নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিলেকোঠায় অট্টালিকা

maxcse

যুক্তি যেথায় দ্বিধায় ভোগে, আমি সেথায় দ্বিধাহীন...

maxcse › বিস্তারিত পোস্টঃ

বারকোডে গরুর যাবতীয় ইনফোরমেশন !

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫০

ক্রেতা হোন আর বিক্রেতাই হন রাস্তায় গরুসহযোগে যাইতে গেলে শুনতেই হবে "ও দাদা, দাম কত হইলো যে?" বেশিরভাগ ক্ষেত্রে গরুওয়ালা (গরুওয়ালী পাওয়া দুস্কর ! জেন্ডার ডিসক্রিমিনেশান বলা যেতে পারে) বিরক্ত হয়ে যান। যাওয়ার পথে মিনিমাম হয়তো শ দুয়েকবার একই প্রশ্নের উত্তর দিতে হয়। গরুর দাম এতো.........। বলেই বেশিরভাগ ক্ষেত্রে খচখচ করেন।



এই বিরক্তকর যন্ত্রণা থেকে রেহাই পেতে আমি একটা পথ বাতলে দিতে পারি। আই থিংক ইটজ এ ইউনিক আইডিয়া এভার গরু রিলেটেড। তা হলো-



প্রত্যেকটি গরুর পিঠ, মাথা ও পিছন সাইডে বারকোড লাগানো থাকবে। সেটা হতে পারে স্টিকার সাটানো বারকোড। যেখানে ঐ গরু সম্পর্কীয় সব ইনফরমেশান থাকবে। যেমন গরুর বয়স কত, মেয়ে না ছেলে, দাত আছে নাকি নাই, থাকলে কয়টা, বিবাহিত নাকি অবিবাহিত, মালিকের নাম, কি খাইতে পছন্দ করে ইত্যাদি ইত্যাদি।



যার দরকার সে তার স্মার্টফোনে বারকোড রিডার দিয়ে সব ইনফরমেশান নিয়ে নিবে। এর ফলে গরুওয়ালা বেচে যাবে প্রশ্ন থেকে। আপনিও প্রশ্ন করা থেকে রেহাই পাবেন।



হ্যা প্রশ্ন আসতে পারে, সবার তো স্মার্টফোন নেই তাইলে? তাইলে কি আবার? খালি গরুর দিকে তাকিয়ে থাকবেন, কোন প্রশ্ন করবেন না। ভিডিও কল করবেন কিন্তু থ্রিজিওয়ালা ফোন ইউজ করবেন না, তা তো হবে না, তাই না!



সো বি আপডেটেড। এই পদ্ধতিটি ইমপ্লিমেন্ট করতে চাই। কেউ আছেন ?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৬

চারশবিশ বলেছেন: চেচিয়ে গরুর দাম জিগানো
আর দাম বলা না থাকলে
কুরবানি ঈদের মজা থাকল কোথায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.