নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিলেকোঠায় অট্টালিকা

maxcse

যুক্তি যেথায় দ্বিধায় ভোগে, আমি সেথায় দ্বিধাহীন...

maxcse › বিস্তারিত পোস্টঃ

২১শে ফেব্রুয়ারী বিশাল যুদ্ধ হয়েছিলো। একটি চাল টিপ দিলে বুঝা যায় ভাত ফুটছে কিনা

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪

১৩ দফা নয় মাত্র ৩ দফা দাবি সরকারের কাছে-



১. মাদ্রাসা, মিশনারি স্কুল সহ বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলো কে প্রযুক্তি নির্ভর করতে হবে। তাদের ইন্টারনেট, কম্পিউটার, ব্লগ, ওয়েবসাইট এমন কি ফেসবুক সম্পর্কেও ধারনা দিতে হবে। পাঠ দান করানো হবে পজিটিভ প্রেক্ষিতে। গ্রহন অথবা বর্জন শিক্ষার্থী ঠিক করে নেবে। যেন কেউ ব্লগ মানেই নাস্তিকতা না বোঝে। এটা ২০১৩ সাল, বিশ্ব আগাচ্ছে। নর্থ সাউথের একটি থেকে গ্যালাক্সি ট্যাবে দুনিয়া ঘুরবে আর আলাকান্দা গ্রামের এক মাদ্রাসার ছেলে কে ব্লগার মানেই নাস্তিক বোঝানো হবে, তা হবে না।



২. মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পাঠ্যসূচী তে অন্তর্ভূক্ত করতে হবে। দেশ বিভাগ, ৫২, ৬৯, ৭১, ২১ ফেব্রুয়ারী, ২৬ মার্চ, ১৪ ডিসেম্বর, ১৬ই ডিসেম্বর যেন সবার ঠোটের আগায় থাকে। এটা ধর্মীয় মাদ্রাসা কিংবা ইংলীশ মিডিয়াম সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ক্ষেত্রে প্রযোজ্য। কারন বাংলা মিডিয়াম/ইংলীশ মিডিয়াম এর দৌড় দেখছি, ২১ শে ফেব্রুয়ারী বিজয় দিবস আর ১৬ ডিসেম্বর স্বাধীনতা দিবস, তাইলে মাদ্রাসার শিক্ষার্থীরা প্যাচ লাগাইলে মুচকি হাসবো, ত আর হবে না। ওরা আমাদেরই ভাই।



৩. মাদ্রাসা /মিশনারী/বৌদ্ধ/হিন্দু সকল শিক্ষক কে একটি ট্রেনিং এর আওতায় আনতে হবে। যেখানে তাদের কেও প্রযুক্তির বিভিন্ন দিক দেখানো হবে। তারা না জেনে ভুল তথ্য যেন না দেয় সে দিকে খেয়াল রাখা সরকারের দায়িত্ব। আজ একজন মাওলানার বক্তব্যে কষ্ট পেয়েই এটা বলা, তার ব্লগ সম্পর্কে ধারনা নেই কিন্তু তিনি ব্লগার দের ফাসি চান। ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল এবং শান্তিপূর্ন উপায়ে সমালোচনা করুন। জবাই করে নয়।



পরিশেষে, ডিজিটাল সরকার, নামে নয় কাজে এর প্রতিফলন ঘটাতে আপনাকেই হবে। ব্লগ দিয়ে ইন্টারনেট চালায় বলেছে এক মাদ্রাসা ছাত্র, এর দায় আপনার। বাংলা মিডিয়ামের একজন বলেছেন বেশ কিছুদিন আগে ২১শে ফেব্রুয়ারী বিশাল যুদ্ধ হয়েছিলো। একটি চাল টিপ দিলে বুঝা যায় ভাত ফুটছে কিনা। জানি আমার এ কথা ওত উপরে যাবে না, তাও নাগরিক হিসেবে,দায়িত্ব আর বিবেচনাবোধ দিয় আমার তিনটি দাবি জানালাম , ভেবে দেখবেন।



সিডাটিভ হিপনোটিক্স

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কথা গুলোতো ঠিক আছে কিন্তু তা আমাদের মাথামোটা সরকার এবং রাজনিতীবিদদের মাথায় ঢুকবে না।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০

maxcse বলেছেন: কষ্ট তো এখানেই

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: একমত
এখন প্রয়োজন
অজ্ঞতার জবাব

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০

maxcse বলেছেন: ধন্যবাদ

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৯

ইউআরএল বলেছেন: একমত

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬

এ্যাপোলো৯০ বলেছেন: সিডাটিভ হিপনোটিক্স

লাস্টে এই কথা কেনো ?

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭

এফ এন এফ বলেছেন: দারুন

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯

আকাবাকা বলেছেন: সুন্দর কথা সরকারের কানে কথা গুলো ঢুকলে হয়।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১

maxcse বলেছেন: কথা সেটাই

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪

ৈতয়ব খান বলেছেন: আপনার পোস্ট ভালো লাগলো। না জানাটা অপরাধ নয়। শিখতে না চাওয়াটা অপরাধ। আমাদের দেশে মাদ্রাসা বলেন স্কুল বলেন কোনটার প্রতিই তেমন গুরুত্ব দেওয়া হয় না। অথচ ওরা সবাই শিখতে চায়। শেখানোর দায়িত্বটা সরকারের। কেননা, নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্যই ওরা ভোটে নির্বাচিত হয়।
বুদ্ধিদীপ্ত পোস্ট। আরও বেশি করে লিখুন।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

স্বপনীল জলরং বলেছেন: আপনার সাথে ১০০% সহমত পোষণ করলাম। যুগউপযোগী দফা।

পোস্টে ++++

৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

গোবর গণেশ বলেছেন: ব্লগ দিয়ে ইন্টারন্টে চালায় সিরাম। আপনার যুক্তিতে সহমত। অন্ধ ব্যক্তির সাথে রংধনুর রং বিশ্লেষণ করা কোন বুদ্ধিমানের কাজ নয়। শিক্ষা কারিকুলামে আধুনিকতার ধারাবাহিকতা থাকতে হবে। মাদ্রাসায় পড়লে শুধু হাদিস আর কোরআন নিয়ে পড়ে থাকতে হবে এমন তো কোন কথা নেই।

১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪

ইলুসন বলেছেন: ফেসবুকে এই পোস্ট পড়েছিলাম। আমি এটার সাথে সহমত পোষণ করলাম। মাদ্রাসার শিক্ষার্থীদেরও অধিকার আছে আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে জানার। সরকারের উচিত এটা নিশ্চিত করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.