নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিলেকোঠায় অট্টালিকা

maxcse

যুক্তি যেথায় দ্বিধায় ভোগে, আমি সেথায় দ্বিধাহীন...

maxcse › বিস্তারিত পোস্টঃ

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন দরকার এখনই

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৬

মহানবী (স.) বলেছেন, শিক্ষার জন্য সুদুর চীনে যাও।

শিক্ষার গুরুত্ব বুঝেই তিনি এ কথা বলেছিলেন। চীন কিন্তু নাস্তিকদের দেশ। ইহ যাবৎকালে তারা আস্তিক হবে সে আশাও নেই। সব জেনেই নবী(স.) এ কথা বলেছিলেন।



কুরআনের প্রথম বানীও কিন্তু "ইকরা মানে পড়"। আল্লাহ পাকও পড়তে বলেছেন। ঘরের মধ্যে বসে জঙ্গিবাদ শিখতে বলেন নাই!



বাট আমাদের দেশে মাদ্রাসা শিক্ষা কি হচ্চে এটা কি সবাই জানেন।

একটা ছাত্রও জানে না, বিজ্ঞান কি জিনিস, পাটিগনিত কি জিনিস, বীজগনিত কি জিনিস, পানিতে কয়টি অনু আছে, বাতাসে কি কি থাকে, পৃথিবী কিভাবে চলছে, বার্ষিক গতি, আহ্নিক গতি কি, মাধ্যকর্ষণ শক্তি কি, চাঁদে আলো আসে কি করে ইত্যাদি।



তারা শুধু জানে- কিভাবে জিহাদ করতে হয়, শহীদ হইলে কি পাওয়া যায়! শহীদ হইলে জান্নাতের হুর পাওয়া যাইবে ইত্যাদি।



পুরো দুনিয়ার বাইরে থাকা মানুষ এরা! একঘরে করে রাখা হয়েছে এই শিশুদের !

আর এই নিষ্পাপ শিশুদের ব্রেইন ওয়াশড করার জন্য ধর্ম ব্যবসায়ী হুজুররা তা আছেনই !

তাই এখনই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন দরকার। ধর্মের সঠিক জ্ঞানটা তাদের দেয়া উচিত।

যাতে টাকার কাছে বিক্রি হওয়া "হুজুর" রা এদের ইউজ না করতে পারে পার্থিব স্বার্থ হাসিল করতে!

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: আপনে কত বড় বিজ্ঞানী জানবার মন চায়?

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

maxcse বলেছেন: হঠাৎ চুলকানীএ বেড়ে গেল !!!

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫

উদাসীপথিক বলেছেন: আমাদের কি বিজ্ঞানীর অভাব? মনে হয় না। আধুনিক জীবন ধারণের জন্য সব আয়োজন আছে তারপরও আমরা নিজেদের মধ্যে হানাহানি-দেশের সম্পদ লুটপাটে ব্যস্ত। যারা দেশের সম্পদ লুট করে সম্পদের পাহাড় গড়ছেন- তারা কি তাদের জীবদ্দশায় এই সম্পদ ভোগ করতে পারবেন? নাকি তারা সাধারণ মানুষের চেয়ে অনেক বছর বেশি বাঁচবেন? বরং তার কারণে অন্যরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে... দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে...

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

maxcse বলেছেন: বিজ্ঞানী হতে কেউ বলেনি। কিন্তু সার্বিক বিষয়ে জ্ঞান থাকতে অসুবিধা কোথায় ?

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৬

পরিযায়ী বলেছেন: কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: আপনে কত বড় বিজ্ঞানী জানবার মন চায়

আপনার জ্ঞান কি বাতাস পানির মধ্যে সীমাবদ্ধ নাকি বেশি কিছু??

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

শরীফ উদ্দীন বলেছেন: নিজেকে বিজ্ঞানী প্রমান করতে গিয়ে গাধামির পরিচয় দিলেন বড়ভাই :( কোন কিছু লেখার আগে যে বিষয়ে লিখবে সে বিষয়ে পড়া শোনা করে মিনিমাম জ্ঞানটুকু না হয় নিয়ে নিয়েন। তাইলে অন্তত পাগলের মত এমন আবোল-তাবোল কথা লিখে ব্লগ ভরাতে হবে না। ক্রিয়েটিভ কিছু লিখতে পারবেন। আমার কথায় রাগ না করে নেটেই সার্চ দেন মাদ্রাসা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

maxcse বলেছেন: নিজের জাতটা চিনিয়ে দিলেন !

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

ছণ্ণ্ ছাড়া বলেছেন: মহানবী (স.) বলেছেন, শিক্ষার জন্য সুদুর চীনে যাও।এটা কোথায় পেলেন।

এটা মূলত মনীষী উক্তি যা রাসুল (স)এর নামে চালিয়ে দেয়া হয়েছে ।
এটা পার্থিব জ্ঞানার্জনকে উত্‍সাহিত করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে ।এমনকি নিম্নক্লাশের ইসলাম শিক্ষা বইতেও এটা পাওয়া যায় ।বলা হয় যে এটা বলেছেন রাসূল (স) কিন্তু তা ডাহা মিথ্যা ।আমাদের মাঝে প্রচলিত কিছু জাল হাদীস

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৮

maxcse বলেছেন: নতুন হেফাজতে রাজাকার !

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২

উদাসীপথিক বলেছেন: বেসিক ধারণা অবশ্যই থাকতে হবে। কিন্তু বিবেক বিবর্জিত হয়ে নয়। আমি বলতে চাচ্ছি যে, আমাদের সমাজে আয়-উপার্জন-দাগাবাজি করার লোকের কি অভাব আছে? কিন্তু নীরবে সমাজের উপকার করছে এমন লোকের অভাব আছে...
ছোট্ট একটা উদাহরণ দিব::
কোন একটা সমাবেশে একশ জন প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত ছাত্রকে জড়ো করুন এবং একশ জন মাদ্রাসা শিক্ষিত ছাত্রকে জড়ো করুন... এবার জরীপ করুন... কোন গ্রুপে কতজন ধূমপায়ী...
শিক্ষা পদ্ধতির কারণেই তারা জীবন ধ্বংসকারী নেশা থেকে শুধু দূরেই থাকে না... একে মনে-প্রাণে ঘৃণা করে... আপনি নিশ্চয়ই জানেন সুস্থ সামাজিক পরিবেশ বজায় রাখা এবং পরিচ্ছন্ন জীবনযাপনের জন্য নেশামুক্ত থাকা কতটা গুরুত্বপূর্ণ...

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯

শরীফ উদ্দীন বলেছেন: আপনার মতের বিরুদ্ধেগেলেই রাজাকার আর পক্ষে থাকলেই প্রগতিশীল মুক্তিযোদ্ধা!!!! আজব আপনার প্রগতিশীলতা। আবার প্রোফাইলপিকে চে-র ছবি ঝুলিয়েছেন!!!! সত্যিই সেলুকাশ।
চে-র ছবি ঝুলিয়ে লোকটাকে অপমানিত করলেন না? আমার কাছে তো তাই মনে হয়।

আমি তোমার মতের সাথে একমত নাও হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত।--চে-র এই উক্তিকি ভুলে গেলেন নাকি অতদুর পড়া হয় নাই?

আর আমি ভাই আপনার মত অতবড় বিজ্ঞানী নই। কারণ আমার কাছে মনেহয় বাংলাদেশে বুদ্ধিজীবী বেড়ে গেছে কিন্তু কর্মী নেই বললেই চলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.