![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনা ১
সাকিব আল হাসান ডেঙ্গু জ্বরে আক্রান্ত। দেশের অভিজাত অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। নিরাপত্তা এবং উন্নত চিকিৎসায় বিন্দু পরিমান ত্রুটি নেই কর্তৃপক্ষের। এর মাঝখানে সাকিবের খোঁজখবর নিতে হসপিটালে উপস্থিতি হলেন স্বয়ং প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই গুনটি আমার অসম্ভব ভাল লাগে। মানবিক দৃষ্টিকোণে তিনি অনন্য। এরপর দুদিন পর কিছুটা সুস্থ হয়ে সাকিব ফিরে গেলেন তার পরিবারের কাছে। পরিবারের সবার মুখেই হাসি।
ঘটনা ২
হরতাল চলাকালীন সময়ে গাজীপুরে পিকেটারদের দেয়া আগুনে মারাত্মক আহত হয় ১২ বছরের কিশোর মনির। তার বাবা কাভার্ডভ্যান চালক। সন্তান যখন আগুন পুড়ছিল তখন বাবা পাশেই ছিলেন। কিন্তু পৃথিবীর সবচেয়ে অসহায়তম ওই বাবা সন্তানকে আগুন থেকে বাঁচাতে পারেননি। শরীরের প্রায় ৯৫ ভাগ পুড়ে যায় মনিরের। ঠিক অনেকটা শিক-কাবাবের মতো পুড়ে মনিরের শরীর। স্থানীয়দের সহায়তায় বাবা ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করেন। ডাক্তাররা হতাশ করেন সেই বাবাকে। যেকোন সময় মারা যাবে ওই ছোট্ট কিশোর। (যা দেশের সব মিডিয়ায় ফলাও করে প্রচার হয়।) একজন বাবা কতখানি অসহায় হলে সন্তানের মৃত্যুর জন্য কামনা করতে থাকেন। এরপর প্রায় তিনদিনেরও বেশি সময় যমদূতের সঙ্গে যুদ্ধ করে গত রাতে মনির মারা গেলো।
নাহ! মনিরকে দেখতে প্রধানমন্ত্রী আসেননি। প্রধানমন্ত্রী দফতর থেকে একটা ফোনও আসেনি মনিরের চিকিতসার জন্য। অসহায় বাবা-মা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। সে ছাড়া তো তাদের আর কেউ নেই! তাদের মনির তো আর সাকিব আল হাসান নন। আর আল্লাহ কাছে প্রার্থনা করেই কি লাভ। উনি তো গরিবদের পছন্দই করেননা।
হয়তো রাজনৈতিক দলগুলো এখানে(মনিরের) মানবিকতা প্রকাশ করতে চায়নি ইচ্ছে করেই। মারা গেলেই তো লাশের সংখ্যা বাড়বে। রাজনীতির মাঠে হিসেব নিকাশ বাড়বে। সাকিবের মায়েদের মুখে হাসি নিরন্তর, আর মনিরদের মায়ের বুকফাটা আর্তনাদ সারা জীবনের।
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৮
maxcse বলেছেন: অবশ্যই যায় আসে! রাজনীতির সংখ্যাতত্ত্বের বিচারে পয়েন্ট বারে
২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৮
কলাবাগান১ বলেছেন: হাসিনার যাওয়ার চেয়ে মনিরের মৃত দেহ দেখতে খালেদা জিয়ার যাওয়া বেশী দরকার
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৭
maxcse বলেছেন: সেটা হলে তো সেটা তো অস্টম আশ্চর্যের বিষয় !
৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
খাজুইরা আলাপ বলেছেন: আরে আমরা হইলাম যত সব বোক..দার দল, কিছু বছর পর পর বাঘের খাঁচায় ঢুকব না সিংহের খাঁচায় সেটা নিয়া লাফালাফি করি, তা যাই হোক এই বোক..দাদের রক্তের উপর বাঘ এবং সিংহ উভয়ের পূর্ণ অধিকার রয়েছে এক্ষেত্রে দয়া-দাক্ষিণ্য সুযোগ বুঝে মাঝে মধ্যে তারা দেখান বটে তবে সেটার আশা না করাই শ্রেয়
৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৯
আবিরে রাঙ্গানো বলেছেন: @ খাজুইরা আলাপ বলেছেন: আরে আমরা হইলাম যত সব বোক..দার দল, কিছু বছর পর পর বাঘের খাঁচায় ঢুকব না সিংহের খাঁচায় সেটা নিয়া লাফালাফি করি, তা যাই হোক এই বোক..দাদের রক্তের উপর বাঘ এবং সিংহ উভয়ের পূর্ণ অধিকার রয়েছে ।
----- বাকীটা দয়া দাক্ষিণ্য দেখানো না, আমি রাজনীতি করে খাই, রাজনীতির জন্যই আমাকে দয়া দেখানোর ভান করতে হয়। তা না হলে কোথায় সাকিব আর কোথায় মনির, কে মরলে কার কি যায় আসে? যেখানে টাকা খরচ করে রাজনীতি করা লাগে, প্রচার পাওয়া লাগে সেখানে ওরা নেই। কদিন আগে জাফর ইকবার স্যার সাইকেলের জন্য ঢাকার রাস্তায় একটা আলাদা রাস্তা করে দিয়ে বলেছিলো, কিন্তু জাফর ইকবাল স্যার বোঝেননি সেখানে ২ টাকা হলেও তো খরচ করা লাগবে। সেটি সরকারের করতে বয়েই গেছে। সাকিবকে দেখতে গেলে টাকা লাগে না, দেশের ইমোশনাল মানুষ সংবাদটি গিলবে ভাল। এজন্যই যাওয়া। আমরা রাজনীতি করে খাই।
৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:১৩
ফেরারী৭৬৫ বলেছেন: যত রক্ত তত টাকা ........................... ততই রাজনীতির হিসাব - নিকাশ
৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪০
খেয়া ঘাট বলেছেন: হয়তো রাজনৈতিক দলগুলো এখানে(মনিরের) মানবিকতা প্রকাশ করতে চায়নি ইচ্ছে করেই। মারা গেলেই তো লাশের সংখ্যা বাড়বে। রাজনীতির মাঠে হিসেব নিকাশ বাড়বে। সাকিবের মায়েদের মুখে হাসি নিরন্তর, আর মনিরদের মায়ের বুকফাটা আর্তনাদ সারা জীবনের।
পুরা নির্বাক হয়ে গেলাম।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
নতুন বলেছেন: পাবলিক মরলে হাছিনা/খালেদার কি আসে যায়?