নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যাক রেদুয়ান

ম্যাক রেদুয়ান › বিস্তারিত পোস্টঃ

কিভাবে আমি নিজে নিজে ইন্ডিয়ান ভিসার জন্য এপ্লিকেশ করে ভিসা পেলাম

০৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯


ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন করার জন্য প্রথমে আমি আমার কাছের কিছু বন্ধু এবং বড় ভাইদের শরণাপন্ন হই। আমার (বন্ধু/ভাইরা) বললেন তুমি আইভেক থেকে অথবা অনলাইনে ইন্ডিয়ান ভিসা ফর্ম পূরণ কর এবং কি কি ডকুমেন্টস লাগে (IVAC) ওয়েবসাইট এ দেয়া আছে সব কিছু তৈরি কর। তারপর IVAC এ গিয়ে জমা দিয়ে দাও সবকিছু ঠিক থাকলে জমা দেয়ার ৭ কর্ম দিবসের মধ্যে ভিসা পেয়ে যাবে। আমি ভাবলাম এতো সহজ কাজ আমি মনে হয় খুব দ্রুত করে ফেলবো আর ভিসাও পেয়ে যাবো। যখনই আমি Processing শুরু করলাম তখন অনেক সমস্যার সম্মুখীন হলাম। আপনারা যারা ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবেন তাদের যাতে কোন ধরণের সমস্যায় পড়তে না হয় এ জন্যই আজকে আমার এই লেখা। যাইহোক তাহলে শুরু করি কিভাবে আমি আমার ইন্ডিয়ান ভিসা পেলাম।

ভিসা পেতে হলে প্রথমে আপনার যেসব ডকুমেন্ট রেডি করতে হবে সেগুলো কি কি তা আগে জেনে নেই
১. NID এর কপি
2. 2'x2' কালার ছবি ১ কপি
3. ইউটিলিটি বিল, যথা- বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস বা পানির বিলের অনুলিপি (গত ছয় মাসের ভিতরে)
4. ব্যাংক স্টেটমেন্ট অথবা ১৫০ ডলার এসডোর্সমেন্ট দেখাতে হবে
5. NOC
6. পাসপোর্ট কপি এবং সকল পুরানো পাসপোর্ট (যদি থাকে)

ভিসা ফি ৮৪০ টাকা ইউ কেশ এর মাধ্যমে জমা দিতে হয়।

আমি IVAC এর ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করে এক এক করে সব ডকুমেন্ট রেডি করে ফেললাম শুধু ব্যাংক স্টেটমেন্ট/এসডোর্সমেন্ট বাদে। আমার কার্ডে যদিও আগের কিছু এসডোর্সমেন্ট করা ছিলো আমি সেটা দিয়ে এপ্লাই করার ট্রাই করলাম। আমার যাবতীয় কাগজপত্র নিয়ে IVAC এ চলে গেলাম। ভাবলাম জমা দেয়ার আগে একবার কাগজপত্র গুলো চেক করে নেই অতঃপর আমি হেল্প ডেস্কে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই আমার সব ডকুমেন্টস ঠিক আছে কিনা একবার দেখে দিন। সবকিছু দেখার পর উনি আমাকে বলেন যে আপনার এসডোর্সমেন্ট এর মেয়াদ শেষ আবার নতুন করে এসডোর্সমেন্ট করাতে হবে যদিও মেয়াদ ৭ দিনের বেশি ছিলো। যাইহোক আমি নতুন করে এসডোর্সমেন্ট করে নিয়ে আসলাম তারপর আমি কাউন্টারে কাগজপত্র জমা দিলাম এখন উনারা বলতেছে যে আমার যে উটিলিটির কপি জমা দিয়েছি সেটা নাকি নিবে না জিজ্ঞেস করলাম কেন আপনি আমার টা জমা নিবেন না উনি বলল আপনার এইটা অনলাইন কপি তারপর আমি আমার মূল কপি নিয়ে গেলাম উনারা জমা নিলেন। অতঃপর আমাকে পাসপোর্ট কালেক্ট করার জন্য ডেট দিলেন আমি যথা সময়ে গিয়ে আমার পাসপোর্ট কালেক্ট করে পাসপোর্ট টা খুইলে দেখি আমার ভিসা হয়ে গিয়েছে।

Indian Visa Related আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সুবিধার জন্য আমাদের পেইজটি তাদের সাথে শেয়ার করুন।

আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার আরটিকেল টি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
বি.দ্রঃ ভিসা এপ্লিকেশন করতে কারো কোন ধরণের হেল্প লাগলে যোগাযোগ করতে পারেন আমি যথাসাধ্য চেস্টা করবো আপনাকে ভিসা পাইয়ে দেয়ার জন্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.