নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযোদ্ধা্ চেতনায় বাংলাদেশ

ব্লগার আয়নাল ভাই ইতি

রেমিট্যান্স যোদ্ধা বাংলাদেশ সৌদিআরব প্রবাসী

ব্লগার আয়নাল ভাই ইতি › বিস্তারিত পোস্টঃ

পয়লা বৈশাখ নতুন বছর আগমন

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৫

B-)নব বর্ষের প্রাণ ঢালা শুভেচ্ছায়!
নব নব বারতায় আনন্দের উচ্ছলতায়
এসো হে বৈশাখ, এসো
হে! বাঙ্গালীর মনে- প্রাণে সুর-সঙ্গীতে, নবানন্দ
বাঙ্গালীর ঘরে-ঘরে!
নব ঋতুর মৌসমী ফসলে, ফুলে- ফলে সৌরভে
নতুন চালের গুড়ের-পায়েশ আর পিঠা-পুলীতে
পান্তা-ইলিশ, ইলিশ- পোলাও, সর্ষে-ইলিশে।
দই-মিষ্টি-চিড়া, মুড়ি- মোয়া-মুড়কি খৈ-এ!
নিত্য নতুন দিনের ভিড়ে,
বাঙালি খুঁজে ফিরে তাঁর
প্রিয় বাংলা নববর্ষকে
হাজার বছর ধরে বর্ষ বরণ
সংস্কৃতি চলছে বাঙ্গালীর ঘরে-ঘরে,
এসো হে বৈশাখ, এসো হে!
বাঙ্গালীর ধ্যানে- জ্ঞানে
হাঁসি আনন্দ উল্লাসে সুখের ছোঁয়ায় প্রাণে
নতুন দোলায়, গানে সুরে ঢাক-ঢোল-
ঘুঙুরের শব্দে মুখরিত বাঙ্গালীর প্রাণে
বাঙ্গালির আকাশে বাতাসে, বাঙ্গালীর
সারাঙ্গে সারা দেহে- রঙ-বেরঙে বাঙ্গালী নব
সাজে নব পোশাক- পরিচ্ছেদে !
বৈশাখী মেলা করে বাঙ্গালীর মনে আনন্দের খেলা!
নতুন প্রাণে নতুন আনন্দে মিছিলের জোয়ার
আজি আনন্দের রব উঠেছে
বাঙ্গালীর প্রাণে, আনন্দ
উৎসবে আমেজে কাটে সারা বেলা।
১৪২২ নতুন বছর নতুন সাজে
সেজেছ আজ আনন্দ ময় উল্লাস।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৮

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৩৩

ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: আপনাকে শুভ নববর্ষে শুভেচ্ছা জানিয়ে গেলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.