নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশের পক্ষে কথা বলি, জামাত থেকে দূরে থাকী।

বাঙ্গাল মানুষ

bangal manus

বাঙ্গাল মানুষ

bangal manus › বিস্তারিত পোস্টঃ

ভারতের সবচেয়ে কম বয়সী প্রধান নির্বাহী!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

‘আমি অ্যানিমেশনের কাজটি পছন্দ করি এবং এটাই করে যেতে চাই। এর অংশ হিসেবে আমাকে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করতে হচ্ছে’, এক প্রশ্নের জবাবে এমনটাই বলেছিলেন সিন্ধুজা রাজামারন। বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সম্প্রতি যুক্ত হয়েছে সিন্ধুজার নাম।

মাত্র ১৪ বছর বয়সেই চেন্নাইভিত্তিক একটি অ্যানিমেশন প্রতিষ্ঠানের সিইওর দায়িত্ব পান সিন্ধুজা। সেপ্পান নামের এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সিন্ধুজার বাবা। সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রতিদিনই অফিস করছেন একেবারে একজন সিইওর মতোই। নিজের প্রিয় কাজ অ্যানিমেশনের পাশাপাশি প্রতিষ্ঠানের বড় বড় সিদ্ধান্তগুলোও নিচ্ছেন সিন্ধুজা।





কম বয়সী সিইও হিসেবে বিভিন্ন সেমিনারসহ নানা আয়োজনে নিয়মিত অংশ নেন তিনি। সম্প্রতি ভারতের লক্ষেৗতে একটি সেমিনারে অংশ নিয়ে কিশোর-তরুণদের উদ্দেশে বক্তব্যও দেন সিন্ধুজা। বর্তমানে ১৬০ জনের বেশি কর্মী নিয়ে এগিয়ে চলা প্রতিষ্ঠান সেপ্পানকে আরও এগিয়ে নিয়ে যেতে কঠিন পরিশ্রম করতে আগ্রহী সিন্ধুজা বলেন, ‘আমি আমার কাজটি খুবই উপভোগ করি এবং চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চাই।’ স্বপ্ন দেখেন একদিন নিজের প্রতিষ্ঠানকে বিশ্বের সেরা সব প্রতিষ্ঠানের কাতারে যুক্ত করতে পারবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.