নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিলেকোঠায় অট্টালিকা

maxcse

যুক্তি যেথায় দ্বিধায় ভোগে, আমি সেথায় দ্বিধাহীন...

maxcse › বিস্তারিত পোস্টঃ

ঐশীরা জন্ম নেয়না, জন্ম দেয়া হয়

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৪

ঐশীদের জন্ম এক দিনে হয় না। এমনে এমনেই হয় না। ঐশীরা জন্ম নিতে পারে না। ওদের জন্ম দেয়া হয়। এই সমাজ, সমাজের মানুষ, পরিবার, পরিস্থিতি ঐশীদের জন্ম দেয়। নিজেদের প্রয়োজনে ধীরে ধীরে বড় করে। কিন্তু যেদিন ঐশীরা 'ঐশী' হয়ে আত্মপ্রকাশ করে সেদিনই আমাদের চরিত্র প্রকাশিত হয়। এই নোংরা সমাজ আরও একবার নেংটা হয়। আমরা সভ্য সমাজ ঐশীদের ছিঃ ছিঃ করি। খুনি ঘাতক বলে ভাল মানুষিপনা দেখাই।



কিন্তু এই মেয়েটা খুনি হতে চায়নি কখনো। তার ঘুষখোর পুলিশ অফিসার বাবা, আত্মকেন্দ্রিক মা ঐশীর এই জীবনের জন্য দায়ী। দায়ী এই নোংরা সমাজ। যারা মানুষের জীবনের বিনিময়ে মাদক বিকিকিনি করে। কেন ঐশী পরিবার থেকে আলাদা হয়েছিল? কেন বাবা-মা তাকে আলাদা চোখে দেখতেন? এই প্রশ্নের উত্তর এই তথাকথিত ভদ্র সমাজকেই দিতে হবে।



ঐশীর মতো এই টুকুন বাচ্চামেয়ে খুনী নয়, খুনী এই সমাজ, তার পরিবার। এই মেয়েটাকে শাস্তি দেবার আগে এই সমাজ, তার পরিবারের মরনোত্তর শাস্তি দিতে হবে। না হলে প্রতিদিনই এমন ঐশীরা জন্ম নেবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.