচনা.... নিজেকে কেমন জানি রসিক রসিক মনে হচ্ছে... :)

১১ ই মার্চ, ২০০৯ দুপুর ২:০৪

ম্যাভেরিক বলেছেন: হা, হা, রসবোধ থাকা একটি বড় গুণ। সবার রস বোঝা বা গ্রহণ করার ক্ষমতা থাকে না, ফলে তারা কুপমণ্ডুকের মত আচরণ করেন।

৫| ১১ ই মার্চ, ২০০৯ দুপুর ২:০১

শিট সুজি বলেছেন: roshalo post

১১ ই মার্চ, ২০০৯ দুপুর ২:০৫

ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ, সবাই অবশ্য রস জিনিসটি বুঝতে পারেন না, ফলে যা কিছু রসালো, তাই অশুভ এরূপ মানসিকতা পোষণ করেন। আর এটি নেহাৎ সাহিত্য, পুরাণ মাত্র।

৬| ১১ ই মার্চ, ২০০৯ দুপুর ২:২৬

জানজাবিদ বলেছেন: বস ছুটি নিছেন মনে হয়? বাসায় বইসা বইসা খালি পোস্টাইতাছেন।

১১ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:১১

ম্যাভেরিক বলেছেন: হা, হা, বেশ যুক্তিযুক্ত অনুসিদ্ধান্ত। তবে লেখাগুলি আগেই তৈরি ছিল, তাই তেমন কষ্ট হচ্ছে না। ধন্যবাদ।

৭| ১১ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৩৩

হিমালয়৭৭৭ বলেছেন: আপনি কি অন্য কোন ব্লগে এই লেখাগুলো আগেই লিখেছিলেন? একদিনে এতগুলো পোস্ট দেয়ার সময় তো হওয়ার কথা নয়।। যাইহোক, আমার লিঙ্কে বহুদিন আগেই আপনাকে 'সংখ্যাতত্ত্বে ব্যাকরণ" নামে এড করেছিলাম, এখন দেখছি নামটি যথার্থ.........


বরাবরের মতই প্রয়োজনীয় পোস্ট।। তবে বিশ্লেষণটা গাণিতিকভাবে না দিয়ে ভাষায় প্রকাশ করলে সবার বুঝতে সুবিধা হত, তাতে লেখার দৈর্ঘ্য বাড়লেও বাড়ুক...

১১ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:২১

ম্যাভেরিক বলেছেন: হ্যাঁ, ভাই, এ লেখাগুলি পূর্বেই তৈরি করা ছিল। ধন্যবাদ, আপনার লিঙ্কে আ্যড করার জন্য, আমার জন্য এটি সম্মানিত অনুভূতি।

বিশ্লেষণটি ভাষায় করলে মনে হয় ভালোই হত। কিন্তু গণিত খালি টানে তো! ভবিষ্যতে লক্ষ রাখব এ ব্যাপারে।

৮| ১১ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:০৫

ভিয়েনাস বলেছেন: বুঝতে কঠিন তবুও ভাল লাগলো। এতো কঠিন মনে থাকে না। তাই কাছে রাখলাম , আবার পড়তে হবে।

১১ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:২৮

ম্যাভেরিক বলেছেন: কঠিন নাকি! যাক, কাছে থাকলে সহজ হয়ে যাবে আশা করি। :)

৯| ১১ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৪১

সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: চালিয়ে যাবেন, না এখানেই শেষ।

১১ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৪৭

ম্যাভেরিক বলেছেন: চালানো যায়, কিন্তু ব্লগে পোস্ট সাধারণত ছোট রাখার চেষ্টা করি যাতে আগ্রহীরা নিজেরাই এ ব্যাপারে আরো খোঁজ খবর নিতে পারেন। ধন্যবাদ।

১০| ১১ ই মার্চ, ২০০৯ রাত ৯:২৪

লিপিকার বলেছেন: :| :|

১১ ই মার্চ, ২০০৯ রাত ৯:৩২

ম্যাভেরিক বলেছেন: লিপিকারের লিপি বড় সুন্দর! :)

১১| ১১ ই মার্চ, ২০০৯ রাত ৯:২৭

অ্যামাটার বলেছেন: জটিল পোষ্ট!!

১১ ই মার্চ, ২০০৯ রাত ৯:৩৮

ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ। খবর সব ভালো তো? শুভ কামনা

১২| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৪:২৬

'লেনিন' বলেছেন: ছবিটি কি গ্রীক মেনকার? :)

১২ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৩৫

ম্যাভেরিক বলেছেন: না, উপমহাদেশীয় মনে হয়।

১৩| ১৩ ই মার্চ, ২০০৯ দুপুর ২:০২

'লেনিন' বলেছেন: বেশভূষায় কিন্তু গ্রিক বা পূরবদেশের পুরনারীর মতোই লাগছে। :)

ফ্রক, গোলাপ, সোনালী চুল... মেনকা তো ভারতীয় বেশভূষার হবার কথা।

১৩ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:০৬

ম্যাভেরিক বলেছেন: তাই হওয়ার কথা, কিন্তু ছবিটি [সম্ভবত] ভারতীয় একটি ওয়েবসাইট থেকেই নেয়া। আর ছবির নিচে "মেনকা" লেখা।

১৪| ১৩ ই মার্চ, ২০০৯ দুপুর ২:১৬

যাযাবর পাখি বলেছেন: পিলাস.......বেছে নিতে বললেন তাই নিলাম ২নং রস এর লগে দরকার খেজুরের রস......।

১৩ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৩২

ম্যাভেরিক বলেছেন: হা, হা, বেশ রসিক আপনি। শুভ কামনা।

১৫| ২৭ শে মার্চ, ২০০৯ সকাল ৭:৪১

সুলতানা শিরীন সাজি বলেছেন: ভাল্লাগলো......।
কত অজানারে জানা.....

শুভেচ্ছা।

২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৩০

ম্যাভেরিক বলেছেন: এর উপর প্রাচীন উপমহাদেশের ধ্রুপদী নৃত্য ও সঙ্গীত গড়ে উঠেছে।

কত যে জিনিস দুনিয়ায়...

১৬| ২৯ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২৮

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: 'নিরস' রস নামে একটা নতুন রস হওয়া দরকার। যারা লেখেন আজকাল, তাদের অনেকেই রস বোঝেন না, রসিক হতে গিয়ে লেখার রস চিপে নিংড়ে তাকে রসহীন করে ফেলেন...তাদের জন্য 'নিরস' রস নামে একটা কিছু হওয়া দরকার।

আপনার লেখা ভালো লাগলো। রসচর্চা অব্যাহত থাকুক...

২৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩৮

ম্যাভেরিক বলেছেন: হা, হা, বেশ বলেছেন। 'নিরস' রস থাকলে আসলেই দশ কলা পূর্ণ হতো। রঙের অনুপস্থিতিও যেমন রঙ, রসের অনুপস্থিতিও রস।

ভালো থাকুন।

১৭| ১৪ ই মার্চ, ২০১১ বিকাল ৪:৪৬

এক রাশ তরঙ্গ বলেছেন: সুন্দর লেখা!
আজকাল ব্লগের অধিকাংশ লেখা পড়লে যেই রস এর সৃষ্টি হয় তা হ্ল বিরক্তি রস।
প্রাচীন শাস্ত্রে এই রস এর অনুপস্থিতি খুবই আশ্চর্যের ব্যাপার।
আপনার লেখাগুলা বরাবরই শান্ত রস এর ন্যায় কাজ করে। :)

১৮ ই মার্চ, ২০১১ সকাল ৮:২১

ম্যাভেরিক বলেছেন: হ্যাঁ, প্রাচীন শাস্ত্রে বিরক্তি রস নেই, কারণ বিরক্তি রস আসলে রসের অনুপস্থিতি। :)

পড়া ও মূল্যায়নে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.