নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিলেকোঠায় অট্টালিকা

maxcse

যুক্তি যেথায় দ্বিধায় ভোগে, আমি সেথায় দ্বিধাহীন...

maxcse › বিস্তারিত পোস্টঃ

অনন্ত জলিলের 'নিঃস্বার্থ ভালবাসা' এবং সেলিব্রেটিদের পিন্ডি চটকানো

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৪

অনন্ত জলিলের 'নিঃস্বার্থ ভালবাসা' নিয়ে অনেক সেলিব্রেটির বিশাল বিশাল উপাখ্যান/স্ট্যাটাস চোখে পড়ছে নিয়মিত। সবার আক্রোশ ঝড়ে পড়ছে। এতো ফালতু মুভি, আগামাথা নেই কাহিনীর, পচা সিনেমাটোগ্রাফি, টাকা থাকলেই সব হয় না, ২০০ টাকা পুরাই জলে গেল ইত্যাদি ইত্যাদি।



সেই সেলিব্রেটিদের পিন্ডি চটকানোর জন্য এ লেখা।

আপনারা জানেনই অনন্ত জলিলের মুভি কেমন হয়, কাহিনীতে কি থাকে। তাহলে জেনে শুনেই কেন টাকা খরচ করে গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড নিয়ে মুভি দেখতে গেলেন? আচ্ছা, দেখলেনই না হয়। দেখার পর এতো সুশীল আর রুচিবোধ হওয়ার ভাব ধরলেন কেন? এমনভাবে মুভিটির, জলিলের সমালোচনা করছেন যেন অস্কারের জুরিবোর্ডের সদস্য হয়ে গেছেন !! আপনি তো বহুত পারেন, তো এক মিনিটের একটা ফুটেজ বানিয়ে দেখান না কত হেডাম আপনার ! পারেন না একটা বিন্দু বানাতে, কিন্তু সিন্ধুর সমালোচনা করতে আপনাকে হবেই। আর জলিল যাই করুক শরীর সর্বস্য মুভি তো বানান না তাই না? তো আপনার অসুবিধা কোথায় ???



অনন্ত জলিলের টাকা আছে। তার মনে যা চায় সে বানাক তাতে আপনার কি? সে কি তার মুভি দেখতে যাওয়ার জন্য হাতে পায়ে ধরেছে? বেহায়ার মতো নিজেই তো গেছেন। গিয়ে আবার হা হুতাশ করেন। আপনাদের ইয়ে দেখে আমার হাসিই পায়। আগে নিজে কিছু করে দেখান তারপর জলিলের সমালোচনা করতে আসবেন। ছাগলের চার নম্বর বাচ্চা হয়ে বুদ্ধিজীবী ভাব ধরবেন না প্লিজ। লজ্জা লাগে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২০

সামু মামু বলেছেন: অনন্ত জলিল রে ভালই লাগে।
আমার পোষ্ট টা দেইক্ষা আইসেন :)
Click This Link

পাবলিক কমেডি ভালই পায়।

২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৮

রাতুল রেজা বলেছেন: ঠিক বলসেন, আমি জেনে বুঝেই সেদিন গেসিলাম দেখতে। জীবনে মি । বিন দেখে এতো হাসি নাই যত জলিল আর বর্ষার অভিনয় দেখে হাসছি। আমি বলবো আমার ২৫০ টাকা পুরা উসুল। বাংলাদেশে বিনদোনে জলিল এর ২য় টা কেউ নাই।

৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২১

সেফানুয়েল বলেছেন: আমি জানতাম না কে অনন্ত জলিলের ছবির ব্যাপারে কে এরকম সমালোচনা করছে। যারা করছে তারা কি জানে না যে তাদের বস্তাপচা ছবি দেখতে দেখতে মানুষ অনন্ত জলিলের দিকে ঝুকে গেছে? তবে যাই হোক অনন্ত জলিল কিন্তু ভালোই বিনোদন দেয়। তার সাক্ষাতের মজার কমেন্টস শুনে হাসতে হাসতে দম বন্ধ হয়ে যায়। একেবারে নির্ভেজাল এন্টারটেইনার। যারা আজ তার সমালোচনা করছেন তারা কি অনন্ত জলিলের মতো এন্টারটেইন করতে পারেন দর্শকদের???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.