নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিলেকোঠায় অট্টালিকা

maxcse

যুক্তি যেথায় দ্বিধায় ভোগে, আমি সেথায় দ্বিধাহীন...

maxcse › বিস্তারিত পোস্টঃ

ঝরনা ও রেশমার মধ্যে এতো ফাঁরাক কেন ?

৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

সাভার ট্রাজেডির আস্বীর্বাদ 'রেশমা'। নিজের জীবন নিয়ে ধ্বংসস্তুপে বেঁচে ছিলেন ১৭ দিন। বেচে যেন সরকারের উপকারেই আসলেন। তাই চাকরি পেলেন হোটেল ওয়েস্টিনে। মাত্র ৬০ হাজার টাকা বেতন তার ! সঙ্গে আয়েশী জীবন। আহ, কপাল বটে মেয়ে তোমার।



রাজশাহীতে জামাত-শিবিরের হামলার অভিশাপ 'ঝরনা বেগম'। নিজের জীবন বিপন্ন করে এক পুলিশ সদস্যকে উদ্ধার করেছিলেন হুদাই। ঘটনার পরপরই তার কপালে জুটে অভিনন্দনের বন্যা। তবে তার করা সেই সাহসি কাজের পুরুস্কারও পাচ্ছেন এই নারী। একটা চাকরির আসায় দ্বারে দ্বারে ঘুরছেন পাগলের মতো। সরকার করছে তাকে নিয়ে উপহাস।



মন্তব্য: যারা নাটক বা অভিনয় করেন, তাদের একটা পারিশ্রমিক আছে। কিন্তু ঝরনা বেগম, আপনি তো নাটকে অভিনয়ই করেন নি। সো আপনাকে নিয়ে কেন প্রেসব্রিফিং হবে, কেন আপনাকে নিয়ে ফটোসেশন হবে, কেন এতো টাকা বেতন পাবেন ??? আপনি তো সিনেমা হলের তৃতীয় শ্রেনীর দর্শক। বসার জন্য সীট পাবেন না, পেলেও খাবেন ছারপোকার কামড়। কিন্তু, আপনি মনে রাখবেন, দিনশেষে আপনারই জয় হবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

শহিদশানু বলেছেন: ঝরনার বিষয়টি বড়ুই হৃদয় স্পর্শি । যখন দেশের বৃহত পুলিশ বাহিনী তাকে সংবর্ধনা দিয়েছিল তখন পুলিশ মনে হয় ইমেজ সংকটে ছিল। তাই তাকে সংবর্ধনা দিয়ে ইমেজ বাড়িয়ে সস্তা জনপ্রিয়তা অর্জন করেছিল। পুলিশতো কোন ছোট সংস্থা নয়। কাজেই পুলিশ বাহিনীর এখন উচিত ঝরনাকে একটি চাকুরী দিয়ে প্রেস ব্রিফিং করে তার প্রতি অবহেলার জবাব দেওয়া। আশাকরি ঝরনার বিষয়টির একটি সুন্দর সমাধান আমাদের সাহসী পুলিশ বাহিনীর পক্ষ হতে করা হবে।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৫

maxcse বলেছেন: বিএনপি সরকার আসলে তার তো আবার চাকরি থাকবে না। আর পুলিশ বাহিনী ছাড়া আর কোথায়ও কি তার চাকরি দেয়া যায় না ? পুলিশকে বাচিয়েছে বলে পুলিশ বিভাগেই চাকরি করতে হবে এমন তো কথা নেই। আর সত্য কথা হল- তার জন্য পুলিশ বিভাগে তেমন কোন পদও নেই। সো সরকার চাইলে অন্য কোথায় তার সংস্থান করতে পারে। না পারলে যারা বর বড় কথা বলেছিল, তাদের উচিত ক্যামেরা ট্রায়ালে ঝরনা বেগমের কাছে মাফ চাওয়া।

২| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৫

মনে নাই বলেছেন: রেশমা কি আসলেই ৬০ হাজার টাকা বেতন পায়, অফিসিয়ালি হয়ত বেতনের অংকটা বলা হয়, বাস্তবে হয়ত বন্দিজীবনে কয়েক হাজার টাকা হাতে পায়। নাটকটা একেবারে কাচা হাতের বানানো ছিল, ভালো কোন এড নির্মাতাকে দিয়ে করালে এতটা ফাকফোকর চোখে পড়ত না।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৬

maxcse বলেছেন: মিডিয়া মারফতেই জানা, সে ৬০ হাজার টাকা বেতনে চাকরি করে।

৩| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পুলিশের অনাবশ্যক হয়রানীর কারণে লোকজন রাস্তাঘাটে পড়ে থাকা অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে সাহস পায় না, তেমনি আজ ঝর্ণা বেগমের মূল্যায়ন না হলে প্রশাসনের কাছে প্রতারিত হলে আগামীতে কেউ মানবিক বোধে আগ্রহী হয়ে আইনের সেবকদের পাশে এসে দাঁড়াতে সাহস পাবে না। প্রশাসনের প্রতি এমনিতেই মানুষের বিশ্বাস বা আস্থা নেই তাদের প্রতারণা-মনস্কতার জন্য। এতে করে সাধারণ মানুষের কাজ থেকে তারা আরো দূরে সরে যাবেন।

আশা করি সরকারী পর্যায়ের সব প্রতারণা বন্ধ হবে।

৪| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪

তানিয়া হাসান খান বলেছেন: ঠিক বলেছেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.