নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশের পক্ষে কথা বলি, জামাত থেকে দূরে থাকী।

বাঙ্গাল মানুষ

bangal manus

বাঙ্গাল মানুষ

bangal manus › বিস্তারিত পোস্টঃ

জাতীয় পাতাকার ডিজাইনার শিব নারায়ণ দাসের অভিমান...

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১





জাতীয় পাতাকার ডিজাইনার শিব নারায়ণ দাসের সাথে এক মুহুর্তে।(গত ডিসেম্বরে শুভাশীষের তোলা ছবি) অভিমানী শিবু দাদা'র কোন গণমাধ্যমে সাক্ষাতকার দিতে চান না। নিভৃতে বসবাস করছেন মনিপুরীপাড়ায় ভাড়া বাড়িতে। চাঁদপুরে জাতীয় পতাকার অবমাননা নিয়ে গতকাল বিকেলে তার সাথে অনেকক্ষণ কথা হচ্ছিল। লম্বা একটা দীর্ঘশ্বাস ছেঁড়ে তিনি বললেন আমাদের দায়িত্ব শেষ; হতাশ হয়েছি আরও হচ্ছি। তবে আমার মৃত্যুর আগে শাহবাগের তরুণরা আমাকে আশাবাদী করেছে। তোমাদের কাছে অনুরোধ এই পতাকার মর্যাদা সমুন্নত রেখ।

এই শিবু দাদা'র অভিমানের যথেষ্ট কারণ আছে। তাকে বাদ দিয়ে পাঠ্যপুস্তকে লেখা হয়েছে ইতিহাস। মুক্তিযুদ্ধে হারিয়েছেন প্রিয় বাবাকে। আজও লাশের কোন হদিশ পাননি। অস্ত্র হাতে নিজে যুদ্ধ করেছেন কিন্তু এখনও তার কপালে জোটেনি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট।

শিবু দা'কে আমার স্যালুট; অঙ্গীকার করছি জাতীয় পতাকার সম্মান অটুট রাখবো।



কৃতজ্ঞতা: Najmul Hossain এর ফেইসবুক পেইজ থেকে

মন্তব্য ১৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

আমিনুর রহমান বলেছেন: শিবু দা কে স্যালুট।
পতাকার প্রতি আর কোন অপমান সহ্য করা হবে না।



জয় বাংলা !
জয় প্রজন্ম'১৩!

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

বিপ্লব৯৮৪২ বলেছেন: স্যালুট

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

মুক্তকণ্ঠ বলেছেন: জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান না? আমার ভুলও হতে পারে। কেউ কি নিশ্চিত করবেন প্লিজ?

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

মিশনারী বলেছেন: আওয়ামীলিগ যাকে বলে সে হল, জাতীয় পতাকার ডিজাইনার । আপনার সাথে কথা হয়েছে, আওয়ামীলীগ এপ্রোভ করেছে তো । তা ছাড়া কাউকে মানি না ।

কাদের সিদ্দিকী রাজাকারি করার কারণে তার ও খেতাব ফিরিয়ে নিতে হবে । মেজর জলিল তো আগেই খতম হয়েছে ।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

শের শায়রী বলেছেন: বলেন কি এত বড় অবিচার কি ভাবে হচ্ছে? ব্যাপারটা আমার বিশ্বাস হচ্ছেনা! ভাই উনাকে নিয়ে পারলে আরো কিছু লিখেন।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

লাল সালাম জানাই শিবু দা কে। পতাকার প্রতি আর কোন অপমান সহ্য করা হবে না।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৯

স্বপনবাজ বলেছেন: স্যালুট

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২১

হারিয়ে যাওয়া কেউ বলেছেন: স্যালুট শিবুদাকে

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

শাহীন ভূইঁয়া বলেছেন: Pink Salut Shibuda.........don't be heart its our destiny > When we saw National Flag devaluated and dishonored then desire to suicide nothing else......We shall overcome one day......

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

টোটোগ্রাফার_রিপন বলেছেন: মাঞ্চিত্রসহ প্রথম পাতাকার ডিজাইনার শিব নারায়ণ দাস এর পর বর্ত্মান ডিজাইন কামরুল হাসান এর করা, মানচিত্রসহ পতাকা নিয়েই দেশ স্বাধীন হয়ছিল!

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

টোটোগ্রাফার_রিপন বলেছেন: মাঞ্চিত্রসহ প্রথম পাতাকার ডিজাইনার শিব নারায়ণ দাস এর পর বর্ত্মান ডিজাইন কামরুল হাসান এর করা, মানচিত্রসহ পতাকা নিয়েই দেশ স্বাধীন হয়ছিল!
পাতাকার ডিজাইনার শিব নারায়ণ দাস

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

আনিজনাত বলেছেন: শিবু দা'কে আমার স্যালুট; অঙ্গীকার করছি জাতীয় পতাকার সম্মান অটুট রাখবো।

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

সাদা রং- বলেছেন: শিবু দা'কে আমার স্যালুট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.