![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
???????????
???????????
???????????
???????????
???????????
???????????
???????????
???????????
???????????
???????????
???????????
???????????
???????????
???????????
???????????
???????????
???????????
???????????
UNIPAY2U BANGLADESH LTD, সম্পর্কে কেউ কিছু জনালে বিস্তারিত আওয়াজ দিয়েন।
তাদের কাছে টাকা রাখলে নাকি ১০ মাসে দিগুন দেয়।
https://www.unipay2u.com/Default.aspx
২| ১৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪১
এম. মাসুদ আলম. বলেছেন: আমার সাইবারটেকের পাশেই একটা সাব-অফিস আছে। ওরা অনলাইনে গোল্ড এর বিজনেস করে।
৩| ১৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫১
সাব্বির হোসেন শুভ বলেছেন: ভাই আমি সদস্য ৬ মাস হল। ৪২০০০ টাকা ইনভেস্ট করছি। গত ৫ মাস যাবত প্রতি মাসে ৮৪০০( বর্তমানে ভ্যাট কাটার পর ৭৯০০) টাকা পাই। এদের Gold, Tourism, Electronics আর Forex এর বিজ়নেস আছে। মালয়েসিয়ান কোম্পানি Best genius sdn sdh এর একটা শাখা হল Unipay2U. আর, ২ মাস আগে মালয়েসিয়া যেয়ে নিজের চোখেই সব দেখে আসা।
আরো জানতে চাইলে এই লিঙ্ক দেখতে পারেন। ইচ্ছা করলে ওইখান থেকে নাম্বার নিএ ফোনাইতেও পারেন!
১৮ ই আগস্ট, ২০১০ রাত ৯:১২
bangal manus বলেছেন: ব্যাঙ্কের সুদের হার কত? তার চেয়ে তো ঢের বেশি টাকা সে তার বিনিয়োগকারীদের দিচ্ছে! কীভাবে? প্রশ্নতো আমারও?
আমি বিস্তারিত জানি না তাই এই পোষ্টা দিলাম।
৪| ১৮ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৪১
পলাশ১ বলেছেন: এই ধরনের কোম্পানী সব সময়ই ঝুঁকিপূর্ণ। ব্যাঙ্ক থেকে টাকা না নিয়ে তারা কেন সাধারণ জনগণের কাছ থেকে টাকা নেয়?
ব্যাঙ্কের সুদের হার কত? তার চেয়ে তো ঢের বেশি টাকা সে তার বিনিয়োগকারীদের দিচ্ছে! কীভাবে?
১৮ ই আগস্ট, ২০১০ রাত ৯:১২
bangal manus বলেছেন: কীভাবে?
প্রশ্নতো আমারও?
আমি বিস্তারিত জানি না তাই এই পোষ্টা দিলাম।
৫| ১৮ ই আগস্ট, ২০১০ রাত ১০:২৫
সাব্বির হোসেন শুভ বলেছেন: শুধু সোনার ব্যবসা থেকেই তাদের লাভের হার প্রতি মাসে ৯৬%! সেখান থেকে মাত্র ২০% আমাকে দেয়া হয়।
কিভাবে? ধরুন আমি ১ kg সোনা কিনলাম(মানে কাগজে কলমে আরকি!), এই ১ kg সোনার কাগজ তারা বুলিয়ান মার্কেটে দেখিয়ে ১ সপ্তাহের জন্য আরো ৩ kg সোনা নিতে পারে ধারে। আর এদের মূল ব্যবসা হচ্ছে ২৪ ক্যারেট সোনাকে ২২ ক্যারেটে পরিণত করা। আর এটা করতে তাদের লাভ হয় প্রতি কেজিতে ৬০ গ্রাম। তাহলে, ৪ কেজিতে এক সপ্তাহে লাভ ২৪০ গ্রাম। মাসে লাভ ৯৬০ গ্রাম। কিন্তু আমি কিন্তু কিনেছি ১ kg. তাহলে, তাদের লাভ ৯৬%। আমাকে দিচ্ছে ২০%, ধরলাম কোম্পানি চালাতে আরো ২৬% যায়। তারপরেও তাদের লাভ ৫০%।
৬| ১৮ ই আগস্ট, ২০১০ রাত ১১:০৭
পলাশ১ বলেছেন: ৩ কেজি সোনা যার কাছ থেকে নেওয়া হবে তাকে লাভ দিতে হবে না?
এমন কোনো ব্যবসা নাই যাতে মাসে ৯৬% লাভ করা যায়। থাকলে প্রতিযোগিতামূলক বাজারে আরো অনেকেই এই ব্যবসায় আসতো ফলে লাভ যেতো কমে।
ব্যাঙ্কে তো এক বৎসরেই দিতে হয় ২০% লাভ। তো সে ব্যাঙ্ক থেকে টাকা না নিয়ে আমাদের কাছ থেকে নিবে কেন?
কাল যদি গিয়ে দেখেন ঐ কোম্পানী নেই, কী করবেন ভেবে রেখেন।
৭| ১৮ ই আগস্ট, ২০১০ রাত ১১:১৯
সাব্বির হোসেন শুভ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার পরামর্শ মাথায় রাখলাম। আরেকটা কথা বলি ভাই, কোম্পানিতে আছি ৬ মাস। ব্লগে প্রায় ১ বছর। আজ অবধি এ সম্পর্কে কাউকে কিছু বলি নাই কারন আমি চাইনা এটা প্রচার করতে। আমি ডেস্টিনি করিনা যে প্রচারেই প্রসার। আজ হঠাত পোস্ট দেখে কমেন্ট করলাম। আপনার প্রতিটা প্রশ্নের জবাব আমার কাছে আছে। কিন্তু এ সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না। সুপরামর্শের জন্য ধন্যবাদ@ পলাশ১
৮| ১৮ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩৮
পলাশ১ বলেছেন: @শুভ: যারা তাদের ব্যবসা গোপন রাখে বা গোপন রাখতে বলে, তাদের ওখানে বিনিয়োগ করবেন কেন?
ব্যাপারটা এমন নয় যে, যেভাবেই হোক আমি টাকা পেলেই খুশি, বরং আমাকে লভ্যাংশ ও আসলের ব্যাপারে নিশ্চিত হতে হবে এবং যারা আমার টাকা খাটাবে তাদের খরচের খাত বৈধ কিনা (যেমনঃ ঐ কোম্পানির হিসাব নিরীক্ষক কারা) ইত্যাদি জানতে হবে।
আপনি বিনিয়োগ করতে চাইলে, আমি পরামর্শ দিব কোনো ব্যাঙ্ক বা শেয়ার বাজারে যেতে।
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩৬
জালাল আহেম্মদ বলেছেন: পলাশ ভাই আপনি এই কোম্পানি সম্পর্কে আগে ভালো করে জানুন। তারা কিছুই গোপন রাখে না। এখানে যারা বিজনেস করে তারা এতো বেশী প্রচার নিয়ে ব্যস্ত থাকেনা। ধানমন্ডি ২৭সং রোড়ের শেষ মাথায় কোম্পনির নিজস্ব ভবন, সেখান থেকে তারা সব কিছুই পরিচালনা করে। ৫ লক্ষ গ্রাহকের ১জনও এখনো কোন সমস্যায় পড়েনি। আর পড়বে বলে আমাদের মনে হয়না। তবে সরকার ও কিছু প্রতিষ্ঠান এবং মিডিয়া এতে বাধা সৃষ্ঠি করছে।
আমি আপনাকে একটা উদাহারণ দিয় যেমন আপনি মনে করেন যে, ইসলামী ব্যাংক তাদের কর্মকান্ড পরিচালনার জন্য প্রতিটি থানা ও জেলা শহরগুলোতে ১/২ টি ও কোন কোন জেলায় ৩-৫ টি পর্যন্ত শাখা খুলে তাদের বিজনেস করছে। এতে ইঃ ব্যাঃ এর প্রতি মাসে কত টাকা খরচ হয় ?
সারাদেশে মোট কর্মচারী কতজন, প্রতি মাসে তাদের পিচনে ব্যাংক কত কুটি টাকা বেদন দিচ্ছেন।
এবং অফিস ভাড়া সহ আরো অন্যান্য খরচ কি পরিমান হচ্ছে তা চিন্তা করে দেখুন।
যদি একটা অফিসের মাধ্যমে তারা এই ব্যাংক পরিচালনা করত তবে তারা ৩ গুন লাভ দিতে পারতো বলে আমার ধারনা।
এখানে শুভ ভাই যা বলেছে তা সঠিক। ইউনিপের কোন গ্রাহক এখোনো প্রতারিত হয়নি।
আশা করি খোজ নিয়ে দেখুন। ধন্যবাদ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২৩
bangal manus বলেছেন: এখন খবর কি?
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১২
জালাল আহেম্মদ বলেছেন: এখনো খবর ভালো। মিডিয়ার মুখে চুনকালী পডেছে তাই তারা আর কিছু লেখতে পারছেনা।
প্রতিষ্ঠানের কাজ সাবাবিক আছে। যারা ইনভেষ্ট করেছে তা টাকাও পাচ্ছে।
চলতি/মার্চ ১৫ তারিখের মধ্যে আশা করি আগের মতই কাজ শুরু হবে। অপেক্ষা করেদেখেন।
০১ লা মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:০৫
bangal manus বলেছেন: আপনি কি এখানের কোন কর্মকর্তা?
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:২৩
পুংটা বলেছেন: জানি..মোতালেব প্লাজায় অফিস.....