নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উত্তুরে হাওয়া

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।

ম্যাভেরিক

প্রাচীন সভ্যতা, পুরাণ, সংখ্যাতত্ত্ব, শব্দের ইতিহাস ভালো লাগা একজন মানুষ

ম্যাভেরিক › বিস্তারিত পোস্টঃ

অর্ধেক আকাশ ধরে রাখা নারীদের গল্প

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৬

"আমি ওয়াদা করছি, আমাদেরকে এ পুরস্কার প্রদানের জন্য অনুশোচনা করতে হবে না আপনাদের।" নরওয়ের রাজধানী অসলোর সিটি হলে নোবেল শান্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রচণ্ড করতালির মধ্য দিয়ে এভাবেই প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অন্যসব সাধারণ ইয়েমেনি নারীর মতোই দেখতে—বিনম্র, কিছুটা আটপৌরেই বলা যায়, আর হালকা আকাশি রঙের হিজাবে শ্রদ্ধাবনত। কিন্তু কথা বলেন সুতীব্র আবেগে আর হাসিতে, ইয়েমেনের শিশুদের নিয়ে, তাদের সোনালি ভবিষ্যতের অঙ্গীকারে। ইয়েমেনের মানুষ মুগ্ধ হয়ে শোনে তাঁর কথা।



তিনি সাংবাদিক তাওয়াক্কুল কারমান, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রথম আরব নারী, শান্তিতে কনিষ্ঠতম নোবেল বিজয়ী। মানুষ শ্রদ্ধা ভরে তাঁকে ডাকে, বিপ্লবের জননী। তাঁর নিজেরই রয়েছে তিনটি সন্তান, আর এখন সমগ্র ইয়েমেনি জাতিরই মায়ের ভূমিকা পালন করতে হচ্ছে তাকে।



পুরস্কারের যথার্থতার ব্যাপারে কারমানের আশ্বাস কিছুটা হলেও স্বস্তি দেবে নির্বাচক কমিটিকে, কারণ পৃথিবীর সবচেয়ে সম্মানজনক হিসেবে বিবেচিত এ পুরস্কারটির সাথে বিতর্কের ইতিহাসও বেশ প্রাচীন। একেবারে সম্প্রতি, ২০০৯ সালে ওভাল অফিসে বসতে না বসতেই, বারাক ওবামার নোবেল পাওয়া ছিল বিস্ময়। এর পরের বছরই চীনের ভিন্ন মতাবলম্বী নেতা লু জিয়াওবোকে পুরস্কার প্রদান বিশ্ব জুড়ে জন্ম দিয়েছে সমালোচনার, নরওয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করেছে চীন।



কারমান পুরস্কার গ্রহণ করেন আরও দুজন নারীর সঙ্গে। তাঁদের একজন লাইবেরিয়া তথা আফ্রিকা মহাদেশের প্রথম নারী প্রেসিডেন্ট এলেন জনসন সিরলেফ; অন্যজন তাঁরই স্বদেশি, সমাজকর্মী লিমা বৌউই। তিন জনের যে বিষয়টি সবার আগে চোখে পড়ে, ব্যক্তিত্বে প্রায় পুরোপুরিই ভিন্ন তাঁরা। সিরলেফ রাশভারী, কথা বলেন ধীর শান্ত স্বরে, যৌথ পরিবারের প্রাচীন দাদিমাদের মতো। লিমা স্পষ্টবাদী, আবেগে ফুটছেন যেন, ঠোঁটকাটা বলেই ভুল হয়। আর সারাক্ষণ কেবল হাসছেন কারমান। কিন্তু দেশ ও দেশের মানুষের কল্যাণে অভিন্ন চিন্তা ও সংগ্রাম হৃদয়ের একই বন্ধনে বেঁধেছে তাঁদের। আর এ কারণেই হয়তো, কারমান, বাকি দুজনকে যিনি সরাসরি দেখেননি কখনো, অসলোতে এসেই যে লিমার হাতটি ধরলেন, ছেড়েছেন খুব অল্প সময়ের জন্যই।



সিরলেফ, লিমা ও কারমান পুরস্কার পেয়েছেন অবিচার, যৌন সন্ত্রাস ও নিপীড়ণের বিরুদ্ধে অহিংস আন্দোলনের জন্য। "আপনারা প্রাচীন সেই চীনা প্রবাদটির সুনির্দিষ্ট অর্থ দিয়েছেন, নারীরা ধরে রাখে অর্ধেক আকাশ," নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান থরবিওর্ন ইয়াগল্যান্ড তাঁর ভাষণে বলেন। "আমাদের মধ্যে যে আশার সঞ্চার করেছেন আপনারা, তার জন্য ধন্যবাদ।"



নব্বইয়ের দশকের অধিকাংশ সময় লাইবেরিয়া অতিবাহিত করেছে রক্তপাতের ভেতর দিয়ে। সবচেয়ে করুণ ছিল লাইবেরিয়ার শিশুদের অবস্থা; তাদের একদল হয়ে উঠল নরহত্যাকারী সৈনিক, আরেক দল প্রাণভয়ে ভীত উদ্বাস্তুর মতো পালিয়ে বেড়াতে থাকল বনে-জঙ্গলে। ১৯৯৭ খ্রিস্টাব্দে চার্লস টেলর ক্ষমতা আরোহণের পর পশ্চিমা আফ্রিকার দেশটিতে সবাই যখন দীর্ঘমেয়াদী রক্তপাতের আশঙ্কা করছিল, কেউই কল্পনাও করতে পারেনি, লাইবেরিয়ার নারীরাই একদিন পরিবর্তনের আলোকবর্তিকাটি নিয়ে আসবেন।



"তুমি যখন কোনো আশা দেখো না, নিজেকে যখন নিঃস্ব দেখো, তুমি যখন ক্রুদ্ধ হও, তখন তোমার সামনে দুটি পথ খোলা থাকে: বন্দুক তুলে নাও হাতে, কিংবা ভিন্ন কিছু করার চেষ্টা কর। আমি দ্বিতীয় পথটি বেছে নিয়েছি," প্রশ্নোত্তর পর্বে লিমা বলেন। "লাইবেরিয়ার নারীদের গল্পটি সিনডারেলা উপাখ্যানের মতোই।"



লিমা তাঁর সংগ্রামে সমর্থন পেয়েছিলেন নারী আধিকারকর্মী এবং প্রাক্তন অর্থমন্ত্রি সিরলেফের। গ্রিক পুরাণের অতলগহ্বর থেকে লাইবেরিয়ার উত্তরণে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সিরলেফ, এ বছর দ্বিতীয় মেয়াদে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। "আমাদের শিশুরা পালিয়ে যাচ্ছিল। আমরা তাদের ফিরিয়ে আনলাম, আমরা তাদেরকে আশা দিলাম।" সিটি হলের জনাকীর্ণ কক্ষে ক্ষণিকের জন্য হলেও আর্দ্র হয়ে উঠে রাশভারী এই নারীর কণ্ঠস্বর।



তবে বাকি দুজনের মতো স্বস্তিদায়ক নয় তাওয়াক্কুল কারমানের মাতৃভূমির পরিস্থিতি। যুদ্ধ, ষড়যন্ত্র আর নিপীড়ণের মাধ্যমে তিন দশকেরও বেশি সময় ধরে ক্ষমতা ধরে রাখেন স্বৈরাচারী আলী আবদুল্লাহ সালেহ। দেশ শাসনের বিপদ ও অনিশ্চয়তাকে সালেহ নিজেই আখ্যায়িত করেন, সাপের ফনায় দাঁড়িয়ে নৃত্যের সাথে। তারপরও তেত্রিশ বছর ধরে নেচেই গিয়েছেন সালেহ; আর জীবনের তেত্রিশ বছর পূর্ণ হতে কামরানের এখনও এক বছর বাকি।



সালেহ পদ থেকে সরে দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মাধ্যমে এখনও ক্ষমতা ধরে রেখেছেন। "সালেহ মিথ্যাবাদী, এবং তিনি মিথ্যা বলে যেতেই থাকবেন। স্বেচ্ছায় তিনি ইয়েমেন ত্যাগ করবেন না, কিন্তু আটাশ হাজার নিহত ও আহত ইয়েমেনির আত্মত্যাগ নিষ্ফল হতে দিতে পারি না আমরা," দৃঢ়কণ্ঠে বলেন কারমান।



আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না জানতে চাইলে সিএনএনের প্রশ্নকর্তাকেই পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন কারমান, "ইয়েমেনে কি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে? আমেরিকা প্রশাসনকে দয়া করে প্রশ্নটি করবেন আপনারা।" তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের যথার্থ পদক্ষেপের আশাবাদ ব্যক্ত করেন তিনি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে বিজয়ী হবেন তিনি, হাস্যোজ্জ্বল আত্মবিশ্বাসী তাঁর মুখ।



বিপ্লবের জননী, যিনি উজ্জ্বীবিত হন তাঁর ধর্মবিশ্বাসের সাম্যে, যিনি উজ্জ্বীবিত হন সুপ্রাচীন, বিখ্যাত এক ইয়েমেনি নারীর গৌরবময় ইতিহাস ও কর্মকাণ্ডে, সফল হবেন কি শেষ পর্যন্ত, তাঁর সন্তানদের জন্য? আমরা আশাবাদী, তাওয়াক্কুল কারমানই হবেন আধুনিক ইয়েমেনে প্রাচীন সেবা'র রাণী।

(সিটি হলের অনুষ্ঠান থেকে ফিরে, ১০ ডিসেম্বর ২০১১, অসলো, নরওয়ে)

____________________

* কিছুটা পুরোনো লেখা, সংকলিত পাতায় না দিয়ে মূলতঃ সংরক্ষণের জন্য আমার ব্লগে রেখে দিলাম।

মন্তব্য ৪৮ টি রেটিং +২৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০২

বাবুনি সুপ্তি বলেছেন: :) আপনি গিয়েছিলেন ভাইয়া? কি দারুন ব্যাপার :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০৯

ম্যাভেরিক বলেছেন: হ্যাঁ, দুটো নিমন্ত্রণপত্র পেয়েছিলাম। :)

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১২

ভারসাম্য বলেছেন: নোবেল শান্তি পুরস্কার অনেক সময়ই বিজয়ীদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতেই দেয়া হয় বলে মনে হয়। কিন্তু কেউই এখনো পুরোপুরি বিজয়ী হতে পারেননি। অর্ধেক আকাশ ধরে রাখা এই নারীরাও তাঁদের দেশে শান্তি পুরোপুরি এনে দিতে পারবেন কিনা তা নিয়ে স্বপ্ন দেখা যায় কিন্তু বেশি আশাবাদী হতে ভয় করে।

ভাল লাগল

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১৮

ম্যাভেরিক বলেছেন: হ্যাঁ, যথার্থ সুন্দর বলেছেন। বিশ্ব রাজনীতির কূটিলতা গ্রাম্য রাজনীতি থেকে ভিন্নতর কিছু নয়, আর এ জন্য শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেই আশ্রয় খোঁজেন সালেহ। তবে আদর্শ ও নীতিতে অটল থেকে প্রচেষ্টা চালিয়ে যাওয়াই মানবতার শাশ্বত আবেদন, এমনকি বিজয় যেখানে একেবারেই অনিশ্চিত।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৬

অণুজীব বলেছেন: ভাল লাগল :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩০

ম্যাভেরিক বলেছেন: পড়া ও অনুভবে অনেক ধন্যবাদ। :-)

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৫০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনি এতদিন কোথায় ছিলেন ?

পোস্টে +

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২০

ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা, স্বপ্ন। ভালো লাগল দেখে। পোস্টের মূল্যায়নের প্রেরণায় অনেক ধন্যবাদ।

কাজের চাপ আর কিছু ঘোরাঘুরি ছিল, লেখার গতি কমে গেছে তাতে। দেখি, গতি বাড়ানো যায় কি না! :-)

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৩

রমিত বলেছেন: নোবেল শান্তি পুরস্কারের রাজনীতি নিয়ে লিখতে চাচ্ছিনা।
তবে আপনার লেখা সুন্দর হয়েছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:১৩

ম্যাভেরিক বলেছেন: মন্তব্যে মূল্যায়নে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩২

দূর্যোধন বলেছেন: আমি ওয়াদা করছি, আমাদেরকে এ পুরস্কার প্রদানের জন্য অনুশোচনা করতে হবে না আপনাদের উনি বাংলাদেশের প্রেক্ষাপটে কথাটি বলেন নি,তা-ই নিশ্চিত হলেন কিভাবে ? ;)


ভালো লাগা জানালাম।অনেকদিন পর ম্যাভেরিকের পোস্ট দেখছি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৩৯

ম্যাভেরিক বলেছেন: বাংলাদেশে যারা নিশ্চিতকরণের কাজটি করে থাকে, তাদেরকে তিনি আদর্শই ধরে নিয়েছেন কি না, কে জানে! :-)

অনুভবে সম্মানিত বোধ করছি। হ্যাঁ, অনেকদিন পরই, ব্যস্ততা।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১১

শ।মসীর বলেছেন: ভালো লাগা ..........

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৫

ম্যাভেরিক বলেছেন: অনুভবে আনন্দিত হলাম। ভালো হোক থাকা।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৬

আজমান আন্দালিব বলেছেন: খুব ভালো লাগলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৪

ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ, ভাই। আশা করি, আপনার স্কুলটি চলছে চমৎকার।

ভালো থাকবেন।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৭

জেরী বলেছেন: অর্ধেক আকাশ ধরে রাখা নারীদের স্যালুট।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২১

ম্যাভেরিক বলেছেন: স্যালুট। শান্তিময় হোক পৃথিবী তাঁদের অবদানে।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:২৬

অনিন্দিতা_একা বলেছেন: ভাল লাগল পড়ে... কিন্তু চারপাশের বিভিষীকাময় অবস্থা দেখে আশাবাদী হতেও ভয় হয়!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫৪

ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা। হ্যাঁ, চারপাশের অবস্থা উদ্বেগজনক, তবু আশাবাদিতা আর প্রচেষ্টাই কেবল পরিবর্তন আনে, তাই আশাবাদীই হতে হয়।

পড়া ও অনুভবে ধন্যবাদ। আমার ব্লগে আনন্দময় হোক ভ্রমণ আপনার।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৫

আমি তুমি আমরা বলেছেন: ভাল লাগল :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৪

ম্যাভেরিক বলেছেন: ধন্যবাদ, আতুআ। আশা করি, খবর সব চলছে ভালো। :)

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫৯

কলম.বিডি বলেছেন: কঠিন কোন গাণিতিক পোস্টের ভয়ে আর আপনার পোস্টের লোভে ঢুকে দেখি অসাধারণ একটা ঘটনা দিয়েছেন। শেয়ার করলাম।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১১

ম্যাভেরিক বলেছেন: আরে কী বলেন, গণিত আর কাঠিন্য তো পরস্পরবিরোধী শব্দ হওয়ার কথা, বিশেষ করে আবার আপনার মতো প্রকৌশলীর কাছে। গণিত হচ্ছে সুমধুর সঙ্গীত এক, এরকমই বোধ হয় বলা উচিত আমাদের সবাইকে।

শেয়ার দেয়ায় সম্মানিত বোধ করছি। ভালো কাটুক জীবন আপনার।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৪

বুড়া মকবুল বলেছেন: অনেকের ঘরেই গিয়েছি কিন্তু ম্যাভেরিকদার পা ছোঁয়া হইনি।
আশীর্বাদ নিয়ে গেলাম।
আপন প্রতিভায় মঙ্গলময় হোক জীবন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৩৩

ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা। গভীর শ্রদ্ধা আর মমতায় হাতই ধরলাম আপনার। জীবন কাটুক আপনার আনন্দে সম্মানে গৌরবে, প্রার্থনা।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৯

বাঘ মামা বলেছেন: আপনার লেখার ধরণটা খুব সুন্দর হয়েছে কিন্তু নোবেল বিষয় নিয়ে বলতে ভালো লাগছেনা।এই বিষয়ে বোধ হয় আপনার সাথে মিলবেনা।




ভালো থাকবেন

১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৩৯

ম্যাভেরিক বলেছেন: ভালো লাগল দেখে। পড়া ও মন্তব্যে অনেক ধন্যবাদ।

নোবেল বিষয়ে কিন্তু মিলতেও পারে। :-)

সুন্দরে স্বস্তিতে কাটুক জীবন আপনার।

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২২

কলম.বিডি বলেছেন: ইস, আপনার কথা শুনলে আবার গোড়া থেকে শুরু করতে ইচ্ছা করে। প্রকৌশলী হলেও আমি পিওর ম্যাথকে ভীতিমিশ্রিত শ্রদ্ধা করি। আমার যত প্রেম পদার্থবিদ্যার সাথে!!

আপনিও ভালো থাকেন। প্রোফাইলের পিচ্চীটা কি আপনি?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪৫

ম্যাভেরিক বলেছেন: শুনে ভালো লাগল খুব। পদার্থবিদ্যা গণিতের অন্তরঙ্গ বন্ধুই বটে।

প্রোফাইলের শিশুটি অনেকটা পথশিশুর মতোই একজন, হাতে মেহেদি রাঙিয়ে দেয়ায় খুশি হয়ে সবাইকে দেখাচ্ছে।

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২২

গাধা মানব বলেছেন: ভাল লাগল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪৬

ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা। অনুভবে মন্তব্যে অনেক ধন্যবাদ। আমার ব্লগে আপনার ভ্রমণ আনন্দময় হোক।

সুন্দর কাটুক সময়।

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০০

ইশিন বলেছেন: অনেক ভালো লাগলো পড়ে :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩৯

ম্যাভেরিক বলেছেন: পড়া মন্তব্যে মূল্যায়নে অনেক ধন্যবাদ। ভালো কাটুক সময়। :-)

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৮

মাহমুদা সোনিয়া বলেছেন: অনেক সুন্দর একটা লেখা পড়লাম!! কিন্তু এত কম লিখছেন কেন?? আরও আরও লেখা চাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:১০

ম্যাভেরিক বলেছেন: মন্তব্যে সম্মানিত বোধ করছি।

নানা ব্যস্ততায় লেখার গতি কমে গেছে আজকাল। পরিবেশ প্রকৃতি আবহাওয়াও অনুঘটক কি না বুঝতে পারছি না। চেষ্টা থাকবে আরও বেশি লেখার।

ভালো কাটুক সময়।

১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০০

রেজোওয়ানা বলেছেন: আপনি গিয়েছিলেন অনুষ্ঠানে, কি দারুন ব্যাপার :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৯

ম্যাভেরিক বলেছেন: হ্যাঁ, ভালো লেগেছিল বেশ। হাসিখুশি উচ্ছল বিজয়ীগণ... :)

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১৩

রিমঝিম বর্ষা বলেছেন:

নারীরা ধরে রাখে অর্ধেক আকাশ...........কি অসম্ভব সুন্দর কথা!

আপনি গিয়েছিলেন সে অনুষ্ঠানে? কি দারুন!! :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৯

ম্যাভেরিক বলেছেন: যথার্থই সুন্দর, পৃথিবীকে সুন্দর রাখতে প্রাচীন মানুষদের কাছ থেকে শিক্ষার কোনো শেষ নেই।

হ্যাঁ, অনুষ্ঠানে যাবার দুটি আমন্ত্রণপত্র গিয়েছিলাম। চমৎকার সময় কেটেছিল। :-)

২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১০

নাজনীন১ বলেছেন: তিনজন নোবেলজয়ী নারীকেই শ্রদ্ধা। কারমানকে আরো বেশি একারণে যে এমনিতেই মুসলিম নারীরা নানারকম ঘেরাটোপে থাকে। তার মাঝে আরবের মতো জায়গায় তিনি এভাবে সাহসিকতার সাথে সালেহবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন, তাও আবার এতো কম বয়সে, সব মিলিয়ে দারূণ একটা উৎসাহব্যন্জক এবং অনুকরণীয় চরিত্র তিনি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৪২

ম্যাভেরিক বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ। কারমানকে দেখলে বোঝা যায়, তিনি হচ্ছেন সরল সৎ প্রাণোচ্ছ্ল একজন মানুষ। কথা বলেন ভাঙা ভাঙা ইংরেজিতে, অথচ বেশ আবেগে। তার বক্তব্যে হাততালি ছিল দেখার মতো।

২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:২১

অথৈ সাগর বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম। :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১২

ম্যাভেরিক বলেছেন: ভালো লাগায় আনন্দিত অনুপ্রাণিত হলাম। :)

২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ১০:৪৪

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: চমৎকার উপস্থাপনা ... ভালো লেগেছে ।।

০৫ ই এপ্রিল, ২০১২ রাত ২:৪২

ম্যাভেরিক বলেছেন: শুভেচ্ছা। মন্তব্যে মূল্যায়নে অনেক ধন্যবাদ, অনুপ্রাণিত হলাম।

২৪| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:৫৭

লিযেন বলেছেন:
বরাবরের মতোই ভালো.....গনিত বিষয়ক লিখা পাওয়ার অপেক্ষায় রইলাম...............।ধন্যবাদ :) :)

৩০ শে জুন, ২০১২ বিকাল ৫:৪৫

ম্যাভেরিক বলেছেন: পড়া ও অনুভবে অনেক ভালো লাগল অনেক। গণিত চলে এসেছে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.