নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিলেকোঠায় অট্টালিকা

maxcse

যুক্তি যেথায় দ্বিধায় ভোগে, আমি সেথায় দ্বিধাহীন...

maxcse › বিস্তারিত পোস্টঃ

ঐশী ইয়াবা খায়, সুমি খায় না। এটাই সুমির অপরাধ

২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৬

সুশীল সমাজ থেকে শুরু করে সবাই শুধু ঐশী ঐশী করে চিল্লাছে। সে শিশু, সে নাবালিকা। তাকে কেন রিমান্ডে নেয়া হলো? তাকে কেন কারাগারে পাঠানো হলো ? তাকে কেন শিশু আইনের আওতায় আনা হলো না। কেন তাকে বয়স্কদের আইনে আনা হলো ? ইত্যাদি ইত্যাদি। ছাগলের তিন নম্বর সন্তান ড. মিজানুর রহমান এ নিয়ে গলা ফাটিয়ে যাচ্ছেন। রিমান্ড ভূল ছিল, পুলিশ ভূল করেছে। ঐশী ভুল করেছে তাকে শোধরানোর সুযোগ দেয়া উচিত ইত্যাদি বলেই যাচ্ছেন।



আর লিপিস্টিকধারী সচেতন নারী মানবাধিকার ব্যবসায়ী তো টক শোকে হট শো বানিয়ে ফেলছেন কথার বানে। ঐশী ভুল করেছে, তাকে সাচ্চা মাফ করে দেয়া উচিত ইত্যাদি ইত্যাদি।



ধরলাম সব ঠিক আছে। মুল কথায় আসি, কাজের মেয়ে সুমির কি অপরাধ? সেওতো শিশু। মাত্র ১৩ বছর। সেতো ইয়াবা খায় নাই, বয়ফ্রেন্ড নিয়ে বাসায় মাস্তিও করে নাই, হুইস্কিও খায় নাই, কাউরে খুনও করে নাই। শুধু ঐশীর হুকুম মতো রক্তাক্ত মেঝে মুছেছে। লাশ টেনে বাথ্রুমে নিয়ে গেছে।



কিন্তু নিরপরাধ এই সুমি কথা কেউ বলছে না। কাউকে সে পাশে পাচ্ছে না। কি অপরাধ তার? কাজের মেয়ে বলে? সুন্দরী নয় বলে? মদ ইয়াবা খায় না বলে? নাকি পেটের দায়ে অন্যের বাড়িতে কাজের মেয়ে চাকরি করতে এসেছে বলে? নাকি ও ভদ্র সমাজের সদস্য নয় বলে? কেন মি. মিজান আর লিপিস্টিকওয়ালারা তার নাম মুখে আনছে না? এই ছোট্ট শিশুর নামটি মুখে আনলে মুখ কি পচে যাবে নাকি আপনাদের ইজ্জত যাবে ড। মিজান এন্ড গং?



সুমির অপরাধ ও গরীবের সন্তান, সুমীর অপরাধ ও ইয়াবা খায় না বলে, সুমীর অপরাধ ও ইংলিশ মিডিয়ামের শিক্ষিতা নয় বলে, সবচেয়ে বড় অপরাধ ও কাজের মেয়ে বলে।

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: অতীব সত্য কথা

২| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫০

তারেক রহমান বলেছেন: compleatly agree with you

৩| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫২

মরমি বলেছেন: মানবাধিকার তো বড় মানুষদের জন্য । সুমি তো কাজের মেয়ে,সে কি মানুষ!

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৮

maxcse বলেছেন: হয়তো তাই

৪| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫২

আদু চাচা বলেছেন: যারা এদেশে ডিজে কালচার প্রতিষ্ঠা করতে চায়, লিভটুগেদার হালাল করতে চায় তারাই আজ ঐশীকে বাঁচাতে উঠেপড়ে লেগেছে

৫| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্য কথা বড়ই তিতা ;)

৬| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

bangal manus বলেছেন: সময়ে অসম কথা সত্যই তিতা।

৭| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

পরের তরে বলেছেন: এই হারামীর বাচ্চাদের ধরে পেটানো উচিত। খালি বড় বড় কথা বলে । ডা. মিজানুর রহমানের মেয়ে যদি তাকে এই ভাবে মারতেন তাহলে উনি কি উনার মেয়েকে শিশু বলে ক্ষমা করতে পারতেন। যত সব ফাউল কথাকার।

সুমির বিষয়টা অতীব জরুরী। সুমির জন্য সব মানবাধিকার কর্মীদের গলা উচা করার কথা। অথচ গলা উচু করছে একটা অপরাধীর জন্য। এটা ঠিক না।

৮| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐশির দৃষ্টান্ত মূলক শাস্তি চাই- যাতে আর কোন বাবা-মাকে সন্তানের হাতে! নৃশংস ভাবে নিহত হতে না হয়!!!

এরা কি তবে খুনির পক্ষে?
এরা কি খুনের সাফাই গাইছে?
এরা কি খূনকে না খুনি জাস্টিফাই করছে?
নাকি এর আড়ালে অন্য কিছূকে লুকাতে চাইছে?

কেউ আওয়াজ তুলছে না বার, ডিসকো, ডিজে বন্ধ কর!!
কেউ আওয়াজ তুলছে না মাদক নির্মূলে সাড়াশি অভীযান চাই!
কেউ বলছেনা এই অফিসারের পরিণতি থেকে শিক্ষা নিতে যাতে আর কারো এমন ভাগ্য বরণ করতে না হয়?

কেউ বলছে না দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

৯| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১১

ShusthoChinta বলেছেন: মোছুয়া প্যান্টঢিলা ওরফে ট্যারা মিজান আর চুলটানা কামাল টাইপের চিজগুলারেই রিমান্ডে নেওয়া উচিত,রিমান্ডে নিয়া ডিম থেরাপি টেরাপি দিলেই কৈয়া দিব কাদের কাছ থেকে কত মাসোহরা পেয়ে ওরা মাঝে মাঝে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফায়!

১০| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

ShusthoChinta বলেছেন: ঐশির বয়স ১৯,আর সুমির বয়স মাত্র ১৩,অথচ রামছাগলগুলার কান্ড দেইখা উল্টোটাই মনে হতে বাধ্য!

১১| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

সোমহেপি বলেছেন: কয়দিন আগে খবরে পড়লাম ঐশীর বয়স ১৯ বছর ৪ মাস ।আর পুলিশ বলেছে সব তথ্য আছে তাদের কাছে।এখন আবার শিশু অধিকার লইয়া চিল্লাচিল্লি ক্যান?

আমি একটা ব্যপার ইদানিং দেখতাছি পুলিশের মানবাধিকার লইয়া একটা গ্রুপ খুব কান্দাকান্দি করে।
যে বাবা তার মেয়েরে মাসে লক্ষাধিক টাকা দিত আকাম করতে সবার আগে তো তার বাবার কুকর্মগুলো বের করা উচিত ছিলো আর সেই সাথে আর কোন কোন পুলিশ এমন বিলাশ বহুল জীবনযাপন করে সেই গুলাও বের করা উচিত ছিলো।টেকার উৎস কি?কোন হালায় দেখি এ ব্যাপারে কথা কয় না।

১২| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

মশিকুর বলেছেন:
সহমত...

১৩| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

মশিকুর বলেছেন:
সহমত...

১৪| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০

amar voice বলেছেন: প্রবলেম কোন ব্যাক্তির নয়, সিস্টেমে প্রবলেম

১৫| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

হেডস্যার বলেছেন: +++++++++++

১৬| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

শাহরিয়ার খান রোজেন বলেছেন: এই ইস্যুতে সুমির কোন দোষ নেই।

১৭| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

আদরসারািদন বলেছেন: ঐশী (১৯:৪মাস) কে ছেড়ে দেয়া হ উ ক। বাচ্চা মানুষ =p~ =p~ =p~ =p~

১৮| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮

একাকি উনমন বলেছেন: ভাইরে বাংলাদেশ এর মানবাধিকার কর্মীদের কর্ম তো শুধুই উচু শ্রেনীর মানুষদের জন্য, এইসব সুমি দের জন্য নয়। বরং পারলে আরো ২/১ কদম এগিয়ে যে বলেনি ও কেন এত অল্প বয়সে কাজ করতে এলো, এটাই তো অর বড় অপরাধ, কারণ শিশু শ্রম করার অপরাধে ও অপরাধী। আমাদের সংবাদ পত্র গুলো কি একবার ও সুমির জন্য কিছু লিখছে? তাদের কাছে ঐশীকে নিয়ে মুখরোচক খবর চাপানোটাই বেশি জরুরি, তাহলে যে সুরসুরি বলা পাঠক দের সংখ্যা বাড়বে। হায় রে আমাদের সভ্ভতা আর আমাদের সংস্কৃতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.